নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাকারিয়া

আমি খুব স্বাধারন মানুষ। স্বাধারনদের থেকেও স্বাধারন। জীবনে জাঁকজমক পছন্দ করিনা। স্বাধারন ভাবে বাঁচতে চাই। সব চেঁয়ে অপছন্দের কারো অধিনে থাকা। \nউক্তিঃ পরাধীনতার চেয়ে মৃত্যু অনেক ভাল, মৃত্যুযন্ত্রনার থেকে পরাধীনতা অনেক ভাল। [email protected]

আবু জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার ৩ টি কবিতা.......দুঃখ.....রাত......মাধুরী....

০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪০

১। দুঃখ

ভাবিয়া কাঁদিশনা আর
দুঃখ করিশনা মন।
দুঃখের পরে সুখের রাজ্যে
করবি যে ভ্রমন।

প্রতিটা জয় নয় তো সে জয়
প্রতিটা হারে না যে রে ক্ষয়।
হাজার দুঃখে একটু যে সুখ
সেতো শ্রেষ্ঠ অর্জন।

ভাবিয়া কাঁদিশনা আর
দুঃখ করিশনা মন।
দুঃখের পরে সুখের রাজ্যে
করবি যে ভ্রমন।

জীবনে যে কষ্ট করে
আপন জীবন লয় যে গড়ে
ঈশ্বর তারে কোন কালে
করে না বর্জন।।

২। রাত
রাত জেগে কে করে গান
কে বাজায় বিষের বীন।
তোমার ও সুর বন্দ কর
আমি তন্দ্রাহীন।

এত রাতে আমায় তুমি
করতে চাও ঘর ছাড়া।
একবার ছাড়িলে এ ঘর
হবেনা আর ফেরা।।

৩। মাধুরী
মাধুরী আমার রাত্রী কাটে
জানিনা কোন বেদনায়।
অসহায় মন খুঁজে ফেরে
কোথায় গেলে পাব তোমায়।

এ হৃদয় যেন হল তোমার কাছে বন্দী
তবে কেন হল না আমাদের সন্ধী

হাজারো আনন্দের মাঝে একদিন
হয়েছিল দেখা।
তখনো ভাবিনি নিজেরে
ছিলাম কিরে একা।

এখন আমি বুঝতে পারি
একাকিত্বের স্বাধ।
আসবে কি কখনো সাথী করে তোমার
চিরযৌবনা প্রভাত।

চারিদিকে দেখি আধারী এ ভূবন
এ মনেতে আজ শুধু দুঃখের শ্রাবন।

আনন্দ পাও যদি তুমি
চোখের জলে করে খেলা।
তবে সে আনন্দকে আমি
করব না অবহেলা।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৮

নৈশ শিকারী বলেছেন: ভালো লাগলো

২| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৯

আবু জাকারিয়া বলেছেন: ধন্যবাদ। নৈশ শিকারী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.