নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আবির আহমেদ খান

শূন্যতাকে, পূর্ণতার সাথে যোজন বা বিয়োজন করা কি সম্ভব? যেহেতু, পূর্ণতার কোনো সাংখ্যিক রূপ/চিহ্ন নেই!সেহেতু, সম্ভব না!! আমিও পূর্ণতা নামক মোহ পাবার আশায় শূন্যতকে আঁকড়ে ধরে বেঁচে আছি!! আবার শূন্যতা নিয়েই হয়তবা বিদায় নিবো একদিন

আবির আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

!!!!!!বাংলাদেশের শিক্ষাব্যবস্থা!!!!!!!

০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩১

২০১৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের ভর্তির আবেদন করার জন্য অনলাইন এ ব্যবস্থা করা হয়েছে!!!!
তবে লাভ কি হলো??? না পেরেছে ঠিক টাইমে রেজাল্ট প্রকাশ করতে না কিছু!!!! :(

আবার নাকি বাংলাদেশ ডিজিটাল হবে!!!!! তাহলে এটাই প্রস্তাবায়ন করা ডিজিটাল বাংলাদেশের অবস্থা??? এটাই কি ডিজিটাল শিক্ষাব্যবস্থা??? >:(

যে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হ্যাক হয়ে যেতে পারে সে শিক্ষাবোর্ড কি আদৌ ডিজিটাল শিক্ষাবোর্ড হতে পারবে??? নাকি তাদের ডিজিটাল হওয়ার সপ্ন তারা বাস্তবায়ন করতে পারবে??? :D

হয়তবা তাদের কাছে এটা স্বপ্ন হিসেবেই থেকে যাবে!!!!! তারা হয়তবা জানে না যে স্বপ্ন দেখার চাইতে পূরণ করাটা কঠিন!!! আর তাদের জানার ই বা কি দরকার!!!! কারন তাদের িশন এর উপর নির্ভর করে পরীক্ষার্থীদের স্বপ্ন, জীবন গড়া ইত্যাদি!!!!

যার কারণে ধ্বংশ হচ্ছে শত শত পরীক্ষার্থীদের জীবন + তাদের সারাজীবনের গড়া স্বপ্ন!!!!!


এটাই বাংলাদেশ!!!!! আর এই বাংলাদেশই ডিজিটাল হওয়ার স্বপ্ন দেখে!!!!!




দেখতে থাকুক স্বপ্ন!!!!! হতেও পারে স্বপ্ন পূরন!!!!!!! :D

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


ম্যাও ম্যাও প্যাও প্যাও

২| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:১১

কাল্পনিক আমি বলেছেন: দেখুন ভাল কোন কিছু প্রথমে শুরু করতে গেলে লোকে তাকে পাগল থেকে শুরু করে অনেক কিছু বলতে থাকি। কিন্থু তার কিছু দিন পরে যদি তার ভাল একটা ফলাফল পাওয়া যায় তাহলে আর আপনি কি বলবেন।

এই কাজটা করতে হয়ত একটু ঝামেলা হল কিন্তু তার মানে এই না ভবিষ্যতে এটা কোন কাজে দিবে না। আপনি দেখুন আগে আমরা ২০০৯ সালের দিকে ব্রডব্যান্ড কানেকশন চালাতাম ১২৮ কেবিপিস এর লাইন ৮০০ টাকা দিয়ে চালাতাম। এখন কি তার উন্নতি হয় নাই।

৩| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৩৫

আবির আহমেদ খান বলেছেন: ভাই সবচাইতে খারাপ বিষয় হলো যে,,,
বোর্ডের ওয়েবসাইট কিভাবে হ্যাক হয়!!!!!
আমি এটাকেই ইনডিকেট করে বলছি!!!!

ডেটস ইট!!!!!!

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

আমি এক অপদার্থ বলেছেন: কি কমু ভাই।
দেখলেই বুঝা যায়।
Click This Link

৫| ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৩

আবির আহমেদ খান বলেছেন: হ্যাঁ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.