নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" › বিস্তারিত পোস্টঃ

(ঢাকা-সিরাজগঞ্জ সরাসরি ট্রেন উদ্ধোধন) খুশিতে আত্মহারা আমরা সিরাজগঞ্জবাসী:):):):):):):):):):):)

২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:২৪

আজ থেকে শুরু হতে যাচ্ছে সিরাজগঞ্জ টু ঢাকা সরাসরি ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। আমরা সিরাজগঞ্জ এর মানুষ ট্রেন পোড়া দিলেও ট্রেন আমাদের মর্ম ঠিকই বোঝে। একটু ঠাট্রা কর্লাম আর্কি। :):):) আসলে ট্রেন পাওয়ায় আনন্দে মাথায় কিছুই ঢুকতাছে না। আজকের দিনের জন্য ট্রেন ভ্রমন সবার জন্য ফ্রিতে দেয়া হৈসে। আমার কাজ আছে তাই গেলাম না। বন্ধুরা গেছে কথায় আছে না বাঙালী মাঙনা...............। আপনাদের দাওয়াত দিলাম বিকালে ট্রেনটি ছেড়ে আসবে সিরাজগঞ্জের উদ্দেশ্যে সেই টিকিটও ফ্রি। হেলায় সুযোগ হাড়াবেন না কেউ। চলে আসুন আমি আছি আপনাদেরই অপেক্ষায়.........।



আর ধন্যবাদ আওয়ামী সরকারকে ট্রেনটি দেবার জন্য। আর যাই করুন আমাদের একটি স্বপ্ন পূরণ হয়েছে। আবারও ধন্যবাদ সব্বাইকে।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:৩১

আতা2010 বলেছেন: মেয়েরা নিজেরা টাইট ফিটিং বোরকা পড়লেও সে চায় না তার স্বামী দাড়ি , টুপী ওয়ালা হুজুর হোক।
Click This Link

২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:৪২

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: বাহ লিংক শেয়ার করে পোষ্ট হিট করার বুদ্ধি আগে জানতাম নাতো। কমেন্টের জন্য ধন্যবাদ।

২| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৬

কষ্টবিলাসী বলেছেন: পাবনা (সাঁথিয়া) যাব কেমনে? আমার কোন উপকার হবে?

২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৪

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: বলেছেন: কেন হবেনা? আপনি সিরাজগঞ্জ এক্সপ্রেস এ সিরাজগঞ্জ নামবেন তারপর সোজা পাবনার বাসে।

৩| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫২

অর্ফিয়াস বলেছেন: ডেম্যু ট্রেন নাকি ভাই? তাইলেতো জীবন নষ্ট।তবু শুভকামনা...

২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:০০

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: জানিনা এখন তো বাস্তব ট্রেনই দেখতাসি। দুই দিন পর থাকলে হয়।

৪| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:২১

সিদ্ধার্থ. বলেছেন: অর্ফিয়াস বলেছেন: ডেম্যু ট্রেন নাকি ভাই? তাইলেতো জীবন নষ্ট।তবু শুভকামনা...

লেখক বলেছেন: জানিনা এখন তো বাস্তব ট্রেনই দেখতাসি। দুই দিন পর থাকলে হয়। B:-)
@লেখক উনি ডেমু মানে ডিজেল ইঞ্জিন চালিত ট্রেনের কথা বলেছেন মনে হয় ।

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৭

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আর আমি তো ডেমু demo ভাবছি।

৫| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

ঢাকাবাসী বলেছেন: রেল বিভাগ তাহলে মাঝে মাঝে কাজ টাজ করে!! আমিতো মনে করতাম এরা খালি চুরিই করে। ..ন্ত্রী থেকে পিয়.. সবাই চুর।

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৮

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: সামনে ভোট আর চুরি করা যাবে না তাই.......................

৬| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৮

পীর বাবা বল িছ বলেছেন: সময়সুচি এবং টিকেটের মুল্য কত দয়া করে বলবেন উপকার হত। আর ভাইজানের বাসা সিরাজগঞ্জের কোথায়।আমার তাড়াশে।

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫০

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আমি এখনও জানিনা তবে আজকের জন্য যাতায়াত ফ্রি ঘোষণা করা হয়েছে। তবে যথাসম্ভব ১২০-১৫০ টাকার মধ্যে হতে পারে আমার বাড়ি সিরাজগঞ্জ রোড এর পাচলিয়া থেকে একটু ভিতরে

ধন্যবাদ মন্তব্যের জন্য

৭| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

ফিরোজ-জা.বি বলেছেন: ইহা কি আদতে সত্য ঘটনা ? বিশ্বাস হচ্ছে না যে !!! যদি সত্য হয় ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে . . .

২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: উদ্ধোধন কর্মসূচিতে ছিলাম আমি এবং ট্রেন ছাড়ার আগ মূহুর্ত পর্যন্ত। একদম হাচা কথা।

২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আজকের জন্য উদ্ধোদনী উপলক্ষে টিকিট ফ্রি। দাওয়াত রইল চলে আসেন। দেখবেন মালা পড়ানো ট্রেন

৮| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ShusthoChinta বলেছেন: সিরাজগঞ্জ শহরের বাইরের লোকদের এতে এতো খুশি হওয়ার কিছুনাই,কারণ ট্রেন শহরের বাজার স্টেশন থেকে জামতৈল এ গিয়ে ইঞ্জিন বদলিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে,এতে অন্তত ৪৫ মিনিট সময় বেশি লাগবে অন্য ট্রেন থেকে,মোট সোয়া চার ঘন্টা। তাড়াশ,বেলকুচি,রোড,পাচলিয়ার লোকজনের তো কড্ডা মানে সদানন্দপুর স্টেশন থেকে আগের ট্রেনগুলোতেই যাতায়াতে সুবিধা,সময় লাগবে সাড়ে তিন ঘন্টার মতো।

২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১১

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: কিন্তুক ভাই আমি যে সয়াধানগড়া থাকি। আমার মাঝে মাঝে ঢাকা যাওনের প্রয়োজন হয়।

৯| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

ShusthoChinta বলেছেন: ট্রেনের নাম সিরাজগঞ্জ এক্সপ্রেস অথচ ট্রেনের ৫৩০ টা সিটের মধ্যে মাত্র ১৩০টা সিরাজগঞ্জবাসীর জন্য বরাদ্দ! এছাড়াও ট্রেনটা ছাড়বে ঈশ্বরদী থেকে আবার ফিরেও যাবে সেই ঈশ্বরদীতেই! আর ভাড়াও কম না,শোভন চেয়ার ২২৫ টাকা,সাধারণ ১৮৫ টাকা। বিস্তারিত দেখেন প্রথম আলো অনলাইনে।

২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১২

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: তবুও তো আমাদের জেলার নামে অন্যেরা হিংসা করুক আমাদের নামোন্নয়ন দেখে।

১০| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

ShusthoChinta বলেছেন: আরো আছে ভাই,ট্রেনটা শনিবারে বন্ধ,অর্থাত্‍ সাপ্তাহিক ছুটি শেষে আপনি শনিবারে ঢাকা আসতে চাইলে এই ট্রেন দিয়া লাভ নাই! ৫৩০ টা সিটের মধ্যে মাত্র ১৩০টা সিট আমি মানতেই পারতেছি না,তাইলে কিসের সিরাজগঞ্জের ট্রেন? ঈশ্বরদী জামতৈল,টাঙ্গাইল এদের জন্য তো আরো ১০টা ট্রেন আছে,আর আমাদের নামে দেওয়ার পরও পাঁচ ভাগের মাত্র একভাগ সিট আমরা পাইলাম! ধুরর এইডা কিছু হৈল?

২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: তাই তো আমি ট্রেনোন্নয়ন নয় নামোন্নয়নের কথা বলেছি। ভাই
আপনি বোধহয় খামোখা আমাকে ভুল বুঝঝেন। ৩নং কমেন্টের উত্তর দেখেন আমার উৎকন্ঠা বুঝতে পারবেন।

১১| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

ShusthoChinta বলেছেন: নারে ভাই,আপনারে কিছুই বুঝাই নাই! আমার হতাশা আমার নিজের জন্যই,প্রতি সপ্তাহেই আমার ঢাকায় যাতায়াত করতে হয়,সাধারণত ট্রেনেই যাতায়াত করি। সদানন্দপুর স্টেশন থেকে দুইদিন আগে টিকেট না কাটলে দাঁড়িয়েই যাতায়াত করতে হয়,তাই নিজেদের ট্রেন হওয়াতে একটু বেশি আশা করেছিলাম,ভেবেছিলাম অন্তত দাঁড়িয়ে যেতে হবে না! সে আশায় গুড়িবালি! লাভের মধ্যে একটা লাভ হল,কমলাপুর থেকে বিকালে আমাদের কোন ট্রেন ছিল না,সো এখন বিকালে একটা ট্রেন পাইলাম,এইতো।

২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: যাক তাও একটা আশার বানী শুনলা আর আপনার কাছ থেকে অনেক তথ্য জানলাম। তবে কি মিথ্যে আশ্বাস দিচ্ছে আমাদের? সিরাজগঞ্জ কোথায় বাড়ী আপনার।

১২| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

ShusthoChinta বলেছেন: কিছু মনে নিয়েন না,এক্স্যাক্ট ঠিকানাটা বলতে একটু সমস্যা আছে।

১৩| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৬

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ঠিক আছে পাশে থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.