নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।।এস যুক্তির আঘাতে মুক্ত করি চেতনার জট।।

ক্ষুদ্র পরিসরের এই জীবনটাকে আমি ইচ্ছেমত উপভোগ করব। নিষিদ্ধ গলিতে প্রবেশ করে আমি শুদ্ধ হয়ে বের হব।।

বিকারগ্রস্থ আগন্তুক

আমি স্বপ্নের জন্য ঘুমিয়ে পড়তে রাজী নই, আমি জেগে থাকব স্বপ্নের সূর্যোদয় দেখার জন্য...........

বিকারগ্রস্থ আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

গল্প : আবহ

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

এক।।

রাত সাড়ে এগারোটায় রুমে ফিরে একটি যুবকের আত্মবিশ্লেষন-



ক্লাসের ফাকে টঙের মামার কাছ থেকে একটা লীফ নিয়ে দ‌োস্ত নাহিদের পাশে এসে বসেছিলাম। কিছুটা গালাগালি আর ফালতু টপিক নিয়ে জ্ঞানগর্ভ আলোচনার পর সিগারেটটিতে আগুন ধরাতে গিয়েই টঙের অপর পাশে বসা কোন একটি পায়ের দিকে নজর পড়েছিল। একটা মেয়ে এত সুন্দর করে পা নাচায়! আাগে সাজেদের ধারনা ছিল মেয়েরা মাত্র দুটি ক্ষেত্রেই শৈল্পিকতার পরিচয় দেয়, প্রথমটা হল ন্যকানি প্রদর্শন আর দ্বিতীয়টা চোখের জল ঝরানো। আমার মনে হল আমার জানায় ভুল ছিল, মেয়েরা ক্যম্পাসের নোংড়া চায়ের দোকানে বসে নোংড়া কাপে অদ্ভুত ঠোটের চুমুক দিতে দিতে পাও সুন্দরভাবে নাচাতে পারে। ক্ষনিকেই মনে হল সব মেয়েরা পারে না বোধহয়, এই মেয়েটাই পারে।



নাহ মেয়েটা এখনো পা নাচানো বন্ধ করেনি। উপরের দিকে তাকাব কিনা তা নিয়ে সন্দেহে পড়ে গেছিলাম আমি। উপরে তাকিয়ে যদি এতক্ষনের ভাললাগার বিসর্জন দিতে হয়। না ভয়ের জয় হল। আমি নিজেকে যতটা ভীতু ভাবি আসলে ততটা ভীতু না। সে সত্যিই উপরে তাকাল, এবং মেয়েটার সবকিছুতেই অবিভুত হতে থাকল।



টিউশানিতে যাবার সময় আজ গলির মুখের ঐ নরসুন্দরের দোকানের ঘড়িটাতে কয়টা বাজতে দেখেছিলাম? মনে করতে পারছি না। অথচ মাসখানেক আগে আমার ঘড়ি আর সেলফোনটা একই সাথে আমার সাথে বিরুদ্ধ অবস্থান জারি করলে আমি ঘড়ি দেখার কাজটা সারতাম গলির মুখের ঐ নরসুন্দরের দোকানটা থেকেই। এরপর থেকেই অভ্যাসটা রয়ে গেছে। গতপরশু ঘড়িতে যাবার পথে দেখেছিলাম সাতটা চল্লিশ আর ফেরার পথে কাটাটা ছিল নয়টা ত্রিশের ঘরে। কিন্তু আজকে?



টিউশনিতে চা দিয়েছিল, চায়ে চুমুক দেয়ার সময় দুটো ঠ‌োটের কথা মনে পড়ছিল।



স্টুডেন্টের বাসা থেকে বের হবার পর আমাকে দ্রুত দুটি বাচ্চা অতিক্রম করেছিল।একটা বচ্চা ছিল আরেকটার চেয়ে বয়সে বড়। বড়টা বোধহয় পিচ্চিটাকে ভয় দেখাতে চেষ্টা করছিল ভুত ভুত বলে। পিচ্চিটা কান্না করে আপু আপু বলে ডাকতে ডাকতে বড় বাচ্চাটার পিছনে দৌড়। বিষয়টা তখন খেয়াার করিনি। রুমে ফেরার পর মনে পড়ে গেল। এরকম একটা মজার ঘটনা ঘটে গেল আমার তখন বিষয়টা নজরেই পড়েনি। এইত দুমাস আগে টিউশনিতে যাবার পথেই খুব দ্রুত হাটছিলাম। এক পিচ্চি হুজুরকে অতিক্রম করার পর সে মনে করল আমি তার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। তাই সে আমাকে অতিক্রমের চেষ্টা শুরু করল। বিষয়টা বুঝতে পেরে আমি আরো জোরে হাটা শুরু করেছিলাম, যদিও একেবারে শেষে পিচ্চিটাকে এগিয়ে যেতে দিয়েছিলাম। আমার তো এরকম ছোট মজার ঘটনা মিস করার কথা না।



টিউশনি থেকে ফেরার পথে রিক্সা নিলাম। উঠেই পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাবার জন্য মাথাটা একটু নীচু করতেই পাদুখানি ভেসে উঠল চোখের কোনায়। পাদুটি মৃদু নড়ছিল।







দুই।।

যুবকটি ভাবছে ছোট্টগল্প হিসেবে বোধহয় খারাপ না। যুবকের হাতটা এগিয়ে যাচ্ছে কীবোর্ডের দিকে...........

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০০

প্রোফেসর শঙ্কু বলেছেন: হুম, খারাপ নয় মোটেই।

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮

বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: উৎসাহিত করার জন্য ধন্যবাদ

২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৬

আমিই মিসিরআলি বলেছেন: ............ এবং সে অলরেডি টাইপ করে ফেলেছে ;)

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩০

বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: এটি একটি গল্প। তবে নিজেকে চিরিত্রের জায়গায় বসানোর চেষ্টা ছিলই।

কমেন্টের জন্য ধন্যবাদ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৬

অজয় বলেছেন: ভালই। চালিয়ে যান। আপনার লেখার হাত ভালো

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৯

বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৭

মাসুম রৌদ্র বলেছেন: লেখার ধরন টা অনেকটা হুমাইয়ুন স্যারের লেখার মত। অনেক ভাল লেগেছে । একটা মেয়ের পা দোলানো কিংবা চায়ের কাপে চুমুক দেয়া যে এত সুন্দর হতে পারে লক্ষ্য করি নি কখনো .।.।.।

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬

বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: এতটা আশা করিনি। স্যর শুধু পা দোলানো নিয়েই আমাদেরকে অনেক্ষন বসিয়ে রাখতে পারতেন।


কমেন্টের জন্য ধন্যবাদ।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

সাইফুল্লাহ মুজাহিদ বলেছেন: লেখক কি নারীত্বকে বোঝার চেষ্টা করছেন নাকি উপভোগ করছেন?

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০

বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: বিষয়টি ব্যপক ব্যখ্যা দাবী করে।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

বুমকেশ বলেছেন: ভাগ্য ভাল যুবকের হাত কীবোর্ডের দিকে যাচ্ছে । ঐ পায়ের দিকে যাচ্ছে না । :-P

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন:
এখনো যায়নি বলে যে যাবে না তা কিন্তু না।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১

মহামহোপাধ্যায় বলেছেন: ভাল লাগল :)

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫

বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল।

কমেন্টের জন্য ধন্যবাদ।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

গ্রীনলাভার বলেছেন: ++++++++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.