নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাকারিয়া

আমি খুব স্বাধারন মানুষ। স্বাধারনদের থেকেও স্বাধারন। জীবনে জাঁকজমক পছন্দ করিনা। স্বাধারন ভাবে বাঁচতে চাই। সব চেঁয়ে অপছন্দের কারো অধিনে থাকা। \nউক্তিঃ পরাধীনতার চেয়ে মৃত্যু অনেক ভাল, মৃত্যুযন্ত্রনার থেকে পরাধীনতা অনেক ভাল। [email protected]

আবু জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

যদি প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হত... কিরুপ পরিবর্তন লক্ষ্য করা যেত...

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬




আমাদের দেশে প্রতিটা মুহুর্তে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। তার অতি সামান্যই আমরা জানতে পারছি। অপরাধগুলোর মধ্যে ধর্ষন, খুন, চুরি ইত্যাদি খুবই স্বাধারন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এধরনের অপরাধগুলোর মধ্যে কিছু কিছু অপরাধ ঘটে যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। যেমন কিছুদিন আগে তনু ধর্ষন ও হত্যা অনেক বেশি আলোড়ন সৃষ্টি করেছিল। কয়েক বছর আগে সাগর রুনী হত্যাকান্ড অনেকবেশি আলোড়ন সৃষ্টি। এ ধরনের অপরাধের উচিৎ বিচার বাংলাদেশর প্রায় সবারই কাম্য ছিল। আমরা এধরনের অপরাধের বিচার চেয়েছি, বিচার পেতে আন্দোলন করেছি। কিন্তু তা স্বত্তেও আমরা তেমন কোন কিছুর সঠিক বিচার পাইনা বা বিচার কাজ এগোয় না। আমরা যখন আন্দোলনের মাধ্যমে প্রশানের উপর চাপ সৃষ্টি করি, তখন তারা শুধু চাপ সামলাতে ব্যাস্ত হয়ে পড়ে; বিচার কাজ এগিয়ে নেবে কখন, ভাববে কখন? তখন তারা শুধু জনগনকে ঝাপাসাভাবে বিভিন্ন জিনিস বুঝিয়ে যায়। কিন্তু জনগণ কিছুই বুঝতে চাইবে না; কারন প্রশাসনিক কাজে তারা প্রশাসনের চেয়েও অভিজ্ঞ। জনগন পক্ষে বিপক্ষে ভাগ হয়ে যাবে; বলবে এটা ঠিক নয় ওটা ঠিক। প্রশাসন জনগনের বিভিন্ন মন্ত্যের চাপে পড়ে সঠিক বিচার করতেও ভয় পায়। সঠিক বিচার করলেও জনগনের মধ্যে বড় একটা অংশ বলবে বিচার সঠিক হয়নি। তারা চাইবে প্রশাসনকে কলংকিত। তাহলে সঠিক বিচার করতে গেলেও দোষ, সঠিক বিচার না করলেও দোষ। তাহলে জনগনের বিচার জনগনই করুক; কারন জনগন প্রশাসনিক কাজ প্রশাসনের থেকে অনেক ভাল বোঝে। আর হয়ত একারনেই দেশে অনেক অপরাধের সঠিক বিচার হয়না। আমাদের উচিৎ প্রশাসকে ভরসা করা, আর ভরসা থেকেই হয়ত একসময় প্রশাসন আরো উন্নত হয়ে উঠবে। প্রশাসকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া উচিৎ আমাদের। তাতে তারা সঠিক বিচার করুক আর না করুক। কারন বিচার কার্জে প্রশাসনের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি। তবে, এখন প্রশ্ন হল, আমাদের কি কোন কিছু নিয়ে আন্দোলন করা উচিৎ নয়। অবশ্যই উচিৎ। কোন সমস্যা যদি কারো ব্যাক্তি কেন্দ্রিক হয়, তবে আন্দোলন হতে হবে বেক্তিকেন্দ্রক; আরো দশজন তাতে অংশ নেয়া উচিৎ নয়। আবার যদি হয় জাতীকেন্দ্রিক, তবে সমস্থ জাতীকেই সেটা নিয়ে আন্দোলন করা উচিৎ। যেমন, আমেরিকাতে কয়েকবছর আগে একজন কৃশ্নাংকে হত্যা করেছিল প্রশাসনের লোকজন। তখন বর্ন বৈশম্য ভেবে সকল আমেরিকান কৃশ্নাংগরা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিল।


# বিষয়গুলো উদ্ভট মস্তিষ্ক থেকে আমদানী করা, ভূল হলে ক্ষমা করবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.