নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুদ্বিজীবি

পাহাড়ের বালক

i am sample

পাহাড়ের বালক › বিস্তারিত পোস্টঃ

তথাকথিত সব 'ফ্যান পেজ'

০১ লা মে, ২০১৪ রাত ১:৪৪

বিভিন্ন সময়ে অনেক বন্ধুদের মাধ্যমে তথাকথিত সব 'ফ্যান পেজ' এর 'সবজান্তা' অ্যাডমিনদের বিভিন্ন পোস্ট চোখে পড়ে । কয়েকদিন আগে তেমনি একটা পোস্ট এর দিকে আমার দৃষ্টি আটকে যায় । পোস্টটা ছিল : "তুমি যদি কাউকে ভালোবাস, তবে তাকে ছেড়ে দাও । যদি সে তোমার কাছে ফিরে আসে, তবে সে তোমারই ছিল, আর যদি না ফিরে আসে, তবে সে কখনই তোমার ছিল না ।" ওই সবজান্তা অ্যাডমিনরা এটিকে রবীন্দ্রনাথের উক্তি বলে প্রচার করেছিল । রবীন্দ্রনাথ সম্পর্কে যাদের নুন্যতম জ্ঞান আছে তাঁরা ভালো করেই জানেন যে, রবীন্দ্রনাথের সমগ্র সাহিত্যকর্ম মাইক্রোসকোপ দিয়ে তন্ন তন্ন করে খুঁজলেও এই জাতীয় কোন কথার সন্ধান মিলবে না । এই জাতীয় পোস্টগুলোতে ওই সব না-খাওয়া অ্যাডমিনরা প্রায়ই এই কুকর্মটি করে, অর্থাৎ বিভিন্ন কথার সাথে রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, সক্রেটিস, অ্যালবার্ট আইনস্টাইন বা এরকম বহু বিখ্যাত মনীষীর নাম জুড়ে দেয় (যার ৯৯ শতাংশই ভুল) । তারপর বলে, ভালো লাগলে "কুপাইয়া লাইক দ্যান"। সরলমনা 'ফ্যানরাও' দেখি সবাই এগুলোকে রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার প্রমুখের উক্তি মনে করে অ্যাডমিন দাদাদের কথামত ঝাপাইয়া পড়িয়া "কুপাইয়া লাইক" দিতে থাকেন এবং নিজের ও বন্ধুদের ওয়ালে শেয়ারও করেন সেটি, অথচ একবারও ভেবে দেখেন না এগুলো আসলেই তাঁদের উক্তি বা বানী কিনা ! আর এই সব অ্যাডমিনরা নিজেদের সস্তা পেজগুলোর জনপ্রিয়তা এবং 'ফ্যান সংখ্যা' বাড়ানোর প্রতিযোগিতায় এই হীন কাজটি করে বলেই মনে হয় ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:০১

দালাল০০৭০০৭ বলেছেন: হুম

২| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:০৯

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আচ্ছা ফ্যান বা লাইক বাড়লে এডমিনদের কি লাভ হয়? এখানে কি কোন প্রকার অর্থনৈতিক বিষয় আছে? বিষয়টি আমার জানা নেই।

০৫ ই মে, ২০১৪ বিকাল ৫:০১

পাহাড়ের বালক বলেছেন: আছে...সেটা...... আরেক ব্যাপার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.