নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

ফাটল-২ (রানা প্লাজার ধ্বংসস্তুপের নিচে ঘুমিয়ে থাকা ভাই বোনদেরকে)

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৩

ফাটল-২ (রানা প্লাজার ধ্বংসস্তুপের নিচে ঘুমিয়ে থাকা ভাই বোনদেরকে)

অডিও লিংক

https://soundcloud.com/aytnihca/ys52auanaz26



এখনও ফাটল এখনও দেয়াল জুড়ে এখনও শুধুই ক্ষত

এখনও এখানে বাঁচবার আশ্বাস ভোটের বাক্সে নত

বিগতের শোক বিলাস এখন তাই ভুলেছে উজাড় ঘর

জীবিকার হাত হাসপাতালের বেডে হারিয়েছে দাম দর



বড় বড় লোভী ইমারত বেড়ে ওঠে সাদা কালো মুনাফায়

চির ধরে আছে দেয়ালের গায়ে শুধু চির নেই মুনাফায়

বড় বড় দল দলের ফাটল গলে ঘুঘু ধান খেয়ে যায়

ছোট ছোট খুব খুচরো মানুষগুলো ফাটলেই আটকায়



আশ্বাসবাণী দিয়েছেন বড়লোক শুনেছিস ছোটলোক

তোদের নাকি শুধুই চাই চাই যতটাই দেয়া হোক

কত পরিবার মিলে হয় সাহেবের কুকুর ছানার ঠ্যাং

এই হিসাবটা মুজতবা আলী সেই কবে ঠিক বুঝেছেন



বড় আর ছোট কেবলই কি নিছক নিয়তির খেয়ালে

ফাটল ধরুক বড় আর ছোটর এই ফারাকের দেয়ালে

''শ্রেণীযুদ্ধের বদ্ধভূমির কথা' ' এখনও তত্ত্ব শুধু

বিভেদের এই দেয়ালে এখন তাই আমার শুধুই থু



[এই গানের সুর কবীর সুমন এর 'আমার শহরে এসেছে মেয়েটি' গান থেকে নেওয়া হয়েছে]

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: গানের শেষ দুটো লাইন বারবার বাজিয়ে শুনলাম।

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫০

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর

২| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বড় আর ছোট কেবলই কি নিছক নিয়তির খেয়ালে
ফাটল ধরুক বড় আর ছোটর এই ফারাকের দেয়ালে
''শ্রেণীযুদ্ধের বদ্ধভূমির কথা' ' এখনও তত্ত্ব শুধু
বিভেদের এই দেয়ালে এখন তাই আমার শুধুই থু

অসাধারণ
সহমত মর্মার্থের সাথে

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫২

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লেগেছে। আপনার কন্ঠ বেশ চমৎকার। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সুন্দর হইছে। একটা টেনশন বা উত্তেজনা ফুটে উঠেছে। তবে মনে হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরো কম হলে গানের কথাগুলো আরো স্পষ্ট বুঝা যেত।

আপনার লাস্ট গানটা তো আমি প্রায় শুনি। ভালো লাগে। শুভ কামনা রইল। :)

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৪

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


চমৎকার!
অনেক ভালো লাগলো মন খারাপের গান।

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। আমি অবশ্য প্রতিবাদী হওয়ার চেষ্টা করেছি। :)

৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬

আশা জাগানিয়া বলেছেন: শুনে দেখি এখনই।
ধন্যবাদ অচিন্ত্য।

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৮

অচিন্ত্য বলেছেন: জলদি শুনুন X(

৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৩

হাসান মাহবুব বলেছেন: লিরিক চমৎকার হয়েছে। গান শুনবো বাসায় গিয়ে।

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৭

অচিন্ত্য বলেছেন: জলদি শুনুন X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.