নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" › বিস্তারিত পোস্টঃ

আজ সকালে চাঁদে মাওলানা সাঈদির ছবি (রিপোষ্ট, যারা পড়েননি তাদের জন্য)

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

চাঁদে নাকি মাওলানা সাঈদির ফটো দেখা গেছে আজ।X(X(X( আজানের পর পর একটা ফোন পেয়ে উঠলাম। হ্যালো..... বলতেই ওপাশ থেকে কন্ঠস্বর ভেসে এল। তারাতারি ওঠ চাঁদে সাঈদি সাহেবের ছবি দেখা যাচ্ছে। আমি তো পুরাই অবাক। দেখার আগের মনে মনে সিদ্ধান্ত নিলাম। যদি সত্যি হয় তবে আজ থেকেই পুরা দমে নামাজ কালাম পড়া শুরু করুম।:P:P পাকাপোক্ত নিয়ত।X((X((X(( কিন্তু হায়....... বাইরে বেড়িয়ে দেখি একি!!!! আমাদের চাঁদমামা আকাশে জ্বল জ্বল করছে ইচ্ছেমত সাঈদি তো দূরের কথা, চাঁদের বুড়িও সেখানে নেই। পুরাই লুল।:P:P:P:P:):):)B-)B-);););) সকালের ঘুমটা গেল মাটি হইয়া।



তবে একটা জিনিস মনে খটকা লাগল। অন্যসব দিনের মত চাদে চিরাচরিত যে ছাপটা সেটা ঠিক ওই রকম দেখতে পাচ্ছিলাম না। মনে মনে ভাবলাম আমরা তো সাধারনত পূর্বরাতের চাঁদ দেখি শেষ রাতের চাঁদ এমনটা হতেও পারে হয়তো দিক পরিবর্তন করার কারণে। তবুও কেমন যেন খটকা লেগে রইল।;);););););)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

গধযনঁন বলেছেন: পুলিশ রাজিবের খুনীদের গ্রেফতার করেছে! অভিনন্দন!!
আফসোস এরা এক বছরেও সাগর-রুনী'র হত্যাকারীদের গ্রেফতার করতে পারলো না, আমিনুলের হত্যাকারীদের গ্রেফতার করতে পারলো না, ইলিয়াস আলীকে উদ্ধার করতে পারলো না, চৌধুরী আলমকে উদ্ধার করতে পারলো না। ছবি দিয়ে সনাক্ত করিয়ে দেবার পরও বিশ্বজিতের খুনীদের গ্রেফতার করতে পারলো না। বড় আফসোস!

২| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: হা হা হা কঠিনস অবস্থা। গনতন্ত্র প্রতিষ্ঠা চলছে। ওসবে যে থলের বিড়াল বেড়িয়ে যায়। বড় আফসোস। বিবেক হাড়িয়ে টাল মাটাল অবস্থা দেশের। বুঝেও না বোঝার ভান করে অনেকে। নিজেদের দোষগুলো ধরলেই কেবল শান্তি আসবে নয়তো কস্মিন কালেও সম্ভব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.