নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাকারিয়া

আমি খুব স্বাধারন মানুষ। স্বাধারনদের থেকেও স্বাধারন। জীবনে জাঁকজমক পছন্দ করিনা। স্বাধারন ভাবে বাঁচতে চাই। সব চেঁয়ে অপছন্দের কারো অধিনে থাকা। \nউক্তিঃ পরাধীনতার চেয়ে মৃত্যু অনেক ভাল, মৃত্যুযন্ত্রনার থেকে পরাধীনতা অনেক ভাল। [email protected]

আবু জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

শহোদেরা ভাল থেক...

১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪০

আমরা স্বাধীনতায় বিশ্বাসী,
আমরা রক্তে পেয়েছি আমাদের দেশ,
আমাদের জন্মভূমি।
এদেশের প্রতিটি মাটি কনা
স্বাধীনতার কথা বলে
বলে স্বাধীনের ইতিহাস।
এদেশের মাটি পবিত্র, ঠিক সদ্য ফোঁটা নিষ্পাপ
ফুলের মত।
হাজার লাখো শহীদের রক্ত মিশে আছে
এদেশের মাটিতে।
সেই রক্তে ফোটে লাল গোলাপ
অথবা হাস্নাহেনা ফুল।
ফুলগুলো ফোঁটে, আর আমরা পাই স্বাধীনতার গন্ধ
পাই স্বাধীনতার স্বাধ।


ওগো বীর শহীদেরা,
তোমাদের পবিত্র আত্মা এখন কোথায় আছে?
হয়ত তোমাদের দেশের মাটিতে
হয়ত আমাদের চারপাশে
উপভোগ করছে স্বাধীনতা,
যে স্বাধীনতার জন্য তোমরা সংগ্রামী হয়েছিলে
ঢেলে দিয়েছিলে তোমাদের স্রোতের বেগে বয়ে চলা
তাজা রক্ত
উপভোগ কর, যত পারো স্বাধীনতা উপভোগ কর
এই স্বাধীনতাতো তোমাদের জন্য
কারন তোমরাইতো এনেছিলে স্বাধীনতা।

আমরা তোমাদের দেখছিনা
হয়ত তোমরা আমাদের দেখছ।
হয়ত তোমারা আমাদের চারপাশে আছ।

কিন্তু,
তোমরা কি অভিমান করেছ?
অভিমান কর না,
আমরা তোমাদের ভূলে যাইনি
ভূলে যাব না কোন দিন
তোমারা আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে
বেঁচে থাকবে এদেশের স্বাধীনতায়।
আমরা ভাল আছি,
তোমরা ভাল থেক,
ভাল থাকুক তোমাদের পবিত্র আত্মা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.