নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাকারিয়া

আমি খুব স্বাধারন মানুষ। স্বাধারনদের থেকেও স্বাধারন। জীবনে জাঁকজমক পছন্দ করিনা। স্বাধারন ভাবে বাঁচতে চাই। সব চেঁয়ে অপছন্দের কারো অধিনে থাকা। \nউক্তিঃ পরাধীনতার চেয়ে মৃত্যু অনেক ভাল, মৃত্যুযন্ত্রনার থেকে পরাধীনতা অনেক ভাল। [email protected]

আবু জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

আকাশ মানব

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০২

আমি আকাশ মানব,

আকাশে আমার উড়ন্ত বাড়ি।

আমি উড়ে বেড়াই সর্বদা,

উড়ে বেড়াই যেদিকে খুশি,

যে দিকে দু চোঁখ যায়।

আমি উড়ে বেড়াই ছায়াপথ নক্ষত্রে।

উড়ে বেড়াই সিমাহীন স্বর্গে।



আমি আকাশ মানব,

আকাশে আমার উড়ন্ত বাড়ি।

আমি ভারহীন।

কোন মহাকর্ষ বল আমায় টেনে নেয় না।

অভিকর্ষজ বল আমাকে স্পর্শ করে না।

আমি হালকা, ঠিক তুলোর মত।

তাইতো আমি উড়তে পারি

ঠিক বেলুনের মত

যেদিকে খুশি!



আমি অদৃশ্য হতে পারি

কোন আলো আমার গায়ে প্রতিফলিত হতে পারেনা।

কোন রংধুন আমাকে ছুতে পারে না

উজ্জল আলো চলে যায় আমার ভেতর দিয়ে

ঠিক স্বচ্ছ কাচের মত।



আমি আকাশ মানব

আকাশে আমার উড়ন্ত বাড়ি।



আমি স্পর্শহীন

কেউ চাইলে আমাকে স্পর্শ করতে পারেনা।

কারন আমি আলোর মত স্পর্শহীন।

ছুটে চলি বস্তু জগতের মায়া ছেড়ে।



আমার আছে হাজার অনুভুতি

আমার আছে আবেগ

তাইতো আমি কখনও কাঁদি আবার কখনও হাসি

আমি মহাকাশ নক্ষত্র ভালবাসি।



আমি আকাশ মানব

আকাশে আমার উড়ন্ত বাড়ি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.