নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাকারিয়া

আমি খুব স্বাধারন মানুষ। স্বাধারনদের থেকেও স্বাধারন। জীবনে জাঁকজমক পছন্দ করিনা। স্বাধারন ভাবে বাঁচতে চাই। সব চেঁয়ে অপছন্দের কারো অধিনে থাকা। \nউক্তিঃ পরাধীনতার চেয়ে মৃত্যু অনেক ভাল, মৃত্যুযন্ত্রনার থেকে পরাধীনতা অনেক ভাল। [email protected]

আবু জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

♥♥ছন্দিত নন্দিত♥♥

১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

তোমার কপল পানে,
এক ছোট্ট কৃষ্ণতীলক,
মেতেছে কেমন রূপচঞ্চলে,
সন্ধ্যালোতে চন্দ্রঝলক।

আমি যে হই প্রানচঞ্চলা,
মনমাতানী দেহশীহরনে
তোমার ওই রূপলাবন্যে,
মাতেরে চাঁদ আমাবস্যা গগনে।

একেমন রহস্যময়ী সৌরভ,
এ যে কার সৃষ্টি তত্ব
স্বর্ন আর হিরের খোঁচায়,
গড়া যে তার দেহ স্বত্ব।


সেইতো আমার,

তার অনুভুতি আমার হৃদয় কক্ষে
দর্শন করি আমি তারে, আমার অন্তাক্ষে।

তাইতো!

ছন্দহীন কবি আমি,
হইরে আমি ছন্দিত।
নন্দহীন প্রেমিক আমি,
হইরে আমি নন্দিত।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

তাপস কুমার দে বলেছেন: ভালো

২| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

হেলাল হোসেন বলেছেন: ভাইজান বানানে মেলা ভুল। একটু নজর বুলাইলে ভালো হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.