নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উতস

আবু সায়েদ

student

আবু সায়েদ › বিস্তারিত পোস্টঃ

পেশী শক্তির মাত্রারিক্ত ব্যবহার, অসহায় দেশবাসী।

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৩


ভেজালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেও, ভেজাল মনে হয় বেড়েই চলেছে। চাল, ডাল থেকে শুরু করে ফল-মুল, শাক-সবজি, মসলা , ডিম ও দুধেও ভেজাল ধরা পড়ছে।

দুধে শক্তিশালী এন্টিবায়োটিকের অস্তিত্ত্ব প্রমান করে বেকায়দায় পড়েছেন এক অধ্যাপক। এতে কি ভেজাল দাতারা উতসাহিত হবে না? অথচ উচিত ছিল, ব্যাপারটাকে গুরুত্ত্বের সাথে নিয়ে একে ভালভাবে সহযোগিতার মাধ্যমে পর্যবেক্ষন করে জনগন-কে নিরাপদ করা। আসলেই এন্টিবায়োটিক আছে কি না –এটা তো দেখা সরকারের গুরুদায়িত্ত্ব। অথচ কিছু পেশী শক্তির প্রভাবে উল্টো গবেষকদের উপরেই খড়হগস্ত হস্তে প্রশাসন। এটা কিসের ভেজাল-বিরোধী অভিযান??!!

তেমনি, আড়ং-এর জুলুমের শাস্তি প্রদান করে এক কর্মকর্তা বদলি হলেন। ছুটির দিনে জন-প্রশাসন তাকে বদলির অর্ডার করল !!

এমন উদাহরন দুনিয়ার অন্য কোন দেশে আছে কি?

যতদুর জানি, ভেজালের বিরুদ্ধে পৃথিবীর সকল দেশই অতি সচেতন। পার্শ্ববর্তী ভারত, থাইল্যান্ড থেকে শুরু করে উন্নত বিশ্বের কথা না-ই বললাম। ভারতে অপরাধের কারনে বহু নায়ক, গায়ক ও শিল্প-পতির শাস্তি হয়েছে। বাদ যায় নি মন্ত্রী- এমপি রাও।

কাজেই, পেশী শক্তির (Muscle Power) নির্দয় পেষনে পিষ্ট দেসবাসী মুক্তি চায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: সব ক'টা পত্রিকাতে আজ এই বিষয়টা এসেছে।
অত্যন্ত দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.