নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একলা ঘর আমার --রব বিনে গতি নাই

স্বপ্ন কুহক

স্বপ্ন কুহক › বিস্তারিত পোস্টঃ

অনুভবে বনলতা সেন ও কয়েকটি অসংজ্ঞায়িত প্রশ্নোত্তর ...

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০৭



আত্মার ঘ্রাণ শুঁকে সত্ত্বার গভীরে তথাকথিত প্রেমিক হৃদয়
পাঁজর ভাঙা মড়মড় শব্দে "প্রেমে"র মানে খুঁজেছিল !!

অনাবিষ্কৃতের অন্ধকারে না পাওয়ার চেয়ে
পেয়ে হারানোর জ্বালায়
প্রেমাসক্ত বিলাসিতায় বুঁদ হয়ে বুঝেছিলাম
হৃদয়ের লেনদেনে নিষিক্ত মন
কেবলি কেউটের ছোবল আর ছোবল !!

পারাপারহীন অনুভব চাঁদের অালোয়
অাহত হৃৎপিণ্ড ছুঁয়ে অনুভব করেছিলাম
বিদায়ী বসন্তের অন্তিম কুহু ডাকে
সে যে কি জ্বালা !!

হৃদয়ের গভীরে প্রেম আর শূন্যতা ধারন করে
প্রতিধ্বনিত আত্মা মিলনের পরম তৃষ্ণায়
বিরহের রথে চড়ে গুমড়ে কেঁদে ওঠেছিলো
অবিনশ্বর হওয়ার লোভে !!

সেকারনে, বুকের ভাঁজে সৌরভ মেখে
পাঁজরের খাঁচায় খাবি খাওয়া শিহরনে
ধূলোর আস্তরণ হয়ে পড়ে রয়েছিলো “বনলতা সেন”!!

অতঃপর---প্রেমময় মন আত্মহত্যার আগে লিখেছিল একটি চিরকুট,
"প্রেম" সে এক আলো-আঁধারীর সঙ্গম।।


মূল কবিতা

উৎসর্গ -- কবি বিজন রায়



মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাৎপর্যময় গভীর প্রেমানুভবের গভীর ব্যবচ্ছেদ কাব্য!

বনলতা সেন- একটা নাম নয়, একজন ব্যক্তি নয়, নামের উর্ধে, ব্যক্তি পরিচয়ের সীমা পেরিয়ে
এক শ্বাসত কাম্যতা, বিরহী হৃদয়ের পূর্নতার, চিরকালীন অধরা প্রেমের আইকন।
বস্তু, দেহ এবং পার্থিবতায় যে বনলতা চির অধরা, তারে ধরা যায় কেবল অনুভবের গহন গভীরে ডুব দিয়ে!
বনলতাকে ঘরে আনতে নেই! বনলতা বড় বেশী আটপৌড়ে হয়ে হারিয়ে যায় - - -
মোনালিসার অধরা রহস্যময় হাসির মতো, বনলতা থাকে হৃদয়ের অন্ত:পুরে স্বপ্ন হয়ে
স্বপ্নেই সবচে বেশী পরিপূরকতা পায় বনলতা; স্বপ্ন মানসী যখন তেমনি অধরায় রয়ে স্বপ্নের ঢেউ তোলে!

বনলতা ব্যাথা দেয়, সৃস্টির
বনলতা ছোবল দেয় জ্ঞানমার্গে পৌছানোর
বনলতার জ্বালাময় কুহু ডাকে অন্ত:চক্ষু মেলে
বনলতা কাঁদায় বিরহের রথে অবিনশ্বতার লোভে - - -

অত:পর বনলতা সন্ধানী-
ব্যাথায়, ছোবলে, জ্বালায়, কান্নায়
খনিজ কয়লার হিরেতে রুপান্তরের গল্প হয়ে
নিজেই কখন বনলতা হয়ে যায়; নিজেই জানেনা।
সেই সৌরভে মৌতাতে পাগল হয়
বনের ফুল, ভ্রমর, পিপাসু হৃদয়,
তৃষিত হৃদয়ের ব্যকুল কবি সকল :)

এক দারুন কাব্যপাঠে খুঁজে পায় সে স্বাদ-আস্বাদ :P

অনেক অনেক ভাললাগা রইল কবি।

২৭ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৪

স্বপ্ন কুহক বলেছেন: চিরকালীন অধরা প্রেমের আইকন বনলতা সেন
---বাহ! কি সুন্দর সাবলীল ভাষায় বনলতা সেনের ব্যবচ্ছেদ করলেন ভাল লাগলো খুব । আসলে বনলতা মানব মনের এমন এক অনুভূতি যার জন্য পিপাসারত থাকে প্রতিটি মানব মানবী । বনলতাকে দূর থেকে পেয়েই আনন্দ , দু দন্ড শান্তির জন্য ।

অনেক অনেক ভাল লাগা অপূর্ব মন্তব্যের জন্য ।

পারিবারিক ব্যস্ততার জন্য উত্তর দিতে দেরি হওয়াতে ক্ষমা চাইছি ।

২| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৭

মনের রঙিন স্বপ্নগুলো বলেছেন: অসাধারণ,শুভ কামনা।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০২

স্বপ্ন কুহক বলেছেন: শুভ কামনা আপনার জন্য অফুরান

সব সময় খুব ভাল থাকবেন

৩| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৩

কুঁড়ের_বাদশা বলেছেন:
বনলতা কে আমিও হারিকেন লাগিয়ে খুজতেছি। কেন খুজতেছি তা কমু না :P

কবিতা পরিয়া মুগ্ধ । ;)

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০৪

স্বপ্ন কুহক বলেছেন: হ্যারিকেনখানি কোথায় লাগাইয়াছেন বাদশাহ মিয়া ? জানাবেন কি ?

আপনার মুগ্ধতা হৃদয়ে ধারন করিলাম

৪| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৩

বাকপ্রবাস বলেছেন: খুবই সুন্দর। কবি বিজন রায় যেন এক নতুন গুহার সন্ধান করে দিলেন বনলতা। বনলতার অনবিষ্কৃত অলংকার গুলো একে একে উদ্ধার হচ্ছে গুহা থেকে।

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২৫

স্বপ্ন কুহক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকবেন

৫| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহহ,
কিন্তু............... !!!

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০৫

স্বপ্ন কুহক বলেছেন: কিন্তুকডা আবার কিতা ? :-B

৬| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার মনে রঙও মাইরি

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০৬

স্বপ্ন কুহক বলেছেন: মনের রঙ দেখিয়াছ আর কি বৎস !! দেখিতে থাকো ।বহুবিধ আনন্দের খোরাক পাইবা =p~

৭| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৯

জাহিদ অনিক বলেছেন: কবিতার সবচেয়ে সুন্দরতম লাইন মনে হয় এটা
হৃদয়ের লেনদেনে নিষিক্ত মন
কেবলি কেউটের ছোবল আর ছোবল


তারপর গভীরবোধ থেকে খুঁজে পাওয়া বনলতা সেনের অস্তিত্ব- ধূলোর আস্তরণ হয়ে পড়ে রয়েছিলো “বনলতা সেন”!!
অতঃপর প্রেমের নিজস্ব সংজ্ঞা- "প্রেম" সে এক আলো-আঁধারীর সঙ্গম।। প্রেমের আসলে যেটুকু আলো সেটুকু যেন আঁধারেরই দান। প্রেমে তাই জানার চেয়ে অজানা চাই বেশী-

সুন্দর কবিতা- বিজন রয়'কে ও আপনাকে দুজনকেই শুভেচ্ছা।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৭

স্বপ্ন কুহক বলেছেন: গত কয়েকদিনের লেখালেখিতে হাতের ব্যথা খুব বেড়েছে । আগামীকাল থেকে আবার ফিজিওথেরাপি নিবো । ব্যথা কমার পর উত্তর করবো । তোমার এই কমেন্টের বিশদ উত্তর না করতে পারলে মন ভরবে না ।

৮| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯

বিজন রয় বলেছেন: আমি কিন্তু অনেক বেশি সন্মান পাচ্ছি, যার যোগ্য আমি নই।

প্রিয়তে নিয়ে যাই, কথা হবে পরে।

৯| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১১

নীলপরি বলেছেন: খুবই সুন্দর হয়েছে কবিতা ++++

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৯

স্বপ্ন কুহক বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানাই ।। খুব ভাল থাকবেন

১০| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫

বিজন রয় বলেছেন: প্রথমে ভ্রমরের ডানা তারপর আপনি। ভ্রমরের ডানা তো আমাকে বলেই রেখেছিলেন যে আমার ওই কবিতার উপরে উনিও একটি কবিতা লিখবেন, কিন্তু আপনি কিছু জানাননি, তাই অবাক হয়ে ভাবছি শুধু! এও কি সম্ভভ! আমার কবিতা কতটুকু ভাল লাগলে আপনিও এমনভাবে লিখতে পারেন। আমি শুধু আমার হৃদয়ের সবচেয়ে পবিত্র স্থান থেকে আপনাকে আমার হৃদ্যতা বিলিয়ে দিলাম।

সত্যি, আপনাদের দুজনের নিকট থেকে এভাবে সন্মান পাওয়া আমাকে অন্য রকম প্রশান্তি দিয়েছে।

অসীম এবং অশেষ কৃতজ্ঞ।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪২

স্বপ্ন কুহক বলেছেন: আপনি সম্মানিত ।

আপনার বিনয়ের জন্য কৃতজ্ঞতা রইল

১১| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৯

বিজন রয় বলেছেন: আমার ওই কবিতায় আপনি যে আলোচনা করেছিলেন তার উপর এখানে আর নতুন কথা আর কি বলবো!

আমি তো সত্যিকার প্রেমের স্বাদ না পাওয়া বনলতা সেনের, সত্যিকার প্রেমিকের স্পর্শ না পাওয়া বনলতা সেনের অব্যক্ত হৃদয়ের অনুভবের দুটো দিকেই আমার কবিতায় বলেছিলাম আর আপনি সেটা ছাড়িয়ে সেই তথাকথিত প্রেমিকদের স্বরূপ আরো বেশি করে উন্মোচন করে দিয়েছেন।

বনলতার হৃদয় এক অবিনশ্বরতার ঘর হতে চায়, কিন্তু পায় কেবল ছোবল, তাই সে অনাবিস্কৃত থেকে যায় সভ্যতার অজানা প্রান্তরে। কিন্তু শুধু কি প্রেমিক ভুল করে সবসময়?

বনলতার হৃদয়ে যে প্রিয়হীন বিহ্বলতার অনুতাপে বিদগ্ধ অশ্রু ঝরে তার দায় কি শুধু প্রেমিকের?
কবি জীবনানন্দ একভাবে বনলতাকে সৃষ্টি করেছেন, একভাবে দেখেছেন, কিন্তু পৃথিবীর অন্য হাজারো কবি/প্রেমিক?

হৃদয়ের অন্তরালে যে হৃদয় বিলুপ্ত হতে পারে, যে মন বেদনার্ত হতে পারে, যে প্রাণ মূর্ত হতে পারে, যেখানে কোন বিপন্নতা নেই, দুঃস্বপ্ন নেই, দীর্ঘঃশ্বাস নেই, সেখানে বনলতার অপ্রকাশ্য থাকার দায় কার?

কবির, প্রেমিকের নাকি স্বয়ং বনলতার??

আত্মার ঘ্রাণে যে সঙ্গম হয় সেখানে পাপ কতটুকু?

আপনার নিকট থেকে এইসব কথার উত্তর পাই তারপর না হয় আরো কথা বলি...........

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৭

স্বপ্ন কুহক বলেছেন: আপনার এই মন্তব্যের সব উত্তর আমি নিখুত দেবার চেষ্টা করছি ।

আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজ সারাদিন পারিবারিকভাবে ভীষণ ব্যস্ত ছিলাম তাই উত্তর করতে পারিনি ।
তাছাড়া আমার হাতে একটি ক্রনিক ব্যথা আছে সেটা খুব বেড়ে গেছে তাই টাইপ করতে কষ্ট হচ্ছে ।
তবে যথা সম্ভব চেস্টা করব সব উত্তর তাড়াতাড়ি দিতে ।
আমাকে ফিজিওথেরাপি নিতে হচ্ছে । ব্যথা কমানোর জন্য ।

ততক্ষণ পর্যন্ত খুব ভাল থাকবেন । আপনার কাছ থেকে আরও অসাধারণ সৃষ্টির প্রত্যাশায়

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০

স্বপ্ন কুহক বলেছেন: কি কারনে জানিনা আপনার কবিতাটির সাথে একাকার হয়ে গিয়েছিলাম । এভাবে কোন কবিতা আমাকে ছুতে পারেনি কখনো। আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আমার সীমিত জ্ঞানের দ্বারা ।

প্রথম প্রশ্ন---- বনলতার হৃদয় এক অবিনশ্বরতার ঘর হতে চায়, কিন্তু পায় কেবল ছোবল, তাই সে অনাবিস্কৃত থেকে যায় সভ্যতার অজানা প্রান্তরে। কিন্তু শুধু কি প্রেমিক ভুল করে সবসময়?

উত্তর --- প্রথমেই আসি "বনলতা" কে?

"বনলতা" সেই আকুতি যা প্রতিটা প্রেমিক হৃদয় লালন করে । জীবন যুদ্ধে পর্যুদস্ত মন হঠাত কখনো এমন অপ্রত্যাশিত ভাল লাগার মুখোমুখি হয়ে যায়, যেই ভাল লাগার জন্য সে মন আজন্ম লালায়িত ছিল। কিন্তু অনেক সময় উপমহাদেশের সামাজিক প্রেক্ষাপটে দু পক্ষের কেউই হয়ত আর সামনে এগোতে সাহস পায় না। এই "বনলতা" শুধু পুরুষ মনেই লালন করেনা । এক জন নারী মনও লালায়িত থাকতে পারে । আমার মতে "বনলতা " বয়সি প্রেমের প্রতিক ।

‘থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’-- কবিতার এই লাইনটিই ভীষণ আকর্ষণীয় । এই অন্ধকার কি প্রাকৃতিক অন্ধকার ? না এই অন্ধকার মানসিক অন্ধকার , সামাজিক বাঁধা । এই অন্ধকার কাটানোর ক্ষমতা খুব কম প্রেমিক/ প্রেমিকা অর্জন করতে পারে ।

প্রেমের ক্ষেত্রে "ভুল" কথাটিই তো ভুল । ভুল কেউ করেনা । আমেরিকায় আমি দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে বাস করছি । তারা "বনলতা সেন" জাতিয় প্রেম বুঝবেই না ।


২য় প্রশ্ন ------বনলতার হৃদয়ে যে প্রিয়হীন বিহ্বলতার অনুতাপে বিদগ্ধ অশ্রু ঝরে তার দায় কি শুধু প্রেমিকের?
কবি জীবনানন্দ একভাবে বনলতাকে সৃষ্টি করেছেন, একভাবে দেখেছেন, কিন্তু পৃথিবীর অন্য হাজারো কবি/প্রেমিক?


উত্তর ----- প্রেমিকের দায় কিছুটা তো থাকেই ।"প্রিয়হীন বিহ্বলতার অনুতাপে বিদগ্ধ অশ্রু ঝরে" এটা আমেরিকান সমাজে অসম্ভব। ভাল লাগার মানুষকে তারা দূরে রাখতে সাহস করেনা । তারা এক সাথে থাকে যতদিন প্রেম থাকে । কিন্তু বাংলাদেশী সমাজে "নিষিদ্ধ প্রেমে" প্রেমিক পিছু হটতে দেরি করেনা। ( বাংলাদেশী সমাজ বলছি এ কারনে আমি বাংলাদেশি সমাজ আর আমেরিকান সমাজ দুটো সমাজ কাছ থেকেই দেখছি) ।



তৃতীয় ---হৃদয়ের অন্তরালে যে হৃদয় বিলুপ্ত হতে পারে, যে মন বেদনার্ত হতে পারে, যে প্রাণ মূর্ত হতে পারে, যেখানে কোন বিপন্নতা নেই, দুঃস্বপ্ন নেই, দীর্ঘঃশ্বাস নেই, সেখানে বনলতার অপ্রকাশ্য থাকার দায় কার?

কবির, প্রেমিকের নাকি স্বয়ং বনলতার??

উত্তর --- রক্ষণশীল সমাজের ।


চতুর্থ প্রশ্ন--- আত্মার ঘ্রাণে যে সঙ্গম হয় সেখানে পাপ কতটুকু?

উত্তর ----






আত্মায় আত্মার মিলন তো পবিত্র পরস্পরের প্রতি নিবিষ্টতার গভীরতা বোঝাতে সঙ্গম বলা হয়েছে ।

আমার একটি প্রশ্ন --
অতলস্পর্শী প্রণয়ের আসক্তি থেকে নিজেকে মুক্ত করা কি যায় ? কতটা ভালোবাসলে প্রেম গভীরতা পায়!?


আমার প্রিয় কয়েকটি লাইন দিলাম ---

কৃষ্ণপক্ষের মধ্যরাতে শরীরের নেশায় বুঁদ হয়ে
একজনই বলেছিল-এসো শিখিয়ে দেই ভালোবাসা কি...
এড়াতে পারিনি সেই কামার্ত আহবান,
তাই গিয়েছিলাম ভীরু পায়ে--পেরিয়েছিলাম নিষিদ্ধ সব দরজা,
অজস্র পাপগ্রস্থ জানালা; অবাক আমি নীরব খেলাতে,
গোপন মেলাতে-আপন খেয়ালে,
বিলীন হয়েছিলাম সেই সর্বনাশা রাতে !
ছুঁয়ে দিলে কপাল থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত--
বুকে জড়িয়ে রাখলে দীর্ঘক্ষণ !
কি ভয়ংকর সর্বনাশা ভালোবাসা দেখেছিলাম
তোমার দু'চোখের তারায় আর বুকের পাঁজরের গভীর খাঁচায় !!

কামনার আগুন সেদিন তুমিই জ্বেলেছিলে
নাজুক গোলাপের পাপড়ির মত আমার সমগ্র সত্ত্বায়!
অশরীরি তোমার আগমনে আন্দোলিত হয়ে
নিজেকে সাজিয়েছিলাম টকটকে লাল রঙে
আমি শুধু কান পেতে শুনেছিলাম চুমুর আহ্বান,
অতঃপর আমিও ঠোঁট বাড়ালাম
ভালোবেসে সেই থেকে পুড়ছি আগুনে,
একাকী !

----
এমন প্রেমের পরেও কেন পুড়তে হয় কবি ?
কারন মানব জীবনে জন্ম হয় মৃত্যুর জন্য তাই সম্পর্কের জন্মে মৃত্যুও অমোঘ সত্য।
এটা আমার ধারনা । আপনার ?










২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৮

স্বপ্ন কুহক বলেছেন: ডাক্তারের নিষেধ সত্ত্বেও লিখলাম । আগামীকাল বিকালে আবার ফিজিওথেরাপি দিতে হবে।
ভাল থাকবেন। শুভ রাত্রী

১২| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৪

স্বপ্ন কুহক বলেছেন: অনেক ধন্যবাদ

১৩| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি কিচ্ছু বুঝিনা ক্যান?

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

স্বপ্ন কুহক বলেছেন: নাবালক পোলাপাইন বড়দের কথায় আসতে হয় না ।

বুঝতে বয়স লাগেরে পাগলা

১৪| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ১১ নং মন্তব্যের উত্তরে কবির দারুন জ্ঞানগর্ভ প্রত্যুত্তরে মুগ্ধতা!

দারুন গভীর অনুভবের দৃষ্টিতে বিশ্লেষন করেছেন :)
অভিভাবদন কবি

অবশ্য সবশেষে একটা প্রশ্নও ছুড়ে দিয়েছেন- (সবার উদ্দেশ্যে ধরে নিয়েই আমার ভাবনাটুকু শেয়ার করছি।)

<অতলস্পর্শী প্রণয়ের আসক্তি থেকে নিজেকে মুক্ত করা কি যায় ? কতটা ভালোবাসলে প্রেম গভীরতা পায়!?

<< প্রণয়ের আসক্তি দু প্রকারের। দৈহিক আসক্তি, মনোজাগতিক আসক্তি!
দৈহিক আসক্তি সামাজিক বিধিনিষেধের চাপা পড়ে হয়তো বিধিবদ্ধ থাকে, কিন্তু
মনোআসক্তি সেখানে পুরোই বাঁধন হারা। ব্যক্তিক মনোজাগতিক জগতে তাঁর বিচরণ।
ব্যক্তির ইচ্ছার উপরই তার লালন বা দমন।
এক্ষেত্রে ব্যাক্তির জ্ঞান বড় ভুমিকা রাখে। পুথিগত বিদ্যা নয় বরং প্রত্যক্ষ জ্ঞান।
ইহজাগতিক, পারলৌকিক, আত্মিক সকল জ্ঞানের মিলনে যখন ভাবনা পূর্ণ হয় তখনই সঠিক সিদ্ধান্ত নেয়া সহজ হয়।

আত্মার ঘ্রানের জ্ঞান যখন পূর্ণ হয়- তখন সে আত্মাই বলে দেয় লালন না দমন করতে হবে।
আসক্তি তখন কর্পূর সম উড়ে যায়। মন হয় প্রশান্ত। কোন আবেগ, অনুরাগ, বিরাগে মন প্রভাবিত হয়না।
চূড়ান্ত সত্যের পথে তখন তাঁর কেবলই পথচলা।

<< প্রেমের গভীরতা অপরিমেয়। আপেক্ষিকতো বটেই।
তারপরও জগত জুড়ে প্রেমের যে কাহিনী আছে তাতে কামজ, নিষ্কাম দুপ্রকারেরই চরম উপমা আছে।
তবে প্রেম যত গভীর হয় তত নিষ্কামের পথে ধায়। দেহাতীত অনুভবের সত্য যখন উন্মিলিত হয়
তখন আশিক, মাশুকের প্রেমে আরো বিভোর, আরো দিওয়ানা হয়ে ওঠে।

যখন নিজের স্বত্তাকে বিলিন করার অনুভব আসে তা গভীর প্রেমের সূচনা মাত্র।
যখন নিজেকে ভুলে যায় মজনুন উপাধি পায় তখন প্রেমের গভীরতার যাত্রী!
যখন ওয়াজকরনী রহ: মতো স্বত্তার উপর আর অধিকার থাকেনা।
মাশুকের ব্যাথায় শুধু আত্মা নয় দেহও মূল্যহীন বিলিন হয়ে যায়, তখন তা প্রেমেরে গভীরতায় পৌছে যায়।




১৫| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সংশোধনী -
অভিভাবদন কবি = অভিবাদন কবি হবে।

দু:খিত


১৬| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: নাবালক পোলাপাইন বড়দের কথায় আসতে হয় না ।
বুঝতে বয়স লাগেরে পাগলা


নাদের আলী,
আমি আর কত বড় হবো? আমার মাথা এ ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়
তিন প্রহরের বিল দেখাবে?
যেখানে,
পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে! (অবৈধ প্রেম)

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৯

স্বপ্ন কুহক বলেছেন: বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠেয়ে প্রাণ নিয়েছি
দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না!
------
কথা কেউ রাখেনা , কখনো কেউ যদি রাখে তবে বুঝবে বয়স হয়েছে =p~

১৭| ৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সেকারনে, বুকের ভাঁজে সৌরভ মেখে
পাঁজরের খাঁচায় খাবি খাওয়া শিহরনে
ধূলোর আস্তরণ হয়ে পড়ে রয়েছিলো “বনলতা সেন”!!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বনলতা সেন ছাড়া কি আর প্রেমিকা হয় না ? আধুনিক প্রেম করুন ব্যাথা কম লাগবে

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৪

স্বপ্ন কুহক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

১৮| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৪২

অব্যক্ত কাব্য বলেছেন: কবিতাটিতে মাদকতা আছে, একধরনের নেশায় বুঁদ হয়ে যেতে হয়।অসম্ভব ভালো লেগেছে।
বিজনদার মূল কবিতার উপর আমারও একটি কবিতা লেখা আছে। সেখানে কিছু প্রশ্নোত্তর দেয়ার চেষ্টা করেছি।
আমন্ত্রন আপনাকে।

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১০

স্বপ্ন কুহক বলেছেন: পড়েছি আপনার লেখা কবিতাটি ।
মন্তব্য করবো কয়েকদিন পর ।

১৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষ দিকের চরণগুলো যেন হৃদয় গহীন তেকে উঠে আশা কোন কুয়াশা, যা আস্তে আস্তে ভিজিয়ে দেয় স্বত্তাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.