নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: আমার আঁকা কিছু ছবি (কাকের ঠ্যাং বকের ঠ্যাং...) পর্ব-২

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

এই ছবিগুলো গতবছর যখন ইন্টানী করি তখন আঁকা। বিশাল বিশাল এক একটা ৩ফিট সাইজ এর আর্ট পেপার এ রং পেন্সিলে আঁকা আর পরের দিন সারা মেডিক্যাল এ সবাইকে দেখিয়ে বেরানো "আমি ছবি একেছি, আমি ছবি একেছি ...লা লা লা লা। প্রফেসর, ডাক্তার, নার্স থেকে শুরু করে রোগী সহ হাসপাতাল এর দারোয়ান, মামা, এমনকি বাইরের চানাচুরওয়ালা ও আমার এইসব পাগলামী কে রীতিমত প্রশ্রয় দিয়ে গেছে। বরই আনন্দের দিন ছিল সেগুলো। এখন আপনারও দেখুন। আপনারও যদি প্রশ্রয় দেন মন্দ হয়না।





DollHouse (পুতুলবাড়ি)







LUNAtic (luna অর্থ চাঁদ, চাদনি রাতে কিছু কিছু মানুষের মাথায় অনেক রকম পাগলামি ভর করে, আমি বা আপনিও হয়ত তাদের মাঝে একজন)







Isolation (বিছ্ছিন্নতা)

মাঝে মাঝে কোন কারন ছাড়াই এলোমেলো লাগে সবই...







The Suicide Tree (মরনবৃক্ষ) আশা করি সবাই ছবির মর্মার্থ বুঝে নিয়েছেন কারন আমার মনেও নেই কি ভেবে এটা একেছিলাম!







Cage (খাঁচা)

আমার বিষন্ন বিদ্রোহের মুক্ত খাঁচায় আমি বন্দী





মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন আঁকিয়ে
ভাল লাগে দেখলে তাকিয়ে

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

রোলেন বলেছেন: LUNAtic (luna অর্থ চাঁদ, চাদনি রাতে কিছু কিছু মানুষের মাথায় অনেক রকম পাগলামি ভর করে, আমি বা আপনিও হয়ত তাদের মাঝে একজন)

বালা পাইলাম দেখি পুরাই আমার ছবি আকছেন ধইন্যা হাতা না দিয়া মুলা হাতা++++++

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

শিশু বিড়াল বলেছেন: আপনি কি বাসার ছাদের রেলিং এ শুয়ে বিড়ি ফুকেন? :) তাহলে হ্যা ঠিকই আছে :) ধন্যবাদ আপনাকে

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

আনমনা 007 বলেছেন: অসাম, গো এহেড

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুণ সব ছবি! খুব ভালো লাগলো।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

সৌমিক রহমান বলেছেন: ভালই তো দেখি আঁকেন

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

আন্ধার রাত বলেছেন:
ভালা লাগার কথা এখানে বলে না গেলে এটা আমার অপরাধ হবে।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

শিশু বিড়াল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে :) :) :)

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

সাহিদা আশরাফি বলেছেন: অসাধারণ!!একে তো ডাক্তার তার উপর চমৎকার একজন চিত্রশিল্পী।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ধূসর সপ্ন বলেছেন: অনেক সুন্দর

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

শায়মা বলেছেন: বাহ!!!


অনেক অনেক সুন্দর!!!

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ভিটামিন এ বলেছেন:

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

রাতজাগাপাখি বলেছেন: kaak r boker thang gulo onek shundor hoyeche... ++++++++++

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

শিশু বিড়াল বলেছেন: আবারো অনেক ধন্যবাদ সবাইকে :)

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

মাক্স বলেছেন: ++++++

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ১ম ছবি, আগে বলেন ঘড়িতে বাজে কয়টা? আমিতো বুঝতে পারছিনা, কোনটা ঘন্টা, মিনিট আর সেকেন্ডের কাটা। দেয়ালে একটা মনে হয় ছবি ঝুলানো, সাগরের মাঝে নৌকা, ভুল বললাম নাতো? আমার ঘরের এই ছবি আপনি জানলেন কিভাবে? সেই এস, এস, সি পরীক্ষার আগে কোচিং সেন্টার থেকে পেয়েছিলাম। আপনার নামের সাথে ছবির মিল পেলাম নিশ্চয়ই বিড়াল আপনার খুব প্রিয়ো। ওরে ছবিতে কয়টা বিড়াল? ৪টা না ৫টা? দেয়ালেও কি বিড়ালের ছবি? (হাঃ হাঃ হাঃ একটু ফান করলাম। সারাদিন এতো ব্যস্ত থাকি, এমন কী একটু মুড নিয়ে থাকতে হয়, তাই ব্লগেই ফানটুকু করে নিলাম। রাগ করেন না।)

২য় ছবি,

বিষাদ করেছে ভর
তুমি কি চাঁদ না দুধের সর?

ফুসফুসের পাশেই নাকি হৃদয়
তাই বুক ভরে বিষ টানি
যদি হয় বিষে বিষ ক্ষয়।

৩য় ছবি,

এই ছবিটা এতো সুন্দর লাগছে, ঠিক কী বলবো, কী বলা উচিত বুঝতে পারছি না। এতো সুন্দর ছবি আঁকেন কি ভাবে? অনেক অনেক সুন্দর লাগলো।

৪র্থ ছবি,

দুঃখিত এটা দেখা যাচ্ছেনা।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬

শিশু বিড়াল বলেছেন: হিহিহি...না রে ভাই কোন মাইন্ড করিনি...আপনার প্রশ্নের উত্তরগুলো দেই:
১. ঘড়িতে বাজছে ৪টা ৪০মিনিট ১০সেকেন্ড, বিকাল বেলা আর আমার বিড়াল খুব প্রিয় :)
২. দুধের সর হবার তো প্রশ্নই আসেনা, আমার অতি অপছন্দের জিনিস!
৩. সুন্দর লেগেছে জেনে খুশি হলাম :)
৪. এখন দেখতে পাবেন আশা করি
৫(আমিই নিজে বলি) আরেকটা ছবি আপনি দেখেননি। এখন হয়ত পারবেন।

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ও হ্যাঁ, এই ছবিটি (৫ম) আমি দেখতে পাইনি। আর উচ্ছ্বাস প্রকাশ করা ছবিটি হলো ৪র্থ ছবিটি। যে ছবিটা দেখে আমার খুব ভালো লাগলো।

৩য় ছবিটিও সুন্দর। (আগের কমেন্টস এ, ৪র্থ ছবির কথা বলতে চেয়ে ভুল করে ৩য় ছবি বলে ফেলেছি। আসলে ৫ম ছবি দেখতে পাইনি।)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

শিশু বিড়াল বলেছেন: যাক এখনতো দেখতে পেলেন :)

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বিষন্ন বিদ্রোহের মুক্ত খাঁচা, এতো কঠিন কথা!

ছবিটাও কঠিন হয়েছে!

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

শিশু বিড়াল বলেছেন: :)

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১০

ঘুমকাতুর বলেছেন: +++

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

নীল-দর্পণ বলেছেন: চমৎকার......কখন যে আপনার কাছে ছবি চেয়ে বসি ঠিক নেই :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

শিশু বিড়াল বলেছেন: হিহিহি...সমস্যা নেই অনেকেই অলরেডী চেয়ে ফেলেছে, আপনিও চাইতে পারেন তবে কবে দিব তা কিন্তু আমি কাউকে বলিনা :P

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

পণ্ডিত মশাই বলেছেন: cage and lunatic. এদুটো অনেক ভালো একেছেন। শেয়ারের জন্য ধন্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

শিশু বিড়াল বলেছেন: আপনাকেও ধন্যবাদ ছবিগুলো ভাল লাগার জন্য :)

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

আমিনুর রহমান বলেছেন: অসাধারণ। ক্যাপশন আর ছবি দুটোতেই +++

LUNAtic টা কিন্তু আমি আফনে কেমনে আমার ছবি আঁকলেন !!!!

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

শিশু বিড়াল বলেছেন: হাহাহা.... ভাই ওটা যে আমি না, আপনিই তা আপনি কিভাবে জানলেন? আমিও তো হতে পারি :) যার মধ্যেই কিছু পরিমান এরকম পাগলামি থাকবে সে ছেলেই হোক কি মেয়ে, তার মনে হবে এটা তার ছবি, আমি এভাবেই এই ছবিটি একেঁছি :) :)

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

শার্লক বলেছেন: জোশ তো ছবিগুলি। প্রথম ছবিতে ছেলেটা জানালা দিয়ে উকি মারছে কেন? ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

শিশু বিড়াল বলেছেন: মেয়েটার সাথে ওর আগের দিন খেলার মাঠে ঝগড়া হয়েছিল, মেয়েটা আজকে তাই আর খেলতে যায়নি, বাসায় চুপচাপ বসে বই পড়ছিল। তাই ছেলেটা মেয়েটাকে খেলতে ডাকতে আসছে :)

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

হৃদয় জিনিয়াস বলেছেন: আপনি যে কতটা ভাল অকেন তা আপনি নিজেও জানেন না ..... :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

শিশু বিড়াল বলেছেন: আসলে জানি, এখনও কিছুই পারিনা, পথ অনেকদূর বাকি :)

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:
হৃদয় জিনিয়াস বলেছেন: আপনি যে কতটা ভাল অকেন তা আপনি নিজেও জানেন না ..... :#> :!>

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

শিশু বিড়াল বলেছেন: আসলে আমি জানি আমি কী আঁকি.... সেজন্যেই বলি কাকের ঠ্যাং ও বকের ঠ্যাং.... যেদিন ভাল কিছু আঁকব সেদিন আমিই বলব যে এবার এঁকেছি কিছু একটা :)

২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

প্রিন্স হেক্টর বলেছেন: ৩ আর ৪ বেশি ভালো লাগলো :)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

শিশু বিড়াল বলেছেন: তাই... কিন্তু কেন?? :)

২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬

ঝটিকা বলেছেন: লাস্টের দুইটা বেশ

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৫

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২৭| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১০

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ৩, ৪, ৫ নং টা আমার মনের ছবি .... :!>

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৫

শিশু বিড়াল বলেছেন: আমারও মনের ছবি :)

২৮| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

নিয়েল ( হিমু ) বলেছেন: মোবাইল থেকে আছি এখন । PC থেকে দেখে নেব ?

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭

শিশু বিড়াল বলেছেন: পিসি থেকে দেখেলেই হয়ত ভাল হবে :)

২৯| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

চাঁদ ~ মামা বলেছেন: দারুন

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৩০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩

নিয়েল ( হিমু ) বলেছেন: আপু না ভাইয়া ডাকব বুছতেছি না ।

Isolation (বিছ্ছিন্নতা) এই শিরোনামের টা খুব ভাল লাগছে । লাইটিং এর হয়তো কিছুই বুঝি না কিন্তু এই ছবিটায় আলো ছায়ার যে অসাধারন খেলা দেখালেন :)

শেষের দুটা হরর এপিসোড /:) /:) তবে মর্মার্থ ঠিক আছে :)

LUNAtic (luna) এই শিরোনামের টায় দেইখেন ছাদ থেকে পরে না যায় যেন :P :P

অসাধারন ভাল লাগল ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩

শিশু বিড়াল বলেছেন: আপু ডাকতে পারেন... কারন আমি তো ভাইয়া নই।

ছাদ থেকে পড়বে না। কারন এই কাজটা আমি প্রায়ই করি। এখনও পড়িনি :)

ধন্যবাদ আপনাকে :)

৩১| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:২৯

মুদ্‌দাকির বলেছেন:

আমার হিসাবে

১) Blue

২) sink into moon light

৩) hope

৪) revenge

৫) pain / dull pain / hate


ব্যায়াদপি মাফ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.