নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আবির আহমেদ খান

শূন্যতাকে, পূর্ণতার সাথে যোজন বা বিয়োজন করা কি সম্ভব? যেহেতু, পূর্ণতার কোনো সাংখ্যিক রূপ/চিহ্ন নেই!সেহেতু, সম্ভব না!! আমিও পূর্ণতা নামক মোহ পাবার আশায় শূন্যতকে আঁকড়ে ধরে বেঁচে আছি!! আবার শূন্যতা নিয়েই হয়তবা বিদায় নিবো একদিন

আবির আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

নিজেকে বুঝতে শিখুন,, তারপর অন্যকে বুঝতে চেষ্টা করুন!!!!

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৮

নিজেকে বুঝতে শিখুন!! আর যে নিজেকে বুঝতে
শিখে নাই সে অন্যকে বুঝতে পারবে কিনা তার
আদৌ ব্যাখ্যা হয়তবা আমার জানা নাই!!!
আর যে নিজেকে বুঝতে শিখে নাই তাকে আকাশ
হতে চাঁদ এনে দিলেও সে বুঝবে না যে তার মর্ম
কি বা কোথায় নিহিত!!! কারন,, সে কি আর বুঝে
চাঁদের মূল্যটা কোথায়!
খাঁটি বাংলায় একটা কথা হয়তো আমরা সবাই
জানি :-
:p ""যার হয়না নয় য়ে তার হয়না নব্বই য়ে "" :p
তাই নয় থেকে যেমন নব্বই এর দুরত্ব টা অনেক,,
তেমনি বুঝদার আর অবুঝের মাঝেও পার্থক্য টা
আমার কাছে অনেক বলেই মনে হয়!!!!
সুতরাং আপনি নিজেকে না বুঝেই যদি অন্যকে
বুঝতে যান তাহলে সেটা আপনার জন্য স্বপ্নই হয়ে
থাকবে!!!!
কারন, তাহা আপনি কোনোদিনও বুঝিতে পারিবেন
নাহ!!!! :D :D

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৩

নুর ইসলাম রফিক বলেছেন: আপনারে যে চিনিতে পারেনি
সে কি করে চিনিবে অন্যরে?

আপনারে যে বুজিতে পারেনি
সে কি করে বুঝিবে অন্যরে?

আপনারে যে জানিতে পারেনি
সে কি করে জানিবে অন্যরে?

২| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৮

আবির আহমেদ খান বলেছেন: :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.