নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

আরণ্যক_ভিডিও বুক প্রজেক্ট

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

ঈদ মোবারক

কেমন আছেন সবাই ? ব্লগে বহু দিন বাদে বসলাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর ‘আরণ্যক’ আমাকে বিমোহিত করেছিল। এর একখানি অডিও ভার্সন তৈরি করার চেষ্টা করছিলাম। কিছু ট্র্যাক তৈরিও করেছিলাম। কয়েকদিন আগে ইউটিউবে কিছু রিলাক্সেশন ভিডিও দেখে খুব ভাল লাগল। আরণ্যক এর অডিও ক্লিপ সেইসব ভিডিওর সাথে খুব যায়।

এক্সপেরিমেন্ট হিসেবে প্রথম অংশখানি (প্রস্তাবনা) একটি ভিডিওর সাথে এড করে দিলাম। কপি রাইটের বালাই না রেখেই। (Click This Link) জানিনা কেমন লাগবে। তবে আমার নিজের খুব ভাল লাগছে। যতবার ‘আরণ্যক’ পড়েছি ততবারই মনে হয়েছে আমি নিজেই সেই গভীর অরণ্যে চলে গেছি। খুব শান্তি লেগেছে।

আমার অডিও প্রজেক্টের উদ্দেশ্য ছিল এরকমঃ এই ব্যস্ত জীবনে অনেকেরই বই পড়ার ইচ্ছা থাকার পরও সময় হয়ে ওঠে না। ভাল লাগা বইগুলোর যদি অডিও ভার্সন থাকে, তাহলে হয়তো পথ চলতে চলতে কিংবা যানজটের সময়টুকুতে অন্তত পড়া না যাক শুনেও কিছুটা ভাল লাগবে।

ভাল থাকুন সবাই। ঈদের অনাবিল শান্তি ছুঁয়ে যাক প্রতিটি হৃদয়।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

সিপন মিয়া বলেছেন: ভাল পদক্ষেপ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০০

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

অন্ধবিন্দু বলেছেন: শুনছি, অচিন্ত্য। বেশ লাগছে। আরও হোক। শুভ কামনা ও ঈদ মোবারাক।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০১

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। বিন্দুর অন্ধত্বকাল সুন্দর কাটুক

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর প্রয়াস ৷ নান্দনিক হোক আগামী প্রচেষ্টা ৷

শুভকামনা ৷

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ

৪| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

মেহবুবা বলেছেন: আমার অতি প্রিয় বই আরণ্যক।
বই হিসেবেই থাক আমার কাছে।

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬

অচিন্ত্য বলেছেন: :) কেমন আছেন

৫| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৬

চাঙ্কু বলেছেন: সেইরাম একটা বই-আরণ্যক!

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৭

অচিন্ত্য বলেছেন: এই বইখানি কখনো শেষ করা হয়নি। যতবারই শুরু করেছি দু এক পাতা বাকি থাকতেই কীভাবে কীভাবে যেন অন্য দিকে চলে গেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.