নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুদ্বিজীবি

পাহাড়ের বালক

i am sample

পাহাড়ের বালক › বিস্তারিত পোস্টঃ

পূর্ণতা পাইনি

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৫

পূর্ণতা পাইনি







আমি বৃষ্টিকে বলেছিলাম, আমায় ভিজিয়ে দিতে

অসম্পূর্ণ আমায় তৃপ্ত করতে বলেছিলাম শত ধারায়,

আজ বৃষ্টিও আমায় পূর্ণতা দেয়নি_______

আমি লুকাতে চেয়েছি, সাগরে, পাহারে, আঁধারে

তবু তোমার স্মৃতি অশরীরী অনুভূতির মত ছায়াসঙ্গী হয়েছে সর্বত্র,

রহস্যজনক কিছু কষ্ট পিছু ছাড়ে না আমার_____

আমি রাখিনি খবর হিরোশিমায় কি হয়েছিল

ইরাক, ইরান, তুরানে কতোটা ধ্বংসলীলা চলেছিল

আমি জানি না, আমি জানি না________

আমি তো শুধু গুনেছি তোমার দেয়া প্রতিটি আঘাত

কি করে বারুদ সম হয়ে মনের জমিনে বড় বড় ক্ষত তৈরি করেছে,

লাঙ্গলের ফলার মত চষে বেড়িয়েছে সমস্ত শরীর,

শুষে নিয়েছে সমস্ত সুখ, অস্থিমজ্জা থেকে শুরু করে ধমনীর মধ্য পর্যন্ত,

তাই সুখকে বলেছিলাম আমায় আঁকড়ে ধর

আজ সুখও আমায় পূর্ণতা দেয়নি,

রুদ্ধশ্বাসে আকাশ পানে চিৎকার করে বলেছিলাম

আমি হারিয়ে যেতে চাই অসীমে,





যেখানে আমার অবশিষ্ট কোন অংশ জ্বলবে না কোন আত্মদহনে,

নতুন করে জন্ম নেয়া রক্ত কণিকায় মিশিয়ে দেয়া বিষের মত,

নিঃসঙ্গ বাড়ীর ছাদে শুকিয়ে যাওয়া চারার মত,

মরুভূমির উষ্ণ বালুতে হেঁটে বেড়ানো তপ্ত পা এর মত

অপূর্ণতায় প্রতিনিয়ত বিব্রত হয়েছে এই আমি,

তাই থামতে চেয়েছি ক্লান্ত পায়ে স্থিরতার ছলে

কিন্তু আজ স্থিরতাও আমায় পূর্ণতা দেয় নি ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.