নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" › বিস্তারিত পোস্টঃ

দেশদ্রোহী জামিলের বাড়ী পোড়া দিতে চাই| এগিয়ে আসুন

১৯ শে মে, ২০১৩ রাত ১২:৩০

মীরাক্কেলে ১৫ই মের

ইপিজোডে পাবনার জামিল

যা বলছিলো? আসুন জেনে নিই ৷

১) সেদিন আমার বউ আমাকে বললো,

'আচ্ছা সারাদিন

ধরে তুমি কী করো?' আমি বললাম,

'এবার

বাংলাদেশকে ক্রিকেটবিশ্বকাপ

জেতাতেই হবে'।

কী? জোকটা এর পরেও আছে ভাবছেন?

২) আপনার পছন্দের

সুন্দরী রমনীকে কাছে পেয়ে আদর

করাটা হচ্ছে ৬ বলে ৩৭ রান

দরকারের মত। একটাই ভরসা, তবু

তো বাংলাদেশের বোলাররা আছে!

৩) বাংলাদেশের ব্যাটিং আর সুলভ

শৌচাগারের মধ্যে মিল

কোথায়?

কখন আসছে, কখন যাচ্ছে কিছুই

বোঝা যাচ্ছে না।

৪) আশরাফুলের ছেলে আশরাফুলের

বৌকে বললো, 'মা, মা,

মা, দেখে যাও। বাবা ছয়ের

পরে ছয় মেরেই যাচ্ছে, মেরেই

যাচ্ছে,

মেরেই যাচ্ছে'। এই

শুনে আশরাফুলের বৌ বললো, 'সোনা,

অনেক বড় হয়েছো।

যাকে তাকে বাবা বোলোনা।'

৫) হাই টপ প্রপোজ। প্রেমিক তার

প্রেমিকাকে বলছে,

'সোনা, আমি তোমাকে ততদিন

ভালোবেসে যাবো যতদিন

বাংলাদেশ না বিশ্বকাপ জেতে'।

৬) ইন্ডিয়া-বাংলাদ ­েশের

ওয়ানডে ম্যাচ। আমার টিমের সবাই

এসে আমাকে বললো, 'স্যার,

আপনি কোনো চিন্তা করবেন

না, শচীনকে ৫০ করতে দেব না।

আমি বললাম, 'কিভাবে?'।

বললো, 'আমরা ৪৮ রানে অল-আউট

হয়ে যাবো'।

৭) সাকিব আল হাসান সেদিন

গেলো আশরাফুলের বাড়িতে।

গিয়ে দেখে আশরাফুল ঘুমাচ্ছে।

বলে, 'এই ওঠ।

আজকে আমাদের টেস্ট খেলা আছে'।

আশরাফুল চোখ

খুলে বললো, 'অ্যা, কাদের সাথে?'

সাকিব বললো,

'অস্ট্রেলিয়ার সাথে।'

'তোরা যা, আমি বিকালে আসছি।'

৮) সেদিন আমার বউ আমাকে বলছে,

'ওগো, আসবে?'

আমি খাটের ডান দিন

দিয়ে উঠবো না বাম দিক

দিয়ে উঠবো এই

চিন্তা করতে করতে দুই ঘন্টা পার।

বৌ ঘুমিয়ে পড়লো। পরেরদিন আবার

বউ বললো, 'ওগো,

আসবে?' আমি খাটের ডানদিন

দিয়ে উঠবো না বাম দিক

দিয়ে উঠবো এই

চিন্তা করতে করতে দুই ঘন্টা পার।

বৌ ঘুমিয়ে পড়লো। পরের দিন

রাত্রে বৌ আবার বললো,

'ওগো, আসবে?' আমি আবার

চিন্তা করতে লাগলাম খাটের

ডান দিন দিয়ে উঠবো না বাম দিক

দিয়ে উঠবো।

যথারীতি আবার দুই ঘন্টা পার।

বৌ শুয়ে ঘুম। চতুর্থ দিনের

দিন আমি নিজেই বৌকে বললাম,

'ওগো আসবো?'

বৌ বললো, 'তুমি টস

নিয়ে ভেবে যাও।

ওদিকে অস্ট্রেলিয়াসিরিজ

জিতে গেছে।'

এরপর মীর এসে জিজ্ঞাসা করলো,

'হঠাৎ আজকে এত রাগ

টিম বাংলাদেশের উপর?' জামিল

আহমেদ উত্তর দিলেন, 'রাগ

না, এটা তো মজা'। মীর বললো, 'হুম

মজা?' জামিল পুনরায়

উত্তর দিলেন, 'বৌকে যেমন

ভালোবাসি, বাংলাদেশ টিমকেও

ভালোবাসি। বৌকে নিয়ে জোক

করতে পারলে এদেরকে নিয়ে পারবো ন

¤∷¤∷¤∷

আমার বক্তব্য এই

কৌতুকটা বাংলাদেশেরকোন

অনুষ্ঠানে করলে মানা যেতো কিন্তু

বাংলাদেশি জামিল

ওইখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট

করছে, তাই দেশকে ছোট করা তার উচিত

হয়নি। যখন আপনি আপনার দেশের

প্রতিনিধি তখন আপনার মাঝে দেশের

দুর্বলতা নিয়ে ফাইজলামি করার

মাঝে কোন সুস্থ মানসিকতা প্রকাশ

পাই না ৷

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:৪১

দায়িত্ববান নাগরিক বলেছেন: এধরনের উস্কানি দেয়া থেকে বিরত থাকুন। মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি।

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৮

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: উস্কানি দিলাম কই।

২| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:৪৯

স্বপনবাজ বলেছেন: এটলিস্ট এয়ারপোর্ট এ ডিম আশা করে!

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৮

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ডেসটিনির সাথে যোগাযোগ করে ডিম এর অর্ডার দিতে হবে।

৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:৫৪

অন্ধ জনা বলেছেন: ডিম ঠিক আছে । কিন্তু বাড়ি পোড়ানো এ কেমন কথা বললেন?

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৯

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: বাড়ি পোড়ানো টা রুপক অর্থে বোঝানো হয়েছে।

৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১:০১

ইলুসন বলেছেন: স্বপনবাজ বলেছেন: এটলিস্ট এয়ারপোর্ট এ ডিম আশা করে!

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৯

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ডেসটিনির সাথে যোগাযোগ করে ডিম এর অর্ডার দিতে হবে।

৫| ১৯ শে মে, ২০১৩ রাত ১:১১

ইয়ার শরীফ বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: এধরনের উস্কানি দেয়া থেকে বিরত থাকুন।

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫০

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: বাড়ি পোড়ানো টা রুপক অর্থে বোঝানো হয়েছে

৬| ১৯ শে মে, ২০১৩ রাত ১:২৪

মন জানালা বলেছেন: উনি ভাল কাজ করেন নাই আপনি আর খারাপ করে কি করবেন?এই ধরনের পোস্ট দেয়া থেকে ১০০০০০০০০০০০০০০০০০০০০০০ হাত দূরে থাকুন

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫০

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: তাইলেতো র্পথিবী ছাইড়া যাইতে অইব

৭| ১৯ শে মে, ২০১৩ রাত ২:০০

ইসপাত কঠিন বলেছেন: ভাইজান, আগুন আর কেরোসিনরে অপমান করেন না।

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫১

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ঠিক তাই

৮| ১৯ শে মে, ২০১৩ সকাল ৭:০৬

আতা2010 বলেছেন: শুধু বাড়ি পোড়ানো না ওড়ে আগুণ দিয়ে পুড়ানো উচিত। ভারতীয় রাজাকার

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫২

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: শচীনের কাছে গিয়া ভিক্ষা চাউজ্ঞা

৯| ১৯ শে মে, ২০১৩ সকাল ৮:০৭

বিপদেআছি বলেছেন: ভাঁড়তো ভাঁড়ই ।

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৩

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আপনার শ্রদ্ধেয় পিতারে নিয়া আমি ভাড়ামি করি। দেখি আপনার কেমন লাগে।

১০| ১৯ শে মে, ২০১৩ সকাল ৮:১৪

আমি কবি নই বলেছেন: ফেসবুকে একুশে টিভির একটা লিংকে দেখলাম ভারতীয় ট্রেইলরের চলার কাহিনী। যেখানে সরকারেরই দেশ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই সেইখানে এক কমেডিয়ানের কথায় কিছু যায় বা আসেনা. link-

View this link

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৩

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আমরা যাকে সম্মান দেই অন্যেরা তাকে নিয়ে হাসুক সুস্থ হিসেবে তা চাইব না।

১১| ১৯ শে মে, ২০১৩ সকাল ৮:১৪

আমি কবি নই বলেছেন: ফেসবুকে একুশে টিভির একটা লিংকে দেখলাম ভারতীয় ট্রেইলরের চলার কাহিনী। যেখানে সরকারেরই দেশ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই সেইখানে এক কমেডিয়ানের কথায় কিছু যায় বা আসেনা. link-

View this link

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৪

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আমরা যাকে সম্মান দেই অন্যেরা তাকে নিয়ে হাসুক সুস্থ হিসেবে তা চাইব না।

১২| ১৯ শে মে, ২০১৩ সকাল ৯:৩৪

হেডস্যার বলেছেন:
মডারেটর সাহেব কি অলরেডি বাড়ি পোড়া দিতে গেছে গা নাকি? B-))

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৯

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: উনি মন্তব্যে আশায় আছেন।

১৩| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:০২

কাফের বলেছেন: উস্কানিমূলক পোষ্ট
এই ধরণের মানুষিকতার লোক আর জঙ্গীদের মধ্যে খুব একটা পার্থক্য নাই।
রিপোর্টেড

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:১০

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: কেন ভাই কি করলাম বাড়ী পোড়া দেওয়াটা রূপক কথা মাত্র।

১৪| ১৯ শে মে, ২০১৩ দুপুর ২:২০

হেডস্যার বলেছেন:
বাহ !! মাশাল্লাহ।
পোষ্টদাতা আর পোষ্ট দুইটাই বহাল তবিয়তে আছে।

বাড়িঘর পোড়ানোর ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের সমর্থন দেখে আপ্লুত হইলাম। আলহামদুলিল্লাহ।
চালাইয়া যান।

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:১২

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: কই ভাই আমি তো দৌড়ের উপর আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.