নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাকারিয়া

আমি খুব স্বাধারন মানুষ। স্বাধারনদের থেকেও স্বাধারন। জীবনে জাঁকজমক পছন্দ করিনা। স্বাধারন ভাবে বাঁচতে চাই। সব চেঁয়ে অপছন্দের কারো অধিনে থাকা। \nউক্তিঃ পরাধীনতার চেয়ে মৃত্যু অনেক ভাল, মৃত্যুযন্ত্রনার থেকে পরাধীনতা অনেক ভাল। [email protected]

আবু জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

সুপারম্যান বা অতিমানব নিয়ে কিছু কথা।

১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

সুপার ম্যান, যাকে বাংলায় বলা হয় অতিমানব। অনেক কল্পকাহিনী বা কাল্পনিক চলচিত্রে সুপারম্যানের দেখা মেলে। এসকল সুপারম্যানেরা স্বাধারন মানুষ থেকে সম্পূর্ন আলাদা ধরনের হয়ে থাকে। তারা দেখতে যেমন বিশেষ আকর্ষনের হয়ে থাকে, তেমনি এদের বিশেষ কিছু ক্ষমতাও থাকে যে ক্ষমতা ব্যাবহার করে বিভিন্ন ধরনের অসম্ভব কাজকে সম্ভব করতে দেখা যায়।
এদের কখনও দেখা যায় ডানা ছাড়া আকাশে উড়ে বেড়াতে, আগুনে ঝাপ দিয়ে মানুষের প্রান বাঁচাতে, শক্তিশালী শত্রুদলকে পলকের ভেতর কুপোকাত করতে, মুহুর্তের মধ্যে বড় বড় পাহাড় পর্বত ভেংগে ফেলতে। অর্থাৎ সুপার ম্যানের ক্ষমতা থাকে অসিম। এই ক্ষমতার প্রাপ্তীও বিশেষ নিয়মে হয়ে থাকে।
এতো গেল কল্পকাহিনী কিংবা চলচিত্রের সুপামম্যান। কিন্তু বাস্তবিক অর্থে সুপারম্যান কি এরকম হওয়া উচিৎ? কেমন হওয়া উচিৎ প্রকৃত সুপারম্যানদের?
সুপারম্যানের বাংলা অর্থ অতিমানব। অতিমানব বলতে বুঝায় অতি মানুষ। শাব্দিক অর্থে যার মন আছে সে-ই মানুষ। অন্য অর্থে যার মানুবিক গুন আছে সে-ই মানুষ।
তাহলে সুপারম্যান বা অতিমানবের অর্থ দাড়ায়- যার অনেক মানবিক গুন আছে তাকে। কিন্তু সে অর্থে আমরা কি এখনও সুপারম্যান হতে পেরেছি? অর্থাৎ আমাদের মধ্যে কারো কি অনেক মানবিক গুন বিদ্যমান আছে? এই প্রশ্নের উত্তর এক কথায় বলতে গেলে আমরা এখনও প্রকৃত সুপার ম্যান হতে পারিনি। যদি আমরা প্রকৃত সুপারম্যান হতে পারতাম- তাহলে আমাদের সমাজে এত অন্যায় অবিচার হতে পারত না। আমরা আজও জানিনা আমরা ঠিক কবে প্রকৃত সুপারম্যান হব, যাদের মধ্যে শুধু অনেক বেশি মানবতা থাকবে। তবে সেদিন হয়ত বেশি দুরেও নয় যেদিন মানব সমাজের প্রত্যেকেই একেকজন সুপারম্যান হবে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

২| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২০

মায়াবী রূপকথা বলেছেন: কত সুপারম্যান আসেপাশে দেখা যায়। কত মমতা তাদের মনে। উনারাই আসল সুপারম্যান ভাইয়া

৩| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৩

আবু জাকারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.