নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একলা ঘর আমার --রব বিনে গতি নাই

স্বপ্ন কুহক

স্বপ্ন কুহক › বিস্তারিত পোস্টঃ

অচেনা হওয়ার বাহানা

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১১



আজ দুজনেই অচেনা হওয়ার বাহানায় ভীষণ ক্লান্ত;
ভান করি এমন,
যেন কোন কালেই চেনা ছিলে না তুমি-
কোনক্ষণেই হৃদস্পন্দন দ্বিগুণ হয়নি আমার জন্য তোমার
বা আমার হৃদয় পোড়েনি তোমার প্রেমে !!

পরস্পরকে অবহেলা করার কি ভীষণ ছেলেমানুষিতে ব্যস্ত আজ দুজন !!
যেন কখনো তোমার ভালবাসায় আমি রঙ্গীন হইনি বা
তুমি কেঁপে ওঠনি আমার ছোঁয়ায় !!

একমুঠো আলো-আঁধার মাঠ,
তুমি আর আমি! এক আকাশ নগ্নতাকে সাক্ষী রেখে-
তারা ভরা রাতে হারিয়েছিলাম তোমার বুকের রুক্ষ জমিনে
নোনা ঘামের রোমশ বুকে মুখ লুকিয়ে বলেছিলাম "জন্ম জন্মান্তরের সাথী" ।

সব কিছুতে আজ শক্ত পাথুরে দেওয়াল দিয়ে
দূরত্ব বাড়ানোর কত হাস্যকর কৌশল আটি-
যেন কখনো তোমার নিঃশ্বাস আমার নিঃশ্বাসের ছোঁয়ায় ব্যাকুল ছিলনা !

শুধু জেনে রেখো--
তোমার ছায়ার কাছে কিছু প্রশ্বাস আমার তবু থেকে যায়!!

মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

স্রাঞ্জি সে বলেছেন:
মনোমুগ্ধকর কাব্য। +++

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯

স্বপ্ন কুহক বলেছেন: আপনার মুগ্ধতা হৃদয়ে ধারন করলাম । অনেক ধন্যবাদ

২| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২১

বিজন রয় বলেছেন: আপনি তো 'ভালরকমের' ভাল লেখেন।
তাহলে এতদিন কোন লেখা পোস্ট দেননি কেন?

একটু ব্যস্ত আছি তাই এখন কথা বললাম না, পরে বলবো নিশ্চয়ই।

শুভকামনা।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

স্বপ্ন কুহক বলেছেন: 'ভালরকমের ভাল" কথাটা ভাল লাগলো

কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

জাহিদুল হক শোভন বলেছেন: ভাঙ্গা শরীর, ভাঙ্গা ছায়া, ভাঙ্গা প্রেম, বিচ্ছিন্ন ভালোই।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

স্বপ্ন কুহক বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: জেনেও না জানার ভান করা সত্য
বুঝেও বুঝতে না চাওয়ার অভিনয়ের সত্য

জীবনের এই সত্যকে আমরা কত যত্নেই না আড়াল করে রাখি!
আসলেই কি রাখতে পারি? অবচেতনে অবসরে হুট করে দখল নিয়ে নেয় মনের!
চাই বা না চাই ভাসিয়ে নিয়ে যায় - আপনমনে!

ভাল লাগা একরাশ :)

+++

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

স্বপ্ন কুহক বলেছেন: ভাল থাকবেন

অনেক ধন্যবাদ

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @বিদ্রোহী ভৃগুঃ
উনি কে আসলে?
এত ভালো লেখেন...........তবে এতদিন লেখেন্নি কেনো?
কাছের মানুষ নিয়ে লেখা কে এই দুরের মানুষ?

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০১

স্বপ্ন কুহক বলেছেন:

কি করি আজ ভেবে না পাই এই নামের আড়ালে কে তা কি জানতে চেয়েছি ?
তুমি দেখি বাছা এক বজ্জাত আদমি ।

তদন্ত করে লাভ নাই আমি কে। সময়ে জানিয়ে দিব

লেখা ভাল লেগেছে তাই কৃতজ্ঞ

৬| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

কথার ফুলঝুরি! বলেছেন: কখনো কখনো যে অচেনা হওয়ার ভান না করেও উপায় নেই :(

কবিতা ভালো লেগেছে ভাইয়া ।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৫

স্বপ্ন কুহক বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
আপনার ভাল লাগা প্রেরণা হয়ে রইল

৭| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি করি আজ ভেবে না পাই এই নামের আড়ালে কে তা কি জানতে চেয়েছি ?
তুমি দেখি বাছা এক বজ্জাত আদমি ।

তদন্ত করে লাভ নাই আমি কে। সময়ে জানিয়ে দিব

লেখা ভাল লেগেছে তাই কৃতজ্ঞ


কখন জানাবেন?
আপনি কি ভৃগুর মাল্টি?
নাকি গিয়াসলিটনের?
তবে কাকু নন সে নিশ্চিত

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২১

স্বপ্ন কুহক বলেছেন: আপনি কি ভৃগুর মাল্টি?
নাকি গিয়াসলিটনের?
তবে কাকু নন সে নিশ্চিত


হা হা হা হা হা

কাকুর না হলেও কারোর কাকী তো বটেই
কাকুর হতেও পারি । বলে দিলে আর রহস্য থাকলো কোথায় !!

নাছোড়বান্দা কুহানকার !!

৮| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা হা হা

কাকুর না হলেও কারোর কাকী তো বটেই
কাকুর হতেও পারি । বলে দিলে আর রহস্য থাকলো কোথায় !!

নাছোড়বান্দা কুহানকার !!


বিভ্রান্ত করার চেষ্টা করবেন না,
আপনি যে ফিমেল না সে-ও আমি নিশ্চিত।
গেমু গেমু ফ্লেভারও পাচ্ছি.................

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

স্বপ্ন কুহক বলেছেন: হ আমি গেমু !
আমি গেমুর নিক । এলা খুশি ভাইজান ? পরাণ জুড়াইছে ?

৯| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @বিদ্রোহী ভৃগুঃ
পেট তার পেট না হে
পুরোই যে ভুটভুট;
ঐ এলো লাঠি নিয়া
এই দিনু রাম ছুট।

১০| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাইতো বলি,
এ গেমু না হয়েই যায় না।
কিরে শালা, তর পাইলস সারছে?

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৮

স্বপ্ন কুহক বলেছেন: এইবার কিন্তু খালি মাইর হবে মাইর । কোনরকম সাউন্ড হবেনা :-B

১১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫

জাহিদ অনিক বলেছেন:

হারিয়ে গেলে- কাছে দূরে অসীম দূরে গেলে---
যে যায় সে তো কিছু না কিছু নিয়েই যায়---
হয় ধুলাবালি না হয় নিঃশ্বাস-

কবিতার কথাগুলো চমৎকার, সত্যি কথা বলতে যে চলে গেল সে তো চলেই গেল
যার থেকে চলে গেল তার মূল্যায়ন বুঝল না এই যা, হতভাগা সে নিজেই।
শুভেচ্ছা

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫০

স্বপ্ন কুহক বলেছেন: যার যাবার সে যায়
ভাংগা মন কেবলি কাঁদে হায় !!

শুভেচ্ছা আপনাকেও ।

১২| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮

কুঁড়ের_বাদশা বলেছেন: একদম ফাটাফাটি কবিতা। ;)

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৩

স্বপ্ন কুহক বলেছেন: কিন্তু লাইক দেন নি তো !!

১৩| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৭

কুঁড়ের_বাদশা বলেছেন: এবার লাইক প্রদান করিয়াছি। আন্তরিক সরি। :-B

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৯

স্বপ্ন কুহক বলেছেন: ক্ষমা করা হইল :D

১৪| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর কবিতা।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৯

স্বপ্ন কুহক বলেছেন: আপনার ভাল লাগায় আনন্দ পেলাম

শুভেছা রইল

১৫| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
@ কি করি ভায়া
পেলে নাকি সন্ধান
ছুপা কোন সে রুস্তম
জানিয়ে দিও পেলে
মজা হবে হরদম ;)

গেমু ভায়া নয়সে
এটা একদম ঠিক
আমিতো নইই বটে
লিটনদা'ও নয় ঠিক!

উত্তরে মনে হয়
যেন ঝুনা নারিকেল
ভাব ভাব জলদি
কোন মাল্টি জমিয়েছে খেল ;)

ব্লগের ভাবসাব
মতিগতি সবি বোঝে
পুপা মনে হয়
খ্যাতিমান ছিল সেযে!

খুঁজে পেলে জানিও
হবোনা আর হয়রান
তুমিতো শালর্ক হোমস
বলো দেখি কোন সে জন।

:)

১৬| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: বোধহয় শেওলা জমেছে দেয়ালটায়।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪০

স্বপ্ন কুহক বলেছেন: হুম --- তাই

অনেক ধন্যবাদ

১৭| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



আহ কি আবেগিক প্রেমময় রোমন্থন! ভালো লাগা কবি!

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৮

স্বপ্ন কুহক বলেছেন: কি সুন্দর করে বললেন কবি !! অনেক ধন্যবাদ

১৮| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

চঞ্চল হরিণী বলেছেন: "নোনা ঘামের রোমশ বুকে মুখ লুকিয়ে বলেছিলাম, “জন্ম জন্মান্তরের সাথী” " এই লাইন পড়লে বোঝা যায় লেখক একজন নারী। ছেলেদের কাছে মেয়েদের বুক রোমশ হয় না।

আপনার প্রথম লেখা পড়লাম। সাদামাটা ভালো কবিতা। শুভেচ্ছা নেবেন।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৫

স্বপ্ন কুহক বলেছেন: একজন লেখকের জেন্ডার তেমন উল্লেখযোগ্য নয় বিশেষ করে কবিতা যিনি লিখে থাকেন ।

আপনার ভাল লাগায় আনন্দ পেলাম
অফুরন্ত শুভেচ্ছা আপনাকেও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.