নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাকারিয়া

আমি খুব স্বাধারন মানুষ। স্বাধারনদের থেকেও স্বাধারন। জীবনে জাঁকজমক পছন্দ করিনা। স্বাধারন ভাবে বাঁচতে চাই। সব চেঁয়ে অপছন্দের কারো অধিনে থাকা। \nউক্তিঃ পরাধীনতার চেয়ে মৃত্যু অনেক ভাল, মৃত্যুযন্ত্রনার থেকে পরাধীনতা অনেক ভাল। [email protected]

আবু জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

টোকাই শিশু - কবিতা

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৩

গায়ে পেঁচিয়ে ছেড়া ময়লা পোশাক
ঘাড়ে ঝুলিয়ে ধুলো মাখা বস্তা
খাবারের সন্ধ্যানে ঘুরে বেড়ায়
শহরের অলিতে গলিতে-
ওরা টোকাই শিশু
ময়লা কুড়ানো ওদের কাজ
ময়লা ওদের খাবার
ওরা ময়লা খেয়ে বাঁচে!

রাত পোহালে ওরা চলে যায় স্কুলে
সেখানে ওরা ময়লা কুড়ানো শেখে
ওদের ঘাড়ে থাকে স্কুলের ব্যাগ
তাতে ময়লা কুড়িয়ে রাখে।

ওরা ময়লা কুড়ায়,
ময়লায় ওদের পেটের ভাত
ময়লা ওদের স্কুলের বই
ময়লা ওদের গায়ের পোশাক
জীবন চলতে ওদের অনেক ময়লা চাই
তাইতো ওরা পড়ে থাকে-
ময়লার স্তুপে আর ডাস্টবিনের পাশে
আর আমাদের সভ্য সমাজ অন্ধ
তাইতো ওদের কেউ দেখেনা।
-ছি!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৩

বাঘামিলন বলেছেন: টোকাই দের জন্য কিসু করেন ..কবিতা দিয়া কি হবে
যে টাকা দিয়া ইন্টারনেট খরজ করেন তা তাদের দেন

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০১

আবু জাকারিয়া বলেছেন: শুধু টাকা দিয়ে সমাজের পরিবর্তন আনা জায়না। সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য টাকার চেয়ে বেশি প্রয়োজন মানুষের ইতিবাচক মনমানুষিকতার। যা আমাদের সমাজে নেই বললেই চলে।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৬

সুখেন্দু বিশ্বাস বলেছেন: টোকাইদের নিয়ে ভাবনা ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো কবি।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৩

আবু জাকারিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.