নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" › বিস্তারিত পোস্টঃ

দেশ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিল সরকার। জামায়াত নিষিদ্ধ পরিনাম অজ্ঞাত

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২২

জামায়াতকে নিষিদ্ধ করণ সাভাবিক জ্ঞান সম্পন্ন যে কেউ বলবে দেশকে সংকটময় থেকে সংকটময় পরিস্থিতে ঠেলে দিল সরকার। কি আওয়ামীলীগ কি বিএনপি কি জামায়াত সবাই এখন এই একই রকম পরিস্থিতি বুঝতে পারছে। তবে সরকারের পূর্ব পরিকল্পনা বলে জামাত কে নিষিদ্ধ করার পরবর্তী অবস্থা বিবেচনা করে কি রুপ পরিস্থিতি হবে বা কেমন ব্যবস্থা নেয়া হবে তারও ব্যবস্থা নিয়েছে সরকার। তবে হরতাল দিতে না পারলেও গুপ্ত অভিযান চালাতে পিছপা হবে না জামায়াত কখনও। সবমিলিয়ে পরিস্থিতির কথা চিন্তা করে সর্বক্ষেত্রে যথাযথ ব্যবস্থা করছে সরকার। কিন্তু সরকারের আগামীতে বৈধভাবে ক্ষমতায় আসার সম্ভাবনাকে নস্যাৎ করে নিয়েছে তারা নিজেরাই। তবে জয়ের ভাষ্যমতে যে কোন অবৈধই পন্থা তারা আবারো ক্ষমতায় আসবে। এবং এটা হয়তো তারই একটা বহ্নিপ্রকাশ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

দখিনা বাতাস বলেছেন: দরকার একটা যুদ্ব। কুত্তার বাচ্চা রাজাকার গুলার বিচারের নামে দেরী হইতেছে খালি। যুদ্ব একটা শুরু হইলে আগে এই বানচোত গুলারে মারমু তারপড়ে আওয়ামীলীগ বিএনপির চোর গুলারে। যুদ্ব একটা খুব দরকার সব জন্জাল সাফ করার জন্য।

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ঠিক বলেছেন ভাই আর একটা যুদ্ধ না হইলে দেশকে সফলভাবে তৈরি করা সম্ভব নয়। এই দেশে স্বার্থ নিয়া টানাটানি শুরু হইছে। আর এক যুদ্বের পর এই গুলানরে শেষ কইরা মালয়েশিয়ার আদলে দেশ গড়ব।

হাতে হাত রাখি বন্ধু আরেকটা দেশ গড়ি। সোনার নয় স্বপ্নের নয় যে দেশটা হবে সমলোচনার উর্দ্ধে। আমরা যে স্বাধীনতা পেয়েছি তাতে শুরু থেকেই কটু গণ্ধ। আর কোন গন্ধ নয় এবার চাই সুবাস।

২| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৫

তিক্তভাষী বলেছেন: সরকার কোন হোমওয়ার্ক না করেই কাজটি করেছে বলে মনে হচ্ছে না। নিজেদের প্রভাব বলয়ে থাকা ধর্মভিত্তিক দলগুলোকে একটু বেশী সুযোগ করে দেয়ার পাশাপাশি বিরোধীজোটের একটি শরীক দলকে সামনের নির্বাচনে ‍অংশ নেয়া থেকে বিরত রাখতে সক্ষম হতে পারে তারা (যদি আপীলে ভিন্ন কিছু না ঘটে)। আবার জামাত নেতৃত্বের মধ্যে মানবতাবিরোধী অপরাধে শাস্তিপ্রাপ্তদের বাদ দিয়ে বাকীদের নতুন নামে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়ে নিজ বলয়ে নিয়ে আসার মতো কোন সমঝোতার বিষয়টিও একেবারে উড়িয়ে দেয়া যায় না। এক দুতাবাসে জামাতের সাথে কীসব গোপন সভার কথা কয়দিন আগে পত্রিকায় দেখেছিলাম।

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৬

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: জ্বী ভাই হোমওয়ার্ক তো অবশ্যই আছে। আওয়ামীলিগ জানে যে তারা কিছুতেই আগামীতে বৈধ ভাবে ক্ষমতা পাবে না। তাই তারা এসব সাজানো নাটক করছে। তবে আমরা সাধারণ জনগন আর ৭১ এর মত বোকা নই। সাধারণ জনগণ এখন সব বোঝে রাজনীতি তো বটেই।

যে কোন ষড়যন্ত্রের জবাব আমজনতা দেবেই।

সবশেষে.........

হাতে হাত রাখি বন্ধু আরেকটা দেশ গড়ি। সোনার নয় স্বপ্নের নয় যে দেশটা হবে সমলোচনার উর্দ্ধে। আমরা যে স্বাধীনতা পেয়েছি তাতে শুরু থেকেই কটু গণ্ধ। আর কোন গন্ধ নয় এবার চাই সুবাস।

৩| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৬

ফুরব বলেছেন: আওয়ামী আর জামাত উভয় ধর্মান্ধ এবার মুখোমুখি হওয়ার সময় হয়েছে ।

তবে আওয়ামীলিগের বাড়তি সুবিধা হলঃ পুলিশ প্রশাসন কে ব্যাবহার করার সুযোগ পাবে। জামাত এদের সাথে কতটা সুবিধা করতে পারবে সেটাই বিবেচ্চ্য বিষয় ।

হেফাজত কে পিটাইয়া সরকার কিছুটা আত্মবিশ্বাসী ।

সবথেকে সুবিধা জনক অবস্থানে থাকবে সেনাবাহিনী।

এই মিশনে সরকার যখন বেসামাল অবস্থায় চলে যাবে সেনাবাহিনী হাসিনাকে কিক করে ক্ষমতা দখল করে নেবে।

আর তখনি সাধারন জনতা সেনা সরকারকে সমর্থন দিয়ে যাবে।।

নিপাত যাবে কুকুরে গনতন্ত্র ।।

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ভাই আপনার বলায় যথার্থতা আছে তবে প্রশ্ন হলো যে বর্তমান সেনাবাহিনী কি তা করবে নাকি দরজা জানালা বন্ধ করে সমর্থন দিয়ে যাবে। সেনাবাহিনীকে বর্তমান কেন বলছি তা নিশ্চয়ই বুঝতে পারছেন।

এই সরকার ৫/৬ বৎসর আগেই জানত যে ৫/৬ বছর পরে কি হবে এবং তার জন্য এখন আমাদের কি করতে হবে। সাধে কি আর ২১ সালের ভিশন নিয়ে মাঠে নামে?

পরিশিষ্ঠ সবাইকে সতর্ক থাকার অনুরোধ। নিজস্ব স্বার্থের বাইরে এই সরকার কিছুই করবে না। কাউকেই ক্ষমা করবে না। স্বার্থের প্রয়োজনে আজ আপনাকে বন্ধু বললেও কাল শত্রু বলতে দ্বিধা করবে না কিছুতেই।

শেষে.........

হাতে হাত রাখি বন্ধু আরেকটা দেশ গড়ি। সোনার নয় স্বপ্নের নয় যে দেশটা হবে সমলোচনার উর্দ্ধে। আমরা যে স্বাধীনতা পেয়েছি তাতে শুরু থেকেই কটু গণ্ধ। আর কোন গন্ধ নয় এবার চাই সুবাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.