নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

সাত তলা বাড়িটার মতই

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৬

মনে করো বেড়িবাঁধ দূরে নয়
আরো মনে করা যাক শনিবার
রিটায়ারমেন্ট হবে অখেলো
আড়িতা বিকজ এটা শনিবার

ছায়া নাই আছে শুধু ছবিটা
বাস থেকে নামতেই সাড়ে তিন
ফিসফাস গান গায় গলিটা
যেন গ্যাম্বিটমুখো তাসাড়ু

পিচ কালো পথ ধরে নৌকা
বৈঠায় লেগে গেল জর্দা
ল্যাম্পপোস্ট এর গতি ভাল নয়
সিঁড়ি ভেঙে উঠতেই ছক্কা

বেক্কেল বেটা গেছে ছুটিতে
মাটি ফুঁড়ে উঠে এল ডোরেমন
ছাদের ঘরের কাছে ফুলগাছ
নিউরণে ক্ষণে ক্ষণে আনমন

চিলে কোঠা বেঁধে ফেলে ছয় তার
জোকারের হাতে গেল তিন তাস
মুখোমুখি চেকমেট সারারাত
জোকারের হাতে গেল তিন তাস
মুখোমুখি চেকমেট সারারাত

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৬

হাসান মাহবুব বলেছেন: সোনালি সকালের চায়ের মত সুন্দর।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১০

অচিন্ত্য বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
বিলম্বে জবাবের জন্য লজ্জিত।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

ব্লগ মাস্টার বলেছেন: অসাধারণ লেখা ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

অচিন্ত্য বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
বিলম্বে জবাবের জন্য লজ্জিত।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

তামান্না তাবাসসুম বলেছেন: উফফ্ ! বেশি বেশি সুন্দর !

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

অচিন্ত্য বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
বিলম্বে জবাবের জন্য লজ্জিত।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

সুমন কর বলেছেন: ছন্দময় এবং সুন্দর।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২

অচিন্ত্য বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
বিলম্বে জবাবের জন্য লজ্জিত।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২০

ধ্রুবক আলো বলেছেন: ছন্দময়, সুন্দর লাগলো।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২

অচিন্ত্য বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
বিলম্বে জবাবের জন্য লজ্জিত।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর হয়েছে

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

অচিন্ত্য বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
বিলম্বে জবাবের জন্য লজ্জিত।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: দারুণ লিখেছেন।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

অচিন্ত্য বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
বিলম্বে জবাবের জন্য লজ্জিত।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার মনেও ডোরেমন আছে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

অচিন্ত্য বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
বিলম্বে জবাবের জন্য লজ্জিত।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৫

আরজু পনি বলেছেন: বাবু ভাই না? ;)
আমি কিন্তু গানের তালে পড়লাম।
সুরসহ শুনতে ইচ্ছে করছে ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

অচিন্ত্য বলেছেন: হ্যাঁ
সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
বিলম্বে জবাবের জন্য লজ্জিত।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০

অচিন্ত্য বলেছেন: সাত তলা বাড়ি (গান)
মহিনের ঘোড়াগুলি

মনে করো সাততলা বাড়িটার
একতলা হাতি আর ইঁদুরের
দোতলায় বুড়ো থাকে রিটায়ার্ড
লাল নীল ইয়ল বোনে বুড়ি তার

তিনতলা ছবি আঁকে গ্যালারী
পিকাসো রুবেন্স দালি রেনোয়া
চার তলা কথা বলে ফিসফিস
পাখি যদি উড়ে যায় ঘাবড়ে

বাকি তিনতলা ঠিক খালি নয়
ধোপা থাকে গাধা নিয়ে অতিকায়
পাঁচ তলা ফেলে ওড়ে সাদা শার্ট
ভাবখানা বাবুদেরই খোলা মাঠ

ছ’তলা ছোটদের ইস্কুল
আন্টির কাঁধে বসে বুলবুল
সাততলা কারোও নয়, কারোও নয়
মেঘ থাকে নীল আকাশ লাল ফুল

তারাদের দুপুরের ভাত ঘুম
সেখানে খোকন সোনা মামনি
চাঁদ ধরে সূর্যের সাথি হয়।


:p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.