নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একলা ঘর আমার --রব বিনে গতি নাই

স্বপ্ন কুহক

স্বপ্ন কুহক › বিস্তারিত পোস্টঃ

নিউইয়র্কে কোরবানি ঈদ

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৪



নিউজে দেখতে পেলাম আমেরিকার টেক্সাস থেকে ৭টি কুরবানীর গরু সরাসরি আমদানি হয়েছে। বিক্রিও হয়ে গেছে ২৫ লক্ষ থেকে ২৮ লক্ষ টাকা! এই ব্যাপারটা খুব হাস্যকর লাগলো । আমেরিকায় বহু বছর থাকার পরেও আমেরিকার গরু- খাসির মাংসের স্বাদ কখনো বাংলাদেশের গরু- খাসির চেয়ে উপাদেয় মনে হয়নি।

উত্তর আমেরিকায় সব সময় মিডল ইস্টের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করে থাকে । সে হিসেবে ২১ আগস্ট আমেরিকায় কোরবানীর ঈদ । বিদেশে শত কাজের ভীডে কোরবানী দেওয়াটা খুব ঝামেলার বলে বেশীর ভাগ লোক বাংলাদেশে টাকা পাঠিয়ে দেন কোরবানীর জন্য । আমিও তাই করে থাকি । তবে ছোট বেলা থেকে ঈদের দিন ঘরে মাংস না হলে মোটেও আনন্দ হয় না । এমনিতেই এই দেশে ঈদ যে কেমন করে আসে আর কখন চলে যায় সেটা বোঝাই যায় না। তাই আমি সব সময় চেষ্টা করি এই দেশে কোরবানী দিতে ।

নিউ ইয়র্ক কোরবানী দেওয়াটা অন্যান্য স্টেটের তুলনায় কিছুটা সহজ । নিউ ইয়র্কে বাঙ্গালী পাকিস্তানি ও আরবীয় মুসলমান সংখ্যায় অনেক বেশী হওয়াতে এখানে কোরবানী দেওয়াটা কিছুটা সহজ । এখানে দুইভাব কোরবানী দেওয়া যায় । প্রথমত — প্রায় সব হালাল মাংসের দোকানে রোজার ঈদের পর থেকেই কোরবানীর অর্ডার নিয়ে থাকে । কোরবানীর অর্ডার দিতে চাইলে হালাল মাংসের দোকানে নগদ টাকা ও যার নামে দেওয়া হবে তার নাম লিখে দিয়ে আসতে হবে । কোরবানীর ঈদের দিন বিকালে যেয়ে দোকানে খোঁজ নিতে হবে মাংস এসেছে কিনা । যদি এসে থাকে তবে ক্যাশ টাকা যেটা আগে পরিশোধ করা হয়েছিলো তার রশিদ দেখিয়ে মাংস আনতে হবে । এভাবে কোরবানী দেওয়ার অসুবিধা হলো বেশীর ভাগ ক্ষেত্রে মাংস বয়স্ক গরুর বা খাসির হয়ে থাকে । ৩/৪ ঘন্টাতেও সিদ্ধ হয় না । প্রথম দুই বছর এভাবেই দিয়েছিলাম । কিন্তু মাংস খাওয়ার সময় খুব অসুবিধা হয়েছিলো তাই এখন আর এভাবে দেই না ।



হালাল লাইভ পোলট্রির দোকান এখানে লাইভ খাসি গরু জবাই করে কোরবানি দেওয়া হয়



দ্বিতীয়ত — ঈদের ১০/১২ দিন আগে হালাল লাইভ গরু ছাগলের দোকান আছে নিউ ইয়রক সিটিতে বেশ কয়েকটা । সেখানে যেয়ে নিজের পছন্দ মত খাসি সিলেক্ট করে ওজন করতে হয় । এবার প্রতি কেজি হিসেবে এসেছে ১১ ডলার করে । সে হিসেবে ৪০ কেজির একটি খাসি পছন্দ করে তার কানে নাম্বার লাগিয়ে দিয়ে এসেছি । দাম পড়েছে ৪৪০ ডলার । সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে হয় । টাকা পরিশোধের রশিদের সাথে খাসির নাম্বার লিখে দিয়েছে । ঈদের দিন সেই নাম্বার ধরে খাসির রশি ধরে লাইনে দাঁড়াতে হবে । এখানে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কোরবানী করা হয় । তাই সকাল সকাল প্রথম জামাত পরেই চলে যেতে হয় ।

বাংলাদেশে থাকতে কখনো সরাসরি কোরবানি দেখার সাহস পেতাম না । ছুরি চাকু দেখলেই খুব ভয় পেতাম। এই দেশে আসার পর প্রথম কয়েক বছর ভয় পেলেও এখন কিহুটা অভ্যস্ত হয়ে গেছি । মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ও তার এবাদত হিসেবে পশু জবেহ করা। এই বোধটি যেদিন হৃদয়ে ধারন করেছি তারপর থেকে আর ভয় পাইনা। ভয় পাইনা এখন আর কোন বৈরি কিছুতেই ।

এবারের এই মঙ্গলবার হওয়াতে ঈদের সারাদিন অফিসে থাকতে হবে। সন্ধ্যা ছয়টায় ঘরে ফিরে মাংস নিয়ে ঘরে ফিরে আসতে রাত ১০ টা বেজে যাবে। এই সময়টাতে বাংলাদেশের জন্য ভীষণ মন কাঁদে ।

বাংলাদেশের সবাইকে ও পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে সকল বাংলাদেশি ও মুসলিম অমুসলিম সকলকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানাই ।


লেখাটি উৎসর্গ করলাম ব্লগার @ অধৃষ্য কে । তার লেখা "কী লিখবো? কীভাবে লিখবো? " লেখাটি পড়ে অনুপ্রাণিত হয়ে এই লেখাটি লিখতে পারলাম । অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই তাকে ।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। প্রবাসী ঈদ আসলেই খুব কষ্টের।

দেশী ফ্লেভারে অভ্যস্ত মন কছুতেই মানতে চায়না। সেই সূখও অবশ্য মেলেনা, স্বস্তিও না, তৃপ্তিও না।
তারপরো ঈদ আসে ঈদ চলে যায়! জীবনের ক্রুঢ়তায় মানিয়ে নেয়াই জীবন!

ঈদ মোবারক :)

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬

স্বপ্ন কুহক বলেছেন: ঈদ মোবারক

আতীয় পরিজন নিয়ে ঈদ আনন্দময় হোক

২| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: নিজের পছন্দমত সিলেক্ট করে দিতে পারছেন এটাই অনেক।

ভালো থাকুন। ঈদ মোবারক।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

স্বপ্ন কুহক বলেছেন: এতটুকুই যা আনন্দ

ঈদ মোবারক

৩| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রবাসে কোরবানি ঈদের অভিজ্ঞতা সুখকর নয়।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

স্বপ্ন কুহক বলেছেন: সেটাই

ঈদ মোবারক

৪| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: "এই সময়টাতে বাংলাদেশের জন্য ভীষণ মন কাঁদে" - আপনার এ লাইনটা অন্তর ছুঁয়ে গেল! বুঝতে পারলাম, সুদূর প্রবাসী একজন বাঙালীর মা, মাটি আর মাতৃভূমির প্রতি মনের টানের গভীরতা।
ভাল থাকুন; যতটা সম্ভব, আনন্দেই ঈদের দিনটা কাটুক!
ঈদ মুবারক!

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

স্বপ্ন কুহক বলেছেন: আপনার আন্তরিক অনুভবে আমার মন ছুয়ে গেলো । আপনার ঈদ আনন্দময় হোক

ঈদ মোবারক

৫| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: ঈদ মোবারক। ঈদের দিনে অফিস করবেন, ভেবে কষ্ট পাচ্ছি, একদিন ছুটি নিন।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

স্বপ্ন কুহক বলেছেন: চাইলেও অনেক সময় ছুটি নেওয়া যায় না। দায়িত্ব বোধ অনেক বড় হয় পারসোনাল আনন্দের চেয়ে । তাই ছুটি নেওয়া হয়নি।

আপনার অনুভবের আন্তরিকতা মুগ্ধ করলো ।

ঈদ মোবারক

৬| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন।
ঈদের সময় দেশে চলে আসবেন। নিজে পায়ে কাঁদা লাগিইয়ে হাটে যাবেন। ঈদের নামাজ পড়ার পর নিজেই কসাইদের সাথে বসে যাবেন মাংস বানাতে।

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

স্বপ্ন কুহক বলেছেন: বাংলাদেশ যেয়ে ঈদ করলেও পায়ে কাদা লাগিয়ে হেটে হাটে যাওয়ার উপায় নেই

আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম

ঈদ মোবারক

৭| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭

পদ্মপুকুর বলেছেন: এখন ঢাকাতেও প্রাথমিকভাবে নির্দিষ্ট যায়গায় কোরবানি দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে। ভবিষ্যতে হয়তো এখানেও হালাল লাইভ পোলট্রির মত ব্যবস্থা হতে পারে, কে জানে।

ভালো লাগলো আপনার সহজ কথাগুলো।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২

স্বপ্ন কুহক বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইলো

ঈদ মোবারক

৮| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫

আরণ্যক রাখাল বলেছেন: বাহ।

ট্রাম প্রশাসন কিছুদিন পর ঈদ পালন করতে দেয় কিনা দেখুন

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২

স্বপ্ন কুহক বলেছেন: মনে হয না এতোটা পারবে ।

অনেক ধন্যবাদ আপনাকে

ঈদ মোবারক

৯| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১০

খায়রুল আহসান বলেছেন: সময় করে একবার নিজ ব্লগে এসে মন্তব্যগুলোর উত্তর দিয়ে গেলে পাঠকেরা খুশী হবে।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩

স্বপ্ন কুহক বলেছেন: ঈদ মোবারক মাননীয় , আমি লেখাটি পোস্ট করেই ঘুমাতে চলে গিয়েছিলাম । তাই উত্তর দিতে দেরি হলো বলে ক্ষমা চাইছি।

আমাদের এখানে আজ ঈদ । ঈদ মোবারক জানাই । এখন আমি সাবওয়ে ট্রেনে বসে অফিসে যাওয়ার পথে লিখছি।

আপনাদের ঈদ আনন্দের হোক এই কামনা রইল

১০| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি এসবের কিছুই সেভাবে জানতাম না! ধন্যবাদ আপনাকে এবং অদৃষ্য ভাইকে!

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০২

স্বপ্ন কুহক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও

ঈদ মোবারক

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

অধৃষ্য বলেছেন: পেয়েছি তাহলে। ব্যক্তিগত অভিজ্ঞতা পড়তে আমার বরাবরই ভালো লাগে।

আমার লেখা পড়ে অনুপ্রাণিত হয়েছেন জেনে সুখি/খুশি হলাম। চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.