নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাকারিয়া

আমি খুব স্বাধারন মানুষ। স্বাধারনদের থেকেও স্বাধারন। জীবনে জাঁকজমক পছন্দ করিনা। স্বাধারন ভাবে বাঁচতে চাই। সব চেঁয়ে অপছন্দের কারো অধিনে থাকা। \nউক্তিঃ পরাধীনতার চেয়ে মৃত্যু অনেক ভাল, মৃত্যুযন্ত্রনার থেকে পরাধীনতা অনেক ভাল। [email protected]

আবু জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

দুষ্ট শেয়াল, বুদ্ধিমান বাদর ও পাতিহাস -শিশুতোষ!

২৬ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৫৩

ছোট্ট একটা বনে থাকত টমি নামের একটা শেয়াল। টমি ছিল খুব দুষ্ট, তাই বনের অন্য নিরীহ প্রানীরা ওকে এড়িয়ে চলত।
ওই বনে আরেকটা মিল্কি নামের বাদর ছিল। মিল্কি সবসময় গাছে গাছে থাকত। মিল্কি ভদ্র আর বুদ্ধিমান হওয়ায় ওকে সবাই ভাল বাসত।

একদল পাতিহাঁস ছোট একটা নদীতে সারা দিন সাতার কাটত আর ছোট ছোট পুটি মাছ ধরে খেত। দুষ্ট টমি পাতিহাঁস খাওয়ার জন্য পাড়ে বসে অপেক্ষা করত। কিন্তু হাসেরা কেউ পাড়ে আসছে না দেখে সেখানে একটা ফাঁদ পেতে রাখে দুষ্ট শেয়াল টমি। আর ফাঁদের ভেতর রাখে কয়েকটা পুঁটি মাছ।
পুটিমাছগুলো পাতিহাসদের দেখিয়ে বলে, এই দেখ হাস বন্ধুরা, তোমাদের জন্য অনেকগুলো পুটি মাছ নিয়ে এসেছি, খাবে?
পাতিহাসেরা তখন বলে, তুমি দুষ্ট শেয়াল টমি না?
টমি বলে, আমি এখন থেকে আর দুষ্টমি করব না, আমি এখন ভাল হয়ে গেছি।
পাতিহাসেরা তা বিশ্বাস করতে চায় না। বলে তুমি ভাল হয়ে গেছ তার প্রমান কি?
টমি তখন ফাঁদের পুটিমাছগুলো দেখিয়ে বলে, ওই মাছগুলোই প্রমান। তোমাদের জন্য কত কষ্ট করে অনেকগুলো মাছ ধরে এনেছি। তোমরা এত কষ্ট করে মাছ ধর বলে আমার মায়া লাগে। এখন থেকে আমিই তোমাদের মাছ ধরে খাওয়াব। তোমাদের আর কষ্ট করতে হবে না।
বোকা হাসেরা দুষ্ট টমিকে বিশ্বাস করে ফেলে।
টমি বলে, এখন পাড়ে এসে মাছগুলো নিয়ে যাও।

হাসেরা যখন টমির মাছ নিতে আসে, অমনি একটা হাস ফাঁদে আটকে যায়।
হাসটা নিয়ে দৌড়ে জংগলের মধ্যে চলে যায়। সেখানে বসে হাসটা মজা করে খায় দুষ্ট শেয়াল টমি।

এভাবে প্রতিদিন আসে দুষ্ট শেয়াল টমি আর বলে, আমি ভাল হয়ে গেছি, আমি তোমাদের জন্য মাছ নিয়ে এসেছি।
বোকা হাসেরা যখন টমির কথা বিশ্বাস করে পাড়ে আসে মাছ নিতে, অমনি একটা হাস ফাঁদে আটকে যায় প্রতিদিন।
কিন্তু বোকা হাসেরা টমির দুষ্টমি বুঝতে পারেনা। তারা টমির পাতা ফাঁদে প্রতিদিন পা দেয় আর একটা করে হাস প্রতিদিন টমির পেটে চলে যায়।

এই খবর একদিন বনের বাদর মিল্কির কানে পৌছায়। মিল্কি এটা কিছুতে মেনে নিতে পারল না। হাসগুলো বোকা। তাই ওরা দুষ্ট টমির কথা বার বার বিশ্বাস করে। সে বিশ্বাসের সুযোগ নিয়ে টমি প্রতিদিন একটা হাস ধরে নিয়ে যায়।

তাই বাদর মিল্কি এসে হাসদের বোঝাতে শুরু করল যে, টমি একটা দুষ্ট শেয়াল, ওর কাছে যাবে না তোমরা।
কিন্তু হাসেরা শোনে ঠিকই কিন্তু পরের দিন মিল্কির কথা ভূলে যায়। ফলে পকাতে শুরু করলে আবার টমির পাতা ফাদে পা দেয় বোকা হাসগুলো।

তাই মিল্কি নিজেই একটা বুদ্ধি বার করল। এই দুষ্ট টমিকে সাস্থি দিতে হবে।
মিল্কি বন থেকে একটা বুদ্ধিমান রাজহাসকে খুজে আনল। রাজাহাসটি খুব বুদ্ধিমান আর শক্তিশালী। সে নদীর পাতিহাসগুলোকে তাড়িয়ে দিয়ে নিজেই নদীতে বসে রইল। আর বাদর লুকিয়ে রইল জংগলের ভেতর।
এমন সময় দুষ্ট টমি এসে হাজির হল। কিন্তু নদীতে একটাও পাতিহাস দেখতে পেলে না। দেখল শুধু রাজাহাসটি। তাই রাজাহাসটি ফাঁদে আটকানোর পরিকল্পনা করল দুষ্ট টমি।
টমি বলল, এই দেখ বন্ধু রাজহাস, তোমার জন্য অনেকগুলো মাছ নিয়ে এসেছি, খাবে?
রাজহাস বাদর মিল্কির শিখিয়ে দেয়া বুদ্ধিতে বলল, তুমি মিথ্যা কথা বলছ, ওগুলো মাছ না।
টমি বলল, হ্যা এগুলো মাছ, তুমি কাছে এসে দেখে যাও।
রাজহাস বলল, আমি বিশ্বাস করিনা, তুমি তাহলে একটা মাছ খেয়ে দেখায়।
দুষ্ট টমি ফাদের কাছে গেল একটা মাছ খেয়ে দেখাবে বলে।
এই মুহুর্তে বুদ্ধিমান বাদর মিল্কি জংগলের ভেতর থেকে বেরিয়ে এসে ফাঁদে দিল টান। অমনি ফাঁদে আটকে গেল। দুষ্ট টমিকে বনের গভীরে নিয়ে আটকে রাখল বুদ্ধিমান বাদর মিল্কি।
সেই থেকে নদীর পাতিহাদের আর কেউ মারতে আসেনা। ওরা আনন্দে নদীতে সাতার কেটে বেড়ায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.