নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাকারিয়া

আমি খুব স্বাধারন মানুষ। স্বাধারনদের থেকেও স্বাধারন। জীবনে জাঁকজমক পছন্দ করিনা। স্বাধারন ভাবে বাঁচতে চাই। সব চেঁয়ে অপছন্দের কারো অধিনে থাকা। \nউক্তিঃ পরাধীনতার চেয়ে মৃত্যু অনেক ভাল, মৃত্যুযন্ত্রনার থেকে পরাধীনতা অনেক ভাল। [email protected]

আবু জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

♥সংগ্রামীর কাব্য♥

১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭

সংগ্রাম করে বাঁচি, হানি অর্জিত অধিকার।
আছে যা কিছু ছড়ায়ে ছিটায়ে, আছে যা কিছু
সমুদ্র তলে গভীর জলে,
হয় যদি তা প্রাপ্য মোদের-
তুলে লই তারে সম-স্থলে।
মোরা সংগ্রামের কথা বলি।
★★
মোরা কারো অধিকার ফিরিয়ে দিতে
সংগ্রাম করি
কারো মুখে ফুঁটাতে হাসি
যুদ্ধের দূর্গ গড়ি।
বিপদে কাউরে মোরা,
যাইনা ছাড়ি।
খুন হয়ে যায় মোদের হাতে
আছে যত অত্যাচারী।
মোরা সংগ্রামের পথে চলি।।
★★
মোরা সংগ্রাম করি মিথ্যুকের সাথে
হবে হোক মরন, হোক না তাতে!
লুকাবেই ওরা বাহু ঘাতে!
কোটি সংগ্রামী জন্ম নিবে
সততারই পথে পথে।
মোরা সংগ্রামের মশাল জালি।।
★★
সংগ্রামের আগুন যেন মোদের রক্তে মিশে
ওরে সাহসী, তবেরে তোর ভয় - যে কিসে!
সংগ্রামী যারা অপরাধ তারা লয় -যে পিষে!
সংগ্রামীরাই খুঁজে লয়ে আসে,
আলোর দিশে।
মোরা মানুষের মাঝে শান্তি বিলি।।
***********

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.