নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু ছােলহ

আবু ছােলহ › বিস্তারিত পোস্টঃ

অর্ধ যুগের জোছনা ভেজা হাওয়ায়,

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭



অর্ধ যুগের জোছনা ভেজা হাওয়ায়,
অজান্তেই যায় কেটে যায় বেলা।
নিজের সাথে নিজের বোঝাপড়ায়,
অানমনে হয় শব্দ নিয়ে খেলা।

এই ব্লগে পোস্ট লিখিনি খুব বেশি,
অন্য নিকে ব্যস্ত হেসে খেলে।
এই নিকটা তাই অচিন রয়েই গেল,
লিখবো ঠিকই সময় সুযোগ পেলে।

থাক না অচিন, কিছু নিকের কথা,
থাকুক মনের নিভৃত অগোচর।
কিছু কথা এমন, হয় না বুঝি বলা,
যদিও পাশে রয়, নিত্য সহচর।

অর্ধ যুগের মাইলফলক পেরিয়ে,
সামুর তরে কৃতজ্ঞতা সালাম।
সহযাত্রী ব্লগার ভাই ও বোনের,
সফলতায়- আরাধনা অবিরাম।

অর্ধ যুগে কুড়িটি দিয়েছি পোস্ট,
মন্তব্য করি তিনশো তেতাল্লিশ।
তিনশো পয়ষট্টি মন্তব্যে বন্ধুরা,
এই অধমে জানিয়েছে শুভাশীষ।


মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

বিজন রয় বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।

ব্লগিং চলুক অবিরত।

শুভব্লগিং।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

আবু ছােলহ বলেছেন:



আপনি হৃদ্যতা দিয়ে বরন করে নেন মানুষকে। ব্লগে আপনার প্রেরনা পেয়েছেন অনেকেই।

কন্ঠ মেলাই আপনার সাথে- ব্লগিং চলুক অবিরত।

শুভব্লগিং।

২| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: সামু ব্লগিং এ সারে ছয় বছর পূর্তিতে অভিনন্দন! কবিতাটি সুন্দর হয়েছে।
অন্য নিকে ব্যস্ত হেসে খেলে - অন্য নিকটি কী?

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৫

আবু ছােলহ বলেছেন:



আপনাকে বলতে পারলে, আপনার সাথে আরও ঘনিষ্টভাবে পরিচিত হতে পারলে নিজেকে ধন্য মনে করব। পরিস্থিতির জন্যই ব্লগে বলতে সংকোচ ছিল। তবে ব্লগের উন্নতি হলে এটা সকলকে জানাবো। অন্যথায় শুধু আপনাকে যদি জানানোর কোনো সুযোগ আসে অবশ্যই বলার ইচ্ছে থাকলো।

বিশেষ কারণে মন্তব্যের জবাবে আসতে দেরি হল বলে ক্ষমাপ্রার্থী।

এমন আন্তরিক মন্তব্যে অভিভূত! আল্লাহ পাক আপনাকেও ভালো রাখুন। শুভকামনা জানবেন।

৩| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন:





অভিনন্দন অর্ধ যুগের । অগোচরে থাকবে কেন ! লিখে চলুন আপন গতিতে ।

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৮

আবু ছােলহ বলেছেন:



বিশেষ কারণে মন্তব্যের জবাব সময়মত দিতে পারিনি, তাই ক্ষমাপ্রার্থী।

গোচরে আসবে ইনশাআল্লাহ। তবে সময়ের অপেক্ষায়।

অনেক অনেক ভালো থাকুন। শুভকামনা সবসময়।

৪| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: ছুটির দিনে দুপুরে ঘুমানোর একটা মজা আছে। তবে আমি ঘুমাই না। বই পড়ি।

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪০

আবু ছােলহ বলেছেন:



সরি ফর লেট আনসার।

পড়াতেই মজা বেশি। আমারও এই অভ্যাস রয়েছে।

ভালো থাকবেন। শুভকামনা।

৫| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি নিয়মিত কবিতা লেখেন কিনা জানিনা তবে লিখলে ভাল করতেন।

০৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১৫

আবু ছােলহ বলেছেন:



শুকরান। নিয়মিত লেখা হয় না। কালেভদ্রে লিখে থাকি।

পুরনো পোস্টে এসে মন্তব্য রেখে যাওয়ায় অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.