নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।।এস যুক্তির আঘাতে মুক্ত করি চেতনার জট।।

ক্ষুদ্র পরিসরের এই জীবনটাকে আমি ইচ্ছেমত উপভোগ করব। নিষিদ্ধ গলিতে প্রবেশ করে আমি শুদ্ধ হয়ে বের হব।।

বিকারগ্রস্থ আগন্তুক

আমি স্বপ্নের জন্য ঘুমিয়ে পড়তে রাজী নই, আমি জেগে থাকব স্বপ্নের সূর্যোদয় দেখার জন্য...........

বিকারগ্রস্থ আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

পেছনের গল্প

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৪

পেছনের গল্পগুলো সত্যিই সুন্দর হয়।



ফেসবুক লুকব্যকের কথা বলছি। ফেসবুক গত চার ফেব্রুয়ারি দশ বছর পূর্তি উপলক্ষে ব্যবহারকারীদের মাত্র এক মিনিটের যেই ভিডিও রিভিউ উপহার দিয়েছে, সেটার পেছনের গল্পটা সত্যিই হৃদয় নাড়া দেবার মত।



দুই বছর আগে ছেলেকে হারিয়ে তার সাথে কাটানো মুহুর্তগুলোও ফেসবুকের গোপনীয়তার নীতিমালার কাছে হারাতে বসেছিলেন "জন বার্লিন"। অনেক চেষ্টা করেও ছেলের ফেসবুকের একাউন্টে থাকা বিভিন্ন মুহুর্তের ছবি, ভিডিওর কিছুই একনজর দেখতে পারেননি তিনি। সম্প্রতি ইউটিউবে মার্ক জাকারবার্গকে উদ্দেশ্যকরে একটি ভিডিও পোস্ট করেন তিনি, আবেগঘন ভাবে আদেদন তুলে ধরেন তার ছেলের হারিয়ে যাওয়া মুহুর্তগুলো তিনি ফিরে পেতে চান। ভিডিওটি স্থানীয় রেডিও ও টিভি চ্যনেলে প্রচারিত হলে ব্যপক হিট অর্জন করে এরপর ফেসবুক কর্তৃপক্ষ মিঃ বার্লিনের সাথে যোগাযোগ করেন। এমনকি নীকটাত্মীয়দের জন্য গোপনীয়তার নীতিমালা নিয়ে ভাবছে ফেসবুক। এই ছোট্ট ঘটনাটাই জন্ম দেয় ফেসবুক লুকব্যকের, যেখানে ফেসবুকের সাথে কাটানো সময়গুলোর এক মিনিটের একটি ভিডিওচিত্র নস্টালজিক সময়ের অবতারনা করে।



ভিডিওটি আগ্রহীরা দেখৈ নিতে পারেন।





আমার ফেসবুক স্ট্যটাসটাই কপি পেস্ট করে শেয়ার করলাম আপনাদের সাথে। এই ছোট্ট ঘটনাটাকে ছেট্ট হিসেবেই লেখার চেষ্টাটাই এর কারন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৯

খেয়া ঘাট বলেছেন: দারুন। জেনে ভালো লাগলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০২

বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: আপনার ভাল লাগা জানানোর জন্য ধন্যবাদ।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: কাহিনিটা সত্যিই সুন্দর।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: হুমম।। ভাল লেগেছে শুনে প্রীত হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.