নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" › বিস্তারিত পোস্টঃ

সাধু ও শিষ্য (অসাধারন ‍‍"কবিতা" না পড়লেই মিস)

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯

দেশ ও দশের কথা ভাবিতে ভাবিতে সাধু সুধাল শিষ্যরে,

"বল হে বৎস! পদ্মার যত জোয়ার, টাকা আছে তত কার ?"

শিষ্য হাসিয়া কহে, "বড় সহজ প্রশ্ন করিলেন হে গুরু!

সে তো মোদের আবুল মন্ত্রী, পদ্মা সেতু হতেই যার শুরু"



প্রশান্ত মনে, সাধু আবার সুধায় শিষ্যকে

"বল হে প্রাণপ্রিয় পুত্র! অর্থ হারাইয়া দেশে কেন এত হাহাকার ?"

শিষ্য বুকে বেদনা লইয়া কহে

"আজ নামিয়া শেয়ার বাজারে জনগণ ফকির হইল কাল

মানুষ রে ডাকিয়া মিথ্যা কহিয়া ধোঁকা দিল আবুল মাল"



সাধু সুধায়, "তবে কি কাদের মোল্লা নয় সে কসাই কাদের ? "

শিষ্য কহে, "বাঁচিয়া থাকিতে ভেবেছিনু মুক্তিযোদ্ধা তারে,

বাহ! কি মজার দেশ! মুক্তিযোদ্ধার পরিচয় লইয়া সেই রাজাকার, এখন পরপারে। "



সাধু আবার সুধায়, "তবে কি হে বালক,

হেফাজতে ইসলামই হল মুসলিমদের চালক ? "

শিষ্য হাসে, "যা কহিলেন মোর সাধু,

কোরআন পুড়াইয়া, রাস্তা ভাঙ্গিয়া, তারা দেখাইয়াছিল কোন হেফাজতি জাদু ?"



সাধু বলে, "শুনেছি চেতনায় একাত্তর নিয়ে, জন্মেছে গণজাগরণ মঞ্চ ?

পুলিশী নিরাপত্তায় তাহারা আজ হয়েছে নাকি দ্বিতীয় মুক্তিযোদ্ধা ?"

শিষ্য কহে,"অপরাধ করিবেন মাফ গুরু, তাহারা করিয়াছে চেতনা ব্যবসাকে হালাল,

রাজাকারের বিচার চাহিলেও তারা পাক্কা আওয়ামী দালাল"



সাধু কহে,"কেন বল দেখি আজ, দেশ হল স্থবির

কেহ করিতে পারে না কেন, কোন কাজ ? "

শিষ্যের জবাব, "সাধু দিচ্ছেন কি মোরে লাজ ?

'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' শ্লোগান লইয়া সে দল

অবরোধ ডাকিয়া, মানুষ মানুষ পুড়াইয়া কহে, 'গণতন্ত্র পাইতে ঢাকা চল' "



সাধু চক্ষু বুজিয়া, নিঃশ্বাস ফেলিয়া, ভারী কন্ঠে আবার কহেন

"তবে কি দেশের মানুষ পাচ্ছে ন্যায় বিচার ?"

শিষ্য কহে, "শিবির পুড়াইল গাড়ী, ছাত্রলীগ ভাঙ্গিল বাড়ি

জনগণ দেখে শুধু, শিবির-লীগের দোষারোপের মারামারি!

আজ খুন হত্যা তো ছেলে খেলা, আর ন্যায় বিচার ?

কি যে কহেন গুরু! উনারা তো গণতন্ত্রের টিচার

বাগান পাইবার স্বপ্ন দেখিয়া পাইয়া একটা কলা

জনগণের জায়গা তো আজ শুধুই খাটের তলা।"



সাধু শঙ্কিত হইয়া, "দুই নেতৃ তবে পড়াইল একি মন্ত্র ?

যোগ্য ব্যক্তি পিছু ফেলিয়া চালাইছে তারা পরিবারতন্ত্র ?"

শিষ্য কহে," জনগণ যখন বিতন্ডা করে, আস্তিক,নাস্তিক, রাজাকার

দুই নেতৃ হাসে খেলে, দেশে ভরিয়ে আল-বদর,বাকশাল, স্বৈরাচার"



সাধু অবাক হইয়া জিগায়!

"ব্যাটা, তুই মোর শিষ্য হইয়া এত জানস ক্যামনে ?"

এবার হাসিয়া শিষ্য কহে, " আপনার শিষ্য হয়েছি কি আর এ্যামনে ?

ক্ষমা সুদূর দৃষ্টিতে দেখিবেন মোরে গুরু।

আমিও তো রাজনীতি করিয়া দিয়াছি শুরু

ঐতো! সামনেই নির্বাচন হবে, ঐতো!

বিয়ের আগে পেটে লইয়া বাচ্চা, কলঙ্কিত হয় নারী

ভোটের আগেই এমপি হইয়া, সংসদ হবে মোর বাড়ী"





বি:দ্র: লেখাটা কপিপেষ্ট করলাম মূল লেখা এইখানে

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০

সাগর রহমান বলেছেন: কপি-পেষ্ট করে ভাল করেছেন। আপনার কল্যাণে এই চমৎকার কবিতাটি পড়া হলো।
কবিকে অভিনন্দন আপনার মাধ্যমে।

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: পা তোমাকে............................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.