নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুদ্বিজীবি

পাহাড়ের বালক

i am sample

পাহাড়ের বালক › বিস্তারিত পোস্টঃ

বরিশালের "খ্যাতার গাট্টি" সমাচারঃ

২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:২৯

বরিশালের "খ্যাতার গাট্টি" সমাচারঃ



অন্য বিভাগের লোকজন সময়ে সময়ে বরিশাইল্যাদের "খাতার গাট্টি" / "লঞ্চের পু** ধইরা ঢাকায় আইছস" ইত্যাদি বলে কটাক্ষ করেন। আবার কেউ কেউ মুই, মনু'সুলভ ভাষা নিয়েও কটাক্ষ করেন। আপনাদের সামনে কেউ এমন কিছু বললে কিভাবে প্রতিক্রিয়া করেন জানি না। তবে আমার সামনে এমন কেউ কিছু বললে আমি খুশি মনে ফ্রেন্ডলি ওয়েতে বাকযুদ্ধে লিপ্ত হই। কিছু ট্রিক্স জেনে নিতে পাড়েন >>>



১. ঢাকা-বরিশাল রুটের কীর্তনখোলা-২ বানাতে যত খরচ হয়েছে সেই টাকা দিয়ে গ্রিন লাইন/সোহাগের ২০ টা ভলভো/স্কানিয়া কেনা যাবে। আমাদের বরিশালে সাকুরার ওয়ান-জে এসিও (ভলভো, স্কানিয়া না হোক) আছে আবার ইউনাইটেডের ফ্লাইটও যায়। এতো ভ্যারিয়েশন অন্য কোন বিভাগে আছে কি?



২. আমাদের ভাষার টান যেমনই হোক, সেটা কিন্তু বোধগম্য। নোয়াখাইল্যা, সিলোটি কিংবা চাটগাইয়াদের মত দুর্বোধ্য না। তাছারা আমাদের ভাষায় কাব্য চর্চা করেছেন স্বয়ং কবিগুরু। (মোর, মোরা ইত্যাদি শব্দগুলো অনেক কবিতায় তিনি ব্যাবহার করেছেন। "কিতা", "হামাক", "হানি" ইত্যাদি শব্দগুলো দিয়ে সাহিত্য চর্চা আজ অবধি দেখেছেন ? )



৩. আম, লিচু অনেক পরিমানে না হলেও আমাদের বরিশালে কোন মঙ্গাও হয় না। খাল, নদী, পুকুরভর্তি মাছের কমতি নাই, ক্ষেতে ধানের অভাব নাই। "বাংলার ভেনিস" নামটা উড়ে এসে জুড়ে বসেনি।











৪. বিখ্যাত লোকদের তালিকা নিয়ে যদি তাদেরকে সিরিয়াল দিয়ে দাড় করিয়ে দেই তাহলে আর আলাদা করে বরিশালে ভবিষ্যতে রেল লাইন সম্প্রসারণ করতে হবে না। বাকিদের কথা বাদ দেন, এক শেরে বাংলাই কি যথেষ্ট না ? তার উপর যদি বলি ৭ জন বীর শ্রেষ্ঠের ২ জনই কিন্তু বরিশাইল্যা। এখন একটু দম নিয়া চিন্তা করেনতো আমাদের কলিজার ডায়ামিটার কতখানি ?



৫. অথিতিপরায়নাতা কিংবা আন্তরিকতার ব্যাপারে নতুন করে বলার কিছু নাই। এটা যেই আমাদের সাথে মিশেছে কিংবা বাসা-বাড়িতে গিয়েছে তারা পরবর্তীতে নিজ মুখে স্বেচ্ছায় বলেছে।



৬. আমাদের নিজেদের মধ্যেও সম্পর্কও খুব জোরালো। একটা ব্যাপার খেয়াল কইরেন আমাদের যে কোন একটা বিয়ে-শাদী টাইপ বড় কোন প্রোগ্রামে লতায় - পাতায় পেঁচানো আত্মীয়স্বজনও দাওয়াত পায়। রিসেন্টলি একটা বিয়ের দাওয়াত পেয়েছিলাম (যেতে পারি নি), সেখানে শুনেছি বরের খালাতো বোনের শ্বশুর বাড়ির লোকজনও সপরিবারে দাওয়াত পেয়েছে ! অন্য এরিয়ার কোন বিয়েতে এমনটি দেখা যায় না।



আপাতত এই কয়টাই মাথায় আসছে, আপনাদের মাথায় আরও কিছু থাকলে অ্যাড করে নিয়েন।



বিঃদ্রঃ অন্যান্য এলাকার ভাই-বোনদের হেয় প্রতিপন্ন করার বিন্দুমাত্র ইচ্ছে নিয়ে এই পোস্টটি দেয়া হয়নি। আশা করি আপনারা বিষয়টি ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখবেন। মূলত নিজেদের ঢোল নিজেরাই পেটালাম, কারন অন্যের হাতে দিলে পিটিয়ে ফাটিয়ে ফেলতে পারে !



সংগৃহিত : সুত্র :

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৪০

এন ইউ এমিল বলেছেন: -ভাই আপনার বাড়ি কই?
-মোর বাড়ি?
-ভাই আর বলতে হবেনা, বুঝতে পারছি। B-)) B-))

২৭ শে মে, ২০১৪ রাত ১১:২২

পাহাড়ের বালক বলেছেন: হেহে....ঝোরছে বলেন....

২| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৫০

সঞ্জয় নিপু বলেছেন: ভাল বলেছেন ।

আমি চাঁদপুঁইরা :)

২৭ শে মে, ২০১৪ রাত ১১:২২

পাহাড়ের বালক বলেছেন: আফনে তো চানপুইরা.....হে হে হে

৩| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৪

খালেদা আকতার বলেছেন: বরিশালে ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ব বিদ্যালয়, আরও কতকি ! তাছাড়া কুয়াকাটার মত এতবড় সম্ভাবনা। আর কি বলব ভাই, খ্যাতায় বসে স্বপরিবারে ভ্রমনের মজা বুজলে যারা বলে খ্যাতার গাট্টি, ওরা শুধু খ্যাতাই না বালিশ এবং কম্বলের গাট্টি নিয়াই লঞ্চে উঠত।

ভাই মুইও বরিশাইল্লা। এগুলা শুনলে মাথায় রাগ উঠে যায়। আমার ছেলে বরিশাল ক্যাডেট কলেজে পড়ছে। নিজের এলাকাকে বড় করে দেখা প্রকৃত দেশ প্রেমিকের লক্ষন । লেখা ভাল লাগল।

২৭ শে মে, ২০১৪ রাত ১১:২৩

পাহাড়ের বালক বলেছেন: ধন্যবাদ হে দেশি

৪| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:০৪

স্বস্তি২০১৩ বলেছেন: আরও আছে কীর্ত্তনখোলা নদী। আমার বাড়ীও বরিশাল। এজন্য আমি গর্বিত।

২৭ শে মে, ২০১৪ রাত ১১:২৪

পাহাড়ের বালক বলেছেন: হম....সে জন্য বেশি বেশি লেখা চাই..চাই শেয়ার..ছড়িয়ে দিন বরিশাল এর কৃর্তন

৫| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বরিশালের খ্যাতা ভালই হইছে। :P

কোন এলাকার মানুষরে ছোট কইরা দেখিনা।

২৭ শে মে, ২০১৪ রাত ১১:২৬

পাহাড়ের বালক বলেছেন: দুইন্যাপাতা

৬| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:২৯

হাসিব০৭ বলেছেন: আমিও বরিশালের কিন্তু আমাদের গ্রামের মানুষগুলো এতটা ভাল না হয়ত আমার বহুবছর পর পর যাওয়া হয় বলে। কিন্তু আমার গ্রামটাকে আমি খুব ভালবাসি আর এজন্য আমার বউও গ্রামে কখনও যেতে চায় না মানে হিংসায়। আমার মনে হয় এর মত সুন্দর গ্রাম পৃথিবীতে একটাও নেই

২৭ শে মে, ২০১৪ রাত ১১:২৫

পাহাড়ের বালক বলেছেন: খাইছে...ভাবি সাব এই কমেন্টস দ্যাখলে আমনার খবর আছে ...ন্যাভাই

৭| ২৭ শে মে, ২০১৪ রাত ১০:৪২

দি সুফি বলেছেন: বরিশাইল্লা, সিলোটী, চাটগাইয়া বা ঢাকাইয়া হওয়ার চেয়ে বাংলাদেশি হওয়া বেশি জরুরী।

২৭ শে মে, ২০১৪ রাত ১১:২৬

পাহাড়ের বালক বলেছেন: কি এর মধ্যে কি ????? শিবির করেন্নি কোন ?

৮| ২৭ শে মে, ২০১৪ রাত ১১:৩৩

গেন্না বয় বলেছেন: দি সুফি বলেছেন: বরিশাইল্লা, সিলোটী, চাটগাইয়া বা ঢাকাইয়া হওয়ার চেয়ে বাংলাদেশি হওয়া বেশি জরুরী।

মন্তব্যের জন্য ডবল প্লাস+

৯| ২৮ শে মে, ২০১৪ রাত ২:১৬

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: কি এর মধ্যে কি ????? শিবির করেন্নি কোন ?

মাথা দেয়া হয়েছে চিন্তা করার জন্য। চিন্তা করে দেখুন আমি কি বুঝিয়েছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.