নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আবির আহমেদ খান

শূন্যতাকে, পূর্ণতার সাথে যোজন বা বিয়োজন করা কি সম্ভব? যেহেতু, পূর্ণতার কোনো সাংখ্যিক রূপ/চিহ্ন নেই!সেহেতু, সম্ভব না!! আমিও পূর্ণতা নামক মোহ পাবার আশায় শূন্যতকে আঁকড়ে ধরে বেঁচে আছি!! আবার শূন্যতা নিয়েই হয়তবা বিদায় নিবো একদিন

আবির আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

নিজের ফ্যামিলি বাদে দুনিয়ায়...........

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫



:) :) :) :)

"নিজের ফ্যামিলি বাদে দুনিয়ায় আর কারো জন্য স্যাক্রিফাইস করতে নাই ...
যাকে খুশি করার জন্য প্রচন্ড কষ্ট সহ্য করে স্যাক্রিফাইস করবা, একদিন সে তোমাকে উল্টো আরো বাজে রকমের কষ্ট দিয়ে বুঝায়ে দিবে, তুমি আসলে ভীষণ বোকা একটা মানুষ !!

বোকা মানুষগুলো রাগ করতে পারে না!!
প্রচন্ড রাগ উঠলেও কিভাবে জানি তার সবটুকু রাগ একবারে কষ্টে পরিণত হয় !!! বুকের ভেতরের অতটুক জায়গায় অমন বিশাল কষ্ট রাখা যায় না ... বুকটা ভারী হয়ে আসে !!

খুব বেশি পরিমাণ কষ্ট সহ্য করতে তবুও বোকা মানুষগুলার সমস্যা হয় না!! :( সবই অভ্যাসের বিষয়! :)
একদিন দুইদিন খুব বেশি খারাপ লাগে ... তারপর অতটা আর গায়ে লাগে না !! :/

বোকা মানুষের সমস্যাটা হয় এরপরে আর কাউকে বিশ্বাস করতে!!
কাছের মানুষ ভেবে কারো জন্য কষ্ট করতে!!
চোখ বুজে একবার বোকা মানুষটা স্যাক্রিফাইস করে প্রতিদানে কষ্ট পেয়েছে!!! দ্বিতীয়বার আর সে একই ভুল করতে পারবে না !!

পৃথিবীর সব স্বার্থপর মানুষগুলো আসলে খারাপ না ... কারো কারো স্বার্থপর হয়ে যাওয়ার পেছনে প্রচন্ড কষ্টের একটা গল্প আছে!! :) সেই গল্পটা মানুষটাকে প্রতি মূহুর্তে ফিসফিস করে বলেঃ "আবার ভুল করতে যেও না, বোকা ... একবারে শিক্ষা হয় নি ??" শিক্ষা পাওয়ার জন্য এক জীবনে একবার বোকা হওয়াটা দরকার!!! এর বেশি দরকার নেই!! একদম দরকার নেই !!"

#আমি_একজন_বোকা :)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৪

ওমেরা বলেছেন: মানুষই ভুল করে তবে যে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করে নেয় সে বোকা নেয় সেই প্রকৃত বুদ্ধিমান আর যে ভুল করে শিক্ষা না নিয়ে বারবার ভুল করে সে বোকা ।

ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.