নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" › বিস্তারিত পোস্টঃ

সিরাজগঞ্জে আওয়ামী লীগকে হটিয়ে বিজয় দিবস পালন শিবিরের শেখ মুজিবের ভাষনের বদলে সাইদীর ওয়াজ

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

সিরাজগঞ্জের এরান্দহ গ্রামের ছাত্রলীগ-যুবলীগ মহান বিজয় দিবস উপলক্ষে গত কাল রাতভর মাইক ভাড়া ও প্যান্ডেল সহ নানা রকম সাজসজ্জার আয়োজন করে ও মাইকে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন প্রচার করাবস্থায় আজ ভোরে শিবিরের একটি দল তাদের প্যান্ডেলে ঢুকে মারধর করে ও প্যান্ডেল থেকে বের করে দেয়। এবং অত:পর তারা মাইকে উচ্চস্বরে সাইদির ওয়াজ বাজায়। ছাত্রলীগ ও যুবলীগ কর্মিরা গুরুতর আহত হলেও কেও নিহত হন নি।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

বিডি আমিনুর বলেছেন: ছাত্রলীগ-যুবলীগ কি হিজরা হয়ে গেল নাকি ?

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: তা জানি না ভাই তবে সিরাজগঞ্জে জন্য সত্য হইলেও হইতে পারে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১

কলাবাগান১ বলেছেন: শাহবাগে জনতার মন্চে ককটেল মারার পর শিবির কর্মী ধরা পড়ার পর দুই একটা চড় থাপ্পড় দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়...... এখানে উল্টা টা হলে সাথে সাথে নাংগা তলোয়ার দিয়ে জবাই হয়ে যেত জামাত শিবিরের নৃসংশতার কাছে

এখানেই তফাত জামাতি জংগী আর নরমাল পলিটিক্যাল সাপোর্টারদের মধ্যে

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: নরমাল পলিটিক্যাল বলতে কি বোজাচ্চেন???? লগি বৈঠা ওয়ালাদের????

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

বোধহীন স্বপ্ন বলেছেন: বুঝলাম না কি হচ্ছে এসব। একাত্তরের রাজাকাররা এখন মুক্তিযোদ্ধা হয়ে যায়। আরো কত কি যে দেখার বাকি.... X(

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: কনভার্টার চিনেন নি ভাই। বাল কন্ভার্টার। ঐখান দিয়াই তো সব হয়।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুত্র কই?

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: সূত্র দেখতে চান? চলে আসুন যমুনা সেতু পার হয়ে নলকা ব্রীজ এর পশ্চিম পার্শ্বের গ্রামে অবশ্য যদি জামাত শিবিরের দয়ার মাঝের ব্রীজগুলো ভাঙ্গা না থাকে।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

HHH বলেছেন: সিরিয়াসগঞ্জে হাম্বা হাম্বা না করাই ভাল। ওখানে হাম্বাদের সবাই লাত্থির উপরে রাখে বলে শোনা যায়

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: পুলিশ বিজিবিই তো দৌড়ের উপরে...................

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

জনাব মাহাবুব বলেছেন: মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুত্র কই?

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: সূত্র দেখতে চান? চলে আসুন যমুনা সেতু পার হয়ে নলকা ব্রীজ এর পশ্চিম পার্শ্বের গ্রামে অবশ্য যদি জামাত শিবিরের দয়ার মাঝের ব্রীজগুলো ভাঙ্গা না থাকে।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

বিখ্যাত লোক বলেছেন: সত্যিকারের বিজয় আসন্ন, কুত্তালীগেরা সাবধান!!!!!!!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। অর্জন করেছি এখন রক্ষা করতে হবে।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

ভিটামিন সি বলেছেন: আসলে কারা যে দেশটার ভালো চায় তাই বোঝতে পারলাম না এই ২৯ বছরের জীবনে। তবে শুনেছি উপজেলা রাস্তা-ঘাট ব্রীজ-কালভার্ট নাকি এরশাদ কাকুই করেছিলো। তাই এখনো টিকে আছে। এর পর আর হয় নাই।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: এরপর শুধু ধরো মারো খাও

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

গুগলরকস বলেছেন: আমি হইলে ওর ফোনের ওয়াজ শুনাইতাম। মেশিন আরো কর কি!!! যারা শুনেন নাই ইউটিউবে সার্চ দেন Saidee phone তাইলেই আসলে ওয়াজ বাইর হয়ে আসবে। হা হা হা, ধর্মব্যাবসায়ী পাইক্ক্যার ওয়াজ!!!!!!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আমার চেনা এক লোক আছে আমনের ফোন ........ এর কাহিনী সেও বানাইতে পারে। একদম হুবহু।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২

দখিনা বাতাস বলেছেন: কোন যায়গার কোন এরানদাহ গ্রামে কি হইছে ঐ নিয়া সুখে থাক চাগুর বাচ্চা। আরো কিছু চাগুর আনাগোনা দেখা যাইতেছে কমন্টে। সব ছাগুরা বালের কেল্লায় যাও। সামু তোমাদের জন্য না

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: কিরে কালু বিলাই মেয়াও মেয়াও ছাইড়া দেহি হাম্বা হাম্বা করতাছে। বালের কেল্লা মাইনে কি? বাল তো বলা হয় বালেরে অতএব বালের কেল্লা????????? হা হা হা...... মেয়াও মেয়াও কর গিয়া........... কালু বিলাই।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৭

HHH বলেছেন: আপনার বাড়ি কি সিরিয়াসগঞ্জে?

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আঞ্জে হ্যাঁ

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

দার্শনিক ফিনিক্স বলেছেন: আওয়ামী উগ্রতার ফলাফল এমন উগ্রই হবে.মাঝখান দিয়ে দেশে জামাত শিবিরের দৌরাত্ব বেড়ে গেল :/

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

HHH বলেছেন: সিরাজগঞ্জ কোথায় বাসা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.