নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

রিপোস্টঃফাটল-২ (রানা প্লাজার ধ্বংসস্তুপের নিচে ঘুমিয়ে থাকা ভাই বোনদেরকে)

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৩


অডিও লিংক
https://soundcloud.com/aytnihca/ys52auanaz26

এখনও ফাটল এখনও দেয়াল জুড়ে এখনও শুধুই ক্ষত
এখনও এখানে বাঁচবার আশ্বাস ভোটের বাক্সে নত
বিগতের শোক বিলাস এখন তাই ভুলেছে উজাড় ঘর
জীবিকার হাত হাসপাতালের বেডে হারিয়েছে দাম দর

বড় বড় লোভী ইমারত বেড়ে ওঠে সাদা কালো মুনাফায়
চির ধরে আছে দেয়ালের গায়ে শুধু চির নেই মুনাফায়
বড় বড় দল দলের ফাটল গলে ঘুঘু ধান খেয়ে যায়
ছোট ছোট খুব খুচরো মানুষগুলো ফাটলেই আটকায়

আশ্বাসবাণী দিয়েছেন বড়লোক শুনেছিস ছোটলোক
তোদের নাকি শুধুই চাই চাই যতটাই দেয়া হোক
কত পরিবার মিলে হয় সাহেবের কুকুর ছানার ঠ্যাং
এই হিসাবটা মুজতবা আলী সেই কবে ঠিক বুঝেছেন

বড় আর ছোট কেবলই কি নিছক নিয়তির খেয়ালে
ফাটল ধরুক বড় আর ছোটর এই ফারাকের দেয়ালে
''শ্রেণীযুদ্ধের বদ্ধভূমির কথা' ' এখনও তত্ত্ব শুধু
বিভেদের এই দেয়ালে এখন তাই আমার শুধুই থু

[এই গানের সুর কবীর সুমন এর 'আমার শহরে এসেছে মেয়েটি' গান থেকে নেওয়া হয়েছে]

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হইসে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। (অনেক অনেক বিলম্বের জন্য অনেক অনেক দুঃখিত)

২| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৩

জেন রসি বলেছেন: বড় বড় লোভী ইমারত বেড়ে ওঠে সাদা কালো মুনাফায়
চির ধরে আছে দেয়ালের গায়ে শুধু চির নেই মুনাফায়
বড় বড় দল দলের ফাটল গলে ঘুঘু ধান খেয়ে যায়
ছোট ছোট খুব খুচরো মানুষগুলো ফাটলেই আটকায়


চমৎকার।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। (অনেক অনেক বিলম্বের জন্য অনেক অনেক দুঃখিত)

৩| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০

নস্টালজিক বলেছেন: বড় বড় লোভী ইমারত বেড়ে ওঠে সাদা কালো মুনাফায়
চির ধরে আছে দেয়ালের গায়ে শুধু চির নেই মুনাফায়
বড় বড় দল দলের ফাটল গলে ঘুঘু ধান খেয়ে যায়
ছোট ছোট খুব খুচরো মানুষগুলো ফাটলেই আটকায়



তোমার লিরিক লেখার হাত খুব ভালো, অচিন্ত্য।

সাউন্ডক্লাউড লিঙ্কটা পেস্ট হয়নি ঠিকমতো।

বস সুমনের এই গানটা আমার খুব প্রিয়।


ভালো থেকো নিরন্তর।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

অচিন্ত্য বলেছেন: ওহ, এতদিন পরে পোস্টে ঢুকলাম যে এখন আর লিংক ঠিক করা না করা মনে হয় একই কথা। ধন্যবাদ। (অনেক অনেক বিলম্বের জন্য অনেক অনেক দুঃখিত)

৪| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৩

আরজু পনি বলেছেন:

শুধুই দীর্ঘশ্বাস !

অনেকদিন পর আপনার ব্লগে ।
আশাকরি ভালো আছেন প্রিয় অচিন্ত্য।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। (অনেক অনেক বিলম্বের জন্য অনেক অনেক দুঃখিত)

৫| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩০

আমিনুর রহমান বলেছেন:




শুনলাম ...
চমৎকার হয়েছে ...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। (অনেক অনেক বিলম্বের জন্য অনেক অনেক দুঃখিত)

৬| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২০

প্রোফেসর শঙ্কু বলেছেন: আগেই দেখেছিলাম। আজ ভাল লাগা জানিয়ে গেলাম।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। (অনেক অনেক বিলম্বের জন্য অনেক অনেক দুঃখিত)

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

অচিন্ত্য বলেছেন: ব্যস্ততা আমাকে দেয়না অবসর
তাই বলে ভেবোনা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.