নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাকারিয়া

আমি খুব স্বাধারন মানুষ। স্বাধারনদের থেকেও স্বাধারন। জীবনে জাঁকজমক পছন্দ করিনা। স্বাধারন ভাবে বাঁচতে চাই। সব চেঁয়ে অপছন্দের কারো অধিনে থাকা। \nউক্তিঃ পরাধীনতার চেয়ে মৃত্যু অনেক ভাল, মৃত্যুযন্ত্রনার থেকে পরাধীনতা অনেক ভাল। [email protected]

আবু জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

ছেলেবেলা -কবিতা

২৪ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৫

আমার হারিয়ে যাওয়া ছেলেবেলা
ঘাসের শিশিরে সকাল বেলার খেলা।
রোদ্র ছায়ায় চড়ে উড়ে বেড়ানোর ডানা
লাফিয়ে চলা কুঁচকুঁচে কালো ছাগল ছানা
ডাহুকের পিছু বাগানে বাগানে ছুটে চলা
জ্বরের ঘোরে আবল তাবল কথা বলা।

সেই দৃশ্য আজও কেন আমায় টানে
উঁকি দিয়ে আমার ছোট্ট সোনালী মন গগনে!


সে দিন হারিয়েছে, সময়ের নিষ্ঠুর স্রোতে
আর আসবে না কখনও, আগত কোন ভনিষ্যতে!
এইতো প্রকৃতি, এইতো প্রকৃতির খেলা
অন্তরে রেখে দিয়ে ব্যাঁথা, চলে যায় জীবন বেলা।

জীবন চাকায় চড়ে ছেলেবেলা আসে
আবার চলে যায় কোন এক মিছে মায়ার দেশে।
হাজার ব্যস্ততার মাঝে একটু অবসরে,
জীবন বাঁচে ছেলেবেলার স্মৃতি ঘিরে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ছোটবেলার কবিতা ।

২| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১০:০০

আবু জাকারিয়া বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইল। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.