নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি বাংলাদেশ...

আবু জুবায়ের মোঃ মিরাতিল্লাহ

লেখালিখি করার চেষ্টা করি।হয় কিনা জানিনা।

আবু জুবায়ের মোঃ মিরাতিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

গৃহযুদ্ধ জিন্দাবাদ / আবু জুবায়ের

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

একটি শুভ্র সকালের অপেক্ষা যেখানে মৃত্যু বরণ করে
টুনটুনি , চড়ুই যখন শকুন আর চিল দ্বারা প্রতিনিয়ত আক্রান্ত
নদীর টলমলে পানিতে যখন হাঙ্গরদের চেহারা দেখা যায়
তখনই সমস্বরে বলতে হয় গৃহযুদ্ধ জিন্দাবাদ ।

পদাবনত মানুষ যখন নিঃশ্বাস নেবার ব্যর্থ চেষ্টা করে
বুকের উপর ভারী পাথর চাপ যখন অনুভব করা যায়
দু পায়ে যখন শিকলের দাগ পড়তে থাকে
বিপ্লবের দুই হাত যখন উন্মুক্ত থাকে না
তখনই সম্মিলিতভাবে উচ্চারণ করতে হয় গৃহ যুদ্ধ জিন্দাবাদ ।

স্বদেশের আকাশে যখন অনেক শকুনের আনাগোনা
সীমান্তে যখন মানুষ মরতে থাকে পাখির মত
শত্রুর মোকাবেলা করার মত একটি বুলেটও যখন কথা বলে না
তখনই মাথা উঁচু করে বলতে হয় গৃহ যুদ্ধ জিন্দাবাদ ।

যখন স্বাধীন সংবাদপত্র থাকেনা , মানুষের বিলাপের খবর ছাপে না
রাজা আর পরিষদের গুণগানে আক্রান্ত জনগণের মুখপাত্র
মরে যাওয়ার উচ্ছ্বাস যেখানে ফাগুনের কৃষ্ণচূড়ার মত
তখনই দেয়াল ভেঙ্গে উচ্চারণ করতে হয় গৃহ যুদ্ধ জিন্দাবাদ ।

মানুষের মর্যাদা ভূলুণ্ঠিত যেখানে , অধিকার অন্য দেশের রাজধানীতে
ভাষা যখন আক্রান্ত হয় ভিন দেশি সংস্কৃতির নির্মম আঘাতে
আমার তাঁতির হাতের বুনিনে সৃষ্ট কাপড়ে যখন ঢাকেনা ললনার শরীর
তখনই আকাশ ফুড়ে উচ্চারণ করে বলতে হয় গৃহ যুদ্ধ জিন্দাবাদ ।

যেখানে ধর্ম রাজনীতির উপকরণ, বঞ্চিতের খাদ্য সামন্তের গো ডাউনে
শ্রেণীতে শ্রেণীতে লোভের উচ্চাকাঙ্ক্ষা , লুট পাটের স্বপ্ন
লুটেরা সমাজে চলতে থাকে মিথ্যা বানী প্রচারের প্রতিযোগিতা
সেখানেই উচ্চারণ করতে হবে গৃহ যুদ্ধ জিন্দাবাদ ।

প্রতারণ , ভণ্ডামি , অনৈতিক রাজনীতিতে মানুষ যখন নির্বিকার , অসহায়
গণতন্ত্রের অধিকার জাদুঘরের কাচের শোকাসে যখন শোভা বিলোতে থাকে
মানুষের টাকায় যখন আমদ ফুর্তি চলে , ফ্যাসিস্টদের বাইজি ঘরে
তখনই জীবিত হয়ে উচ্চারণ করতে হবে , গৃহযুদ্ধ জিন্দাবাদ।

যখন জনগণ তাঁর প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ হারায়
নরকের কীটরা যখন হয়ে উঠে সমাজ ও দেশের অধিপতি
মুৎসুদ্দিদের হাতে যখন দেশের মানুষের ভাগ্য নির্ধারণ
তখনই বলে উঠুন গৃহ যুদ্ধ জিন্দাবাদ ।

একটি মিছিল করার যখন অধিকার থাকে না
একটি প্রবাদ লিপি যখন পড়তে পারি না
দেশ যখন সামরিক ও পুলিশের বুলেটের ভয়ে চলে
তখন আমাদের একটিই শ্লোগান গৃহ যুদ্ধ জিন্দাবাদ ।

আমার সীমানায় যখন পাহারা থাকেনা , আমার গচ্ছিত অর্থ যখন নিরাপদ নয়
আমার মা বোনের সম্ভ্রম যখন ফ্যাসিস্টদের দ্বারা লুট হয়
জাতি যখন জানে না তাঁর গন্তব্য কোথায়
তখনই অস্ত্র হাতে তুলে বলতে হবে গৃহ যুদ্ধ জিন্দাবাদ ।

ক্ষমতায় যখন থাকে বিজাতীয় দস্যু বাহিনী
জনগণের শেষ সম্বলও যখন কেড়ে নিতে চায়
বাচার অধিকার বলে কিছুই থাকে না
তখন গৃহযুদ্ধ জিন্দাবাদ।

স্বদেশের আকাশে , বাতাসে, মৃত্তিকা আর বহমান নদীতে
স্বদেশের মানুষের অস্তিত্বে , বোধে , রকে আর বিপ্লবে
স্বদেশের প্রতিটি সীমান্ত পিলারে আজ লিখতে হবে
গৃহ যুদ্ধ জিন্দাবাদ , গৃহ যুদ্ধ জিন্দাবাদ , গৃহ যুদ্ধ জিন্দাবাদ।

নতুন করে শ্লোগানে মুখর হবে হায়েনাদের তাড়তে
বীর যোদ্ধা অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন করো
বীর বিপ্লবী অস্ত্র ধর গণভবন স্বাধীন করো
বীর সেনানী অস্ত্র ধর বঙ্গভবন স্বাধীন করো
বীর জনগণ অস্ত্র ধর জাতীয় সংসদ স্বাধীন করো
বীর আইন-যোদ্ধা অস্ত্র ধর বিচার বিভাগ স্বাধীন করো
বীর সাংবাদিক অস্ত্র ধর সংবাদ পত্র স্বাধীন কর
বীর কৃষক অস্ত্র ধর কৃষি বাজার দখল করো
বীর ব্যবসায়ী অস্ত্র ধর ভারতীয় খতম করো
বীর চিকিৎসক অস্ত্র ধরো স্বাস্থ্য সেবা মুক্ত করো
বীর শিক্ষক অস্ত্র ধরো দেশপ্রেমকে যুক্ত করো
বীর ছাত্র অস্ত্র ধরো অপশক্তি বিনাশ করো
বীর রাজনীতিবিদ অস্ত্র ধরো স্বৈরশাসন বিনাশ করো।
শ্লোগান চলুক সমস্বরে “ গৃহ যুদ্ধ জিন্দাবাদ” ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭

পথিক সরদার বলেছেন: ভালো লাগা রেখে গেলাম

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: বিশাল কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.