নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: আমার আঁকা কিছু ছবি (কাকের ঠ্যাং বকের ঠ্যাং...) পর্ব-১

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

আমি ছবি আঁকতে ভালবাসি, এটা আমার একপ্রকার রোগ। মাঝে মাঝে এমন হয় দিন রাত এক করে একেই যাছ্ছি তো যাছ্ছিই থামাথামি নেই। আবার দেখা গেল মাস পার হয়ে যাছ্ছে, হাতে পেন্সিল তোলা হয়না। তো যাই হোক, এখানে আমার কিছু প্রিয় ছবি আপনাদের দেখালাম, আশা করি ভাল না লাগলেও অতি মন্দ কিছু লাগবে না।





Time that stopped (থেমে যাওয়া সময়-সবকিছু থেমে যায়, ভালবাসাই কি আর দেয়ালে ঝোলানো ঘড়িই কি, একসময় থেমে যায়)





Pinku (আমার বিড়াল পিংকু- অনেক আদরের বিড়াল আমার, মানুষের চেয়েও ভাল বুঝত আমাকে, অকালে ফেলে চলে গেল)







Sadness(বেদনা)



মন্তব্য ৪৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

শিশেন সাগর বলেছেন: apni sundor aken:: shuvo kamona aka aki obbahoto thakuk:: aro sundor chobir ashay thaklam

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

শিশু বিড়াল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :) এগুলো ২বছর আগের ছবি...পরবর্তী ব্লগে আরোও ছবি দিব :)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

পুংটা বলেছেন: আমার একটা ছবি আইকা দিবাইন...?? B-))

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

শিশু বিড়াল বলেছেন: অবশ্যই দিব :) তবে পষ্চাৎদেশ মার্কা ছবি আঁকতে এই মুহুর্তে মন চাচ্ছেনা

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

সঞ্জয় নিপু বলেছেন: আপনার কাকের ঠ্যাং বকের ঠ্যাং... তো খুবই সুন্দর হইছে :)

চালিয়ে যান --- >>>>

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

শিশু বিড়াল বলেছেন: কাকের ঠ্যাং বকের ঠ্যাং যদি সুন্দর হয়ে থাকে তবে তা আপনার দৃষ্টিভন্গির কারনে হয়েছে... ধন্যবাদ আপনাকে :)

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

হাছুইন্যা বলেছেন: সুন্দর..

++

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

সুফিয়া বলেছেন: আপনার সৃষ্টিকর্ম সত্যিই অসাধারণ। আমন্ত্রণ রইল আমার সৃষ্ট জগতেও। আসতে ভুলবেন না কিন্তু।

http://www.somewhereinblog.net/blog/sufia

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

আহমাদ-২০০৫ বলেছেন: কাকের ঠ্যাং বকের ঠ্যাং কই। ঘড়ি বিলাই আর মানুষের ঠ্যাং ইতো দেখতেছি।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

শিশু বিড়াল বলেছেন: হিহিহিহি....ধন্যবাদ :)

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

আহমাদ-২০০৫ বলেছেন: ++

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

পুংটা বলেছেন: ভাই, মধ্যরাইতে আমার ছবিটা আইকেন... পিলিজ :-P

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

লাবনী আক্তার বলেছেন: অনেক সুন্দর আঁকেন!

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

আরজু পনি বলেছেন:

ছবিগুলোর উৎস দিলে আরো ভাল লাগতো।।

বিড়ালের ছবিটাকি আপনার নিজের আঁকা....বেশ ভালো আঁকার হাত।।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

আরজু পনি বলেছেন:

তিনটা ছবিই আপনার আকাঁ.....খুব ভালো।।

ছবির উৎসের জায়গায় সময়কাল হবে। একটাতে আছে....
শুভকামনা রইল।।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

শিশু বিড়াল বলেছেন: হ্যা, ৩টা ছবিই আমার আঁকা...ঘড়ির ছবিটির উৎস যে ঘড়ি তা আমার বাসায় নেই তাই দিতে পারিনি :)

আর মেয়েটির ছবিটি কাল্পনিক।

অনেক ধন্যবাদ আপনাকে :)

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

ইউসুফ আলী রিংকূ বলেছেন: সুফিয়া বলেছেন: আপনার সৃষ্টিকর্ম সত্যিই অসাধারণ।


খুবই সুন্দর হইছে

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

চারকল বলেছেন: চমৎকার!

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ছবি আকাঁর খুবই ভালো ------

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

শিশু বিড়াল বলেছেন: খুবই ভাল তো আমার মনে হয়না ভাই :) তাও আপনাকে ধন্যবাদ :)

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

যায় যায় গোধূলি বলেছেন: ছবি গুলো এত সুন্দর এত ভাল লাগে, আমার আজিবন ছবি আক্তে ছবি একা দেখতে ছবি খুব ভাল লাগে যদিও আমার মত এমন করে আমার পাশের কোন মানুষ দেখে না, আমি অনেক ভালবাশি ছবি আকতে কিন্তু হয়ে ওঠে না। এগুল কি শুধু কাঠ পেন্সিল রঙ দিয়েই করা??/

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

শিশু বিড়াল বলেছেন: অনেক ধন্যবাদ আপনার প্রশংসার জন্য :) একদিন চুপচাপ হাতে পেন্সিল আর কাগজ নিয়ে বসে পড়বেন হয়ে যাবে। আর হ্যা, আমি শুধু কাঠ পেন্সিলেই আঁকি। জলরং পারিনা :(

আমার আরো ছবি আছে, চাইলে দেখে নিবেন :)

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পিংকুকে বেশি ভালো লাগলো কেননা মেয়েটিকে দেখতে পারলাম না। (ছবি দেখা যাচ্ছে না, ছবি আপলোডের ঠিকানা উঠেছে।)

দেয়াল ঘড়ির ছবির সাথের কথা গুলো ছবির মহাত্ত্বকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। (কিন্তু এইটা কী করলেন? ছবিটাতে জাহাজের নাবিকের স্ট্যায়ারিং হ্যান্ডলের জায়গায় যে হাতলগুলো দেয়া হলো, সেগুলোর যে পরিমান ফাঁকা রাখা দরকার ঠিক ছিল, কেবল উপরের হাতলটা অতিরিক্ত মনে হচ্ছে।)

অনেক অনেক শুভ কামনা।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

শিশু বিড়াল বলেছেন: মেয়েটিকে আমার ধারনা আপনার আরো ভাল লাগত :)
আর দেয়াল ঘড়িটা আমি দেয়ালে যেভাবে ঝুলতে দেখেছি ওভাবেই একেছি।
আপনার শুভকামনার জন্য আবারো আপনাকে ধন্যবাদ :)

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

নীল-দর্পণ বলেছেন: আমাকে একটা ছবি এঁকে দেননা আপুমনি 8-|

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

শিশু বিড়াল বলেছেন: সর্বনাশ....শেষ পর্যন্ত চেয়েই ফেললেন তাইনা। আছছা একদিন এঁকে দিব। :)

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

আমিনুর রহমান বলেছেন: আপনার রোগটা তো ভয়ানক!!! আমারও যদি থাকতো :P


কাকের ঠ্যাং বকের ঠ্যাং এ ভালো লাগা।

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

শিশু বিড়াল বলেছেন: আপনার যে নেই তা কিভাবে জানেন? যা মনে আসবে এঁকে দেখুন কি হয় :) ধন্যবাদ আপনাকে :)

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

খায়ালামু বলেছেন: পুংটা বলেছেন: আমার একটা ছবি আইকা দিবাইন...?? B-))

লেখক বলেছেন: অবশ্যই দিব :) তবে পষ্চাৎদেশ মার্কা ছবি আঁকতে এই মুহুর্তে মন চাচ্ছেনা
+++++্

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

যায় যায় গোধূলি বলেছেন: আমি জল রঙ্গে এঁকেছি , পোস্টার আর প্যাস্টেলেও কিন্তু কাঠ পেন্সিল দিয়ে এত সুন্দর ছবি আমি আরও দেখতে চাই

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

শিশু বিড়াল বলেছেন: জলরং, পোস্টার রং এ যদি আকঁতে পারতাম বড়ই ভাল হত, তবে পেন্সিলে ডিটেইল ভাল আসে। আশা করি আরও ছবি সামনে দেখবেন :)

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

হৃদয় জিনিয়াস বলেছেন: টাস্ক

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:
কাকের ঠ্যাং বকের ঠ্যাং এ ভালো লাগা।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

প্রিন্স হেক্টর বলেছেন: ৩ নম্বরটা ভালো লাগছে :!> :#>

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ৩ নং টা +++++ :)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২৫| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮

চাঁদ ~ মামা বলেছেন: অসাধারন ভাই

২৬| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
দেখেন :)

২৭| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:৩২

মুদ্‌দাকির বলেছেন:

১) last days/ lost days

২)

৩) go away

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.