নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাকারিয়া

আমি খুব স্বাধারন মানুষ। স্বাধারনদের থেকেও স্বাধারন। জীবনে জাঁকজমক পছন্দ করিনা। স্বাধারন ভাবে বাঁচতে চাই। সব চেঁয়ে অপছন্দের কারো অধিনে থাকা। \nউক্তিঃ পরাধীনতার চেয়ে মৃত্যু অনেক ভাল, মৃত্যুযন্ত্রনার থেকে পরাধীনতা অনেক ভাল। [email protected]

আবু জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

৩০৩ চাই বাংলাদেশের//জয়ের সম্ভাবনা কতটুকু?????

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৫

প্রথম ৩৫ ওভার খেলা
বাংলাদেশের পক্ষে
ছিল। তারপর খেলা
অনেকটা খারাপের
দিকে যায় বাংলাদেশ
দলের। তবে শেষ ৫ ওভার
একটু বেশিই খারাপ ছিল
বাংলাদেশ দলের জন্য।
এমনটি হওয়া অস্বাভাবিক
নয়। প্রায় প্রতি ম্যাচেই
এরকম ঘটে থাকে। খেলা
যদি প্রথম ৩৫ ওভার যেমন
ছিল, তেমন ধরে রাখতে
পারলে ভারতকে
মোটামুট ২৫০ রানের মধ্যে
আটকে দেয়া যেত। তখন
খেলায় আমরাই জিততাম
নিশ্চিত করে বলা যেত।
তবুও বাংলাদেশ
ফিল্ডিংয়ে ভাল
করেছে বলতেই হবে। ৩০৩
রান করে জয় পাওয়া কষ্টকর
হলেও অসম্ভব কিছু নয়। আশা
করি আমাদের ক্রিকেটরা
তা পারবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩০

চাঁদগাজী বলেছেন:

আজকের শুরুতে ইমরুল কয়েসকে দেয়া কি ভুল হলো না?

২| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৪

আবু জাকারিয়া বলেছেন: হ্যা আমারও তাই মনে হয়। কিন্তু শেষের দিকেই আমাদের বেশি খারাপ হয়েছে। তবে কোন প্লায়ারকে দোষারপ করা যাবে না। তবে আম্পায়ার কোন ভূল সিদ্ধান্ত নিয়েছিল কিনা সে বিষয়েও অনেকে সন্দেহ করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.