নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু ছােলহ

আবু ছােলহ › বিস্তারিত পোস্টঃ

সামু আসলেই অসাধারন!

২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৭

সামু আসলেই অসাধারন! দিনে দিনে সামহোয়ার ইন ব্লগের প্রতি আন্তরিকতার পরিমান শুধু বৃদ্ধিই পাচ্ছে। অন্তত: আমার। হয়তো আরও অনেকেরও। এর কারন, সামু আলহামদুলিল্লাহ, এখন অনেক একটিভ। অনেক সচেতন। অনেক দায়িত্বশীল। প্রানভরে সামুকে অভিনন্দন জানাতে ইচ্ছে করছে এর জন্য। এত বছর ধরে সামুকে দেখে, সামুর সাথে কাটিয়ে এসে এই উপলব্ধিটা আজ লক্ষ্য করছি, ধীরে ধীরে পাকাপোক্ত হচ্ছে। ধর্মীয় বিষয়াদি নিয়ে যাদের উদ্দেশ্য প্রনোদিত বিদ্ধেষ পোষনের রোগ-বালাই রয়েছে, তাদের সেই ব্যধি দূরিকরনার্থে সামুর ত্বরিত পদক্ষেপে সত্যিই অভিভূত!

উদাহরনত বলা যায়, গতকল্য ২৮.০৬.২০১৭ দুপুর ০১:০২ মিনিটে 'সমাজের থেকে আলাদা' নিকধারী জনৈক ব্যক্তি 'ইসলামে জঙ্গিবাদ ও এক পাকিস্তানী মুসলমানের কিছু প্রশ্ন' শিরোনামে একটি পোস্ট দেন সামুতে। অনেকের মত আমারও চোখে পরে পোস্টটি। গতকাল সে পোস্টে একটি মন্তব্যও করেছিলাম আমি। মূলত: শুধু তার এই পোস্টটিই নয়, অন্যান্য পোস্ট এবং মন্তব্যগুলোও লক্ষ্য করে দেখেছি। অনুভূত হয়েছে, তিনি ধর্মীয় বিদ্ধেষ ছড়ানোর প্রজেক্ট নিয়ে কাজে নেমেছিলেন। সামুর ঘাড়ে সওয়ার হয়ে ব্লগারদের ভেতরে হানাহানি আর বিবাদ সৃষ্টির অপচেষ্টা করছিলেন। বাজে, উদ্ভট, অশালীন, অরুচিকর, অশ্লীল, অবান্তর, আপত্তিকর কথা - কি ছিল না তার মন্তব্যে? তার মন্তব্য দেখে আহত বোধ করতাম মাঝে মাঝে। এই অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে পারতাম না। কিছু করতে পারতাম না। সেজন্য নিজেকে অসহায় ভাবতাম কখনও কখনও। কি জানি, হয়তোবা ব্লগের শান্ত পরিবেশ ঘোলাটে করার মাধ্যমে ভিন্ন কোন ফায়দা হাসিলের হীনপ্রচেষ্টায় লিপ্ত ছিলেন তিনি!

সামুর সম্মানিত মডারেটরবৃন্দকে অন্তরের অন্ত:স্থল থেকে অপরিসীম শুভেচ্ছা, ভালবাসা আর অভিনন্দন জানাচ্ছি। তাদের সুচিন্তিত সিদ্ধান্তে এই ক্যাচালপ্রিয় ব্লগটি স্থগিত করা হয়েছে। আমরা সাধারন ব্লগারগন ভবিষ্যতেও প্রিয় সামুর দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, সচেতন, সূক্ষ্মদর্শী সম্মানিত মডারেটরবৃন্দ কর্তৃক এই জাতীয় প্রয়োজনে যথাদ্রুত উপযুক্ত পদক্ষেপ অবশ্যই আশা করে থাকব।

পবিত্র ঈদ পরবর্তী শুভেচ্ছা প্রিয় সামুর সম্মানিত মডারেটরবৃন্দকে। সামু পরিবারের সকলকে। সকল ব্লগার ভাই বোনকে। ভাল থাকুন সকলে।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ পরবর্তী শুভেচ্ছা আপনাকেও

২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৯

আবু ছােলহ বলেছেন:



প্রিয় সহব্লগার কবি বোন,
জ্বি, শুভেচ্ছা সাদরে গৃহীত হল।

মন্তব্যে আসায় অনেক অভিনন্দন।
আপনি কেমন আছেন?
স্পেশালি, আপনার পরিবারের সকলের জন্যও শুভ কামনা থাকল।

২| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআলহামদুলিল্লাহ ভাল আছি ভাই
এইতো অফিসে আছি
িআপনার পরিবারবর্গের জন্যও শুভকামনা

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৪

আবু ছােলহ বলেছেন:



আপনার কবিতা অনেক উপভোগ করি। আপনি তো অনেক বড় লেখক। হয়তো কথা অতটা হয়ে ওঠে না। আপনার অব্যহত মঙ্গল কামনা করছি।

জ্বি, অফিসে রয়েছি আমিও। আবারও ধন্যবাদ।

৩| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩২

হয়ত তোমারই জন্য বলেছেন:
ধন্যবাদ লেখক কে ৷সামু ব্লগে আমি একদম নতুন ই বলাচলে উপরের ছবিটি একটা ষ্টাটাস৷ আমি মনেকরি এই ধরনের লেখা ব্লগে না থাকাই ভাল ৷সামুর সম্মানিত মডারেটরবৃন্দ লেখাটি দেখবেন আশাকরি ৷ধন্যবাদ ৷

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৬

আবু ছােলহ বলেছেন:



নতুন পুরাতন বলে এখানে কিছু নেই। সামুতে প্রত্যেকেই আমরা অধিকারে সমান। আপনার আগমন শুভ হোক।
মন্তব্যে আসায় অনেক ধন্যবাদ।

আপনার সুচিন্তিত মতামতের প্রতি অশেষ শ্রদ্ধা। যে ধর্মেরই হোক না কেন, কটাক্ষ করে ধর্মীয় কোন বিষয়ে কথা না বলাই উচিত মনে করি।

ভাল থাকবেন প্রিয় ভাই।

৪| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: যদি এক কথা বলি- সামু হচ্ছে আমার এক টুকরো শান্তি।

৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:১০

আবু ছােলহ বলেছেন:



সামু হচ্ছে আমার এক টুকরো শান্তি।

-দারুন বলেছেন তো, রাজীব নুর।

ধন্যবাদ।

৫| ৩০ শে জুন, ২০১৭ রাত ২:৪১

ওমেরা বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা ।

৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:১১

আবু ছােলহ বলেছেন:



ধন্যবাদ বোন ওমেরা। মন্তব্যে আসায় কৃতজ্ঞতা।

৬| ৩০ শে জুন, ২০১৭ রাত ৮:৩৩

হয়ত তোমারই জন্য বলেছেন: আমি ,আপওি কর ষ্টাটাসে অভিযোগ করবো কিভাবে ?ধনবাদ ৷

০১ লা জুলাই, ২০১৭ সকাল ৯:৫০

আবু ছােলহ বলেছেন:



আপনি যে ইমেইল আইডি ব্যবহার করে সামুতে আপনার ব্লগটি খুলেছেন সেই ইমেইল আইডি থেকে সামুর ইমেইল এড্রেস ([email protected]) -এ মেইল পাঠিয়ে কমপ্লেইন করে দেখতে পারেন। আশা করা যায়, সামু এডমিন ব্যবস্থা নিবেন।

ভাল থাকবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.