নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুদ্বিজীবি

পাহাড়ের বালক

i am sample

পাহাড়ের বালক › বিস্তারিত পোস্টঃ

"মুসলমানরা কেন সন্ত্রাস করে"

০৬ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৫

জার্মানির এক টিভি লাইভশোতে
একজন জার্মানমুসলিম স্কলারকে
যখন উপস্থাপক প্রশ্ন করেছিলেন,
"মুসলমানরা কেন সন্ত্রাস করে"?
তখন তিনি উক্ত প্রশ্নের জবাব এভাবে
উল্টো প্রশ্নের মাধ্যমে
দিয়েছিলেন:-
১. যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল,
তারা কি মুসলিম ছিল?
২. যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল,
তারা কি মুসলিম ছিল?
৩.যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর
নিজেদের আধিপত্য বিস্তারের
জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান
আদিবাসীকে হত্যা করেছিল, তারা
কি মুসলিম ছিল?
৪.যারা হিরোশিমা ও
নাগাসাকিতে পরমাণু বোমা
নিক্ষেপ করেছিল,
তারা কি মুসলিম ছিল?
৫.যারা আমেরিকা আবিষ্কারের পর
নিজেদের প্রভাব বিস্তারের
জন্য উত্তর আমেরিকাতে ১০০ মিলিয়ন
এবং দক্ষিন আমেরিকাতে
৫০ মিলিয়ন রেড- ইন্ডিয়ানকে হত্যা
করেছিল, তারা কি মুসলিম
ছিল?
৬. যারা ১৮০ মিলিয়ন আফ্রিকান
কালো মানুষকে কৃতদাস বানিয়ে
আমেরিকা নিয়ে গিয়েছিল। যাদের
৮৮ ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল
এবং তাদের মৃতদেহকে আটলান্টিক
মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল,
তারা কি মুসলিম?
উত্তর হবে, এসব মহাসন্ত্রাসী ও
অমানবিক কার্যকলাপের সাথে
মুসলিমরা কখনো জড়িত ছিলনা। .
আপনাকে সন্ত্রাসের সংজ্ঞা
সঠিকভাবে করতে হবে। যখন কোন
অমুসলিম কোন খারাপ কাজ করে, তখন
এটাকে বলা হয় অপরাধ।
আর যখন কোন মুসলিম একই খারাপ কাজ
করে, তখন এটাকে বলা হয়
ইসলামীয় জঙ্গীবাদ.

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

আজাদ মোল্লা বলেছেন: ভালো লেগেছে আপনার লেখা কিন্তু এটা ওরা বুঝতে চায় না

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

পাহাড়ের বালক বলেছেন: হম...অপেক্ষায় আছি...একজন খালিদ বনি ওয়ালিদ এর আগমন এ

২| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

জহরলাল মজুমদার বলেছেন: উনি হয়তো প্রশ্নটা না বুঝে উত্তর দিয়েছে বলে আমার ধারনা

০৮ ই মে, ২০১৫ রাত ৯:২২

পাহাড়ের বালক বলেছেন: তা কি মুসলমানরা সন্ত্রাসি ??

৩| ০৭ ই মে, ২০১৫ রাত ২:১৯

বাংলার জামিনদার বলেছেন: চোর যদি তার কাজ যাষ্টিফাই করার জন্য ডাকাতের কৃত্তিকলাপ উদাহরন হিসাবে দেখায়, আর বলে যে আমি তো ওর মতন এত খারাপ না। তাহলে কি চুরির শাস্তি হবেনা, চুরিকে খারাপ বলা যাবেনা।

আমি আর কি খারাপ, ও তো আমার চেয়ে অনেক খারাপ। অতএব আমার দোষ ধরার আগে ওর বিচার করো। ভালই তো। এভাবে যদি সবাই শুরু করে, তাহলে আর বিচারক বলে কি আর কাউকে পাওয়া যাবে?? =p~

৪| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১:৩০

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: @ বাংলার জামিনদার , আপনি ঠিক বলেছেন, এক্তা খারাপ কাজ দিয়ে আরেকটা খারাপ কাজ justify করা যায় না ।

কিন্তু এই পোস্টের ক্ষেত্রে সেটা খাটে না , উত্তরদাতা বলতে চেয়েছেন যে, এত অপকর্মের পরও আমেরিকা, জার্মান কে আমরা সন্ত্রাসি রাষ্ট্র হিসাবে দেখি না, কিন্তু নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করা ফিলিস্তিনিদের মত অন্যদের সন্ত্রাসি হিসাবে দেখা হয়।

০৮ ই মে, ২০১৫ রাত ৯:২৪

পাহাড়ের বালক বলেছেন: সহমত , বাংলার জামিনদার হয়তো এই পোষ্ট টার সাথে এক মত না..তাই এমন বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.