নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: আমার আঁকা কিছু ছবি (কাকের ঠ্যাং বকের ঠ্যাং...) পর্ব-৩

৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

Broken







এই পর্বে আমি আমার নিজের সবচেয়ে প্রিয় ছবিটির গল্প বলব। লিওনার্দো দ্যা ভিণ্চির কাছে মোনালিসা যেমন, আমি তার তুলনা্য় কিছুই নই তবে আমার এই Broken (ভেঙে পড়া মানুষ) ছবিটিই আমার মোনালিসা, এতে কারো আপত্তি থাকুক বা না থাকুক আমার কিছু যায় আসেনা :)



এটা আঁকার পর মেডিকেল এ যখন নিয়ে যাই আমার ৩ জন প্রফেসর ৩ ধরনের ব্যাখ্যা প্রদান করেন।



মেডিসিন এর প্রফেসর: "আমার ধারনা এই মানুষটির carcinoma (cancer) হয়েছে, তাই সে এভাবে ভেঙ্গে পড়েছে। বৃদ্ধ মানুষ অসুখে ভুগে মাথার চুল সব পড়ে গিয়েছে। তবে মানুষটি আরোও একটু শুকনা পাতলা হওয়া উচি্ৎ ছিল। After all, he is a patient of cancer."



:D আমি কেবলার মত হেসে বললাম, "জ্বি স্যার, ঠিক বলেছেন"



এরপর গেলাম psychiatry (মনোরোগ) এর প্রফেসর এর কাছে। তিনি বললেন: "এটা তো পরিষ্কার Depression (বিষন্নতা) এর কেস, সাথে কিছুটা suicidal tendency ও থাকতে পারে। আমাকে একটা এমন এঁকে দিওতো, চেম্বারে টাঙিয়ে রাখব। কিন্তু তার আগে বল, তুমি এমন ছবি আঁকলে কেন? তুমি ঠিক আছ তো?"



এবারো আমি আমার বিলাই মার্কা হাসি দিয়ে বললাম, "জ্বি স্যার আমি খুবই ভাল আছি।" বলে কোনমতে দৌড়! ডাক্তার হয়ে নিজের হাসপাতালে পাগলদের ওয়ার্ডে ভর্তি হবার কোন সখ আমার নেই। :P



এরপর গেলাম সার্জারীর প্রফেসরের কাছে, তিনি বললেন, "এর নিষ্চয়ই generalized lymphoma (সারা শরীরে ছোট ছোট টিউমার হয় এরকম একটি রোগ) হয়েছিল সেগুলো ফেটে গিয়ে এভাবে বেচারা কষ্ট পাছ্ছে। এর ইমেডিয়েট অপারেশন দরকার!!"



আমি আর এবার তেমন কিছু না বলে শুধু একটু হেসে বের হয়ে এলাম।



ডাক্তারদের কমন রুমে ফিরার পর সবাই জানতে চাইল কে কি বলল, বললাম সব, সবাই খুব প্রশংসা করেছিল। একজন বলল, "তুমি যে সারা মেডিকেল এ একটা ন্যাংটা ব্যাটার ছবি নিয়ে ঘুরলা তোমাকে কে্উ কিছু বললনা?? আসলেই তুমি পার"।

এটা বলার পর আমারও খেয়াল হল, আরে তাইতো!! :-/

আসলেইত স্যারেরা তো বটেই, রোগীরাও খেয়াল করেনি যে এটা একটা নগ্নচিত্র। :P

যাক গে, সবমিলিয়ে বেশ মজাই হয়েছিল :) :) :)



ডাক্তাররা বোধহয় একটা পর্যায়ে মানুষের কষ্ট চোখে দেখলেও উপলব্ধি করতে পারেনা। হয়তবা আমিও একসময় এমন হয়ে যাব, হয়ত হবনা। তবে আমি এমন হতে চাইনা, এটুক জানি। দেখা যাক সামনে কি হয়।



অনেক ধন্যবাদ আমার এই ছবিটি দেখার আর এর গল্পটুকু পড়ার জন্যে :)

মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার ||

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

না পারভীন বলেছেন: সুন্দর হইছে । স্কিনে দেখান নাই ?

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

শিশু বিড়াল বলেছেন: হাহাহাহা...না ভাই..স্কিন এ আর দেখাই নাই, পরে কি না কি বলে বসে বলা যায়না :)

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

আধখানা চাঁদ বলেছেন: ভাই, আপনে এত গুণ নিয়া কেমনে ঘুমান ???

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

শিশু বিড়াল বলেছেন: লজ্জা দিলেন ভাই :).... আমি যেনো আরো ভাল আঁকতে পারি দোয়া করবেন :)

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

এ্যাংগরী বার্ড বলেছেন: পারসোনাতে দেখিয়েছেন?? কানিজ আপা কে???
মনে হয় শীতের ড্রাই স্কিন, লোশান্‌ লাগবে। =p~ =p~ =p~
---- জোকিং।

সুন্দর আর্ট। আপনি প্রতিভাবান।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

শিশু বিড়াল বলেছেন: হাহাহাহাহা...ভাল বলেছেন :) পারসনা জায়গাটি আমার পছন্দের নয় আসলে, পরে দেখা যাবে উনি আমার ছবির উপরেই কিসব মাখানো শুরু করবেন!!

আপনাকে ধন্যবাদ :)

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

যায় যায় গোধূলি বলেছেন: আমার ধারণা মানুষটার অনেক যন্ত্রণা হচ্ছে গা এর মধ্যে বিরক্তি তে আর সব দিকে বাধার মাজগে পরে কামড়াচ্ছে।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

শিশু বিড়াল বলেছেন: অনেকখানি হয়েছে :) আপনাকে ধন্যবাদ

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

বসীর বলেছেন: ভালো....

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮

৮ই ফাল্গুন বলেছেন: আপনার প্রফেসররা সবাই সঠিক বলেছেন। কারণ এই ভেঙ্গে পরাটা সার্বজনীন, লোকটি তার মানসিকতা আর পরিপার্শ্ব সব কিছু নিয়ে যন্ত্রণায় আছে। সবাই যার যার দিক থেকে সঠিক বলেছেন। :)

তবে ১ টা কথা কি, সাইকোলজিক্যাল অবস্থা সবার সমান নয়। নিজের যত্ন নিবেন।

শুভকামনা রইল।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

শিশু বিড়াল বলেছেন: হ্যা তা তো আমিও জানি ওনারা যার যার দিক থেকে ঠিক বলেছেন :) আপনার শুভকামনার জন্য ধন্যবাদ :)

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ছবিটি অসম্ভব সুন্দর হলেও নিখুত নয়। আমার চোখে বাঁ হাতের আঙুলগুলো একটু বড় বড় মনে হয়েছে আর আঙুলের ভাঁজ এ মনে হচ্ছে একটু সমস্যা আছে। আর একটা জিনিস সেটা হলো ঘাড়। মানুষের কি এতো বড় ঘাড় হয়?

আমার দেখার দৃষ্টি কি ভুল? আমি কিন্তু আর্ট বুঝি না। দেহের অন্য সব জায়গার ভাঁজ এতো সুন্দর এবং একজন নির্মেদী লোক (যাকে দেখলে মনেই হবে একজন এথলেট) যন্ত্রণায়, কষ্টে কাতর যে হঠাৎ করে বাস্তব মানুষের মতোই মনে হয়।

দোয়া রইলো, আরো ভালো আঁকেন।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩

শিশু বিড়াল বলেছেন: আসলেইতো...আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ভুলগুলো ধরিয়ে দিবার জন্য, এরপর থেকে এব্যাপারগুলো আরো সাবধানে আঁকব :)

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬

নীল-দর্পণ বলেছেন: ডাক্তাররা এত সুন্দর আঁকাআঁকি করে বা করতে পারে আপনাকে দেখেই বুঝলাম :)

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

শিশু বিড়াল বলেছেন: ডা্ক্তার তো হলাম এই কিছুদিন আগে (পাস করলাম আরকি) আর ছবি তো আঁকছি যেদিন হাতে প্রথম পেন্সিল নিয়েছি সেদিন। পারবনা কেন? :) ধন্যবাদ আপনাকে :)

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

পণ্ডিত মশাই বলেছেন: মুগ্ধ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

শিশু বিড়াল বলেছেন: :#> :#> :#>

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

Kawsar banggalii007 বলেছেন: আমি এর সঠিক ব্যাখ্যা দিতে পারবো।লোকটির শরীরে টিউমার থেকে ক্যান্সার হইছে।একারণে সে শারিরিক এবং মানসিক ভাবে বিপর্যস্ত।তাই সে সুইসাইড করতে চাইছে।হাহাহা।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

শিশু বিড়াল বলেছেন: আপনি তো আমার সার্জারীর প্রফেসর এর মত কথা বলছেন ভাই!!!

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

আমিনুর রহমান বলেছেন: Broken (ভেঙে পড়া মানুষ) দেখে আমি মুগ্ধ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪

রুদ্র মানব বলেছেন: মনরোগ প্রফেসারের মন্তব্যটাই আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে :-/

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

শিশু বিড়াল বলেছেন: আমারও :)

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

শার্লক বলেছেন: এবার মানুষের ঠ্যাং দেখতে পাচ্ছি। :) জটিল হয়েছে। বেশি বেশি ছবি আঁকুন। ভাল থাকুন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :) আপনিও ভাল থাকুন :)

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

একজন আরমান বলেছেন:
পড়লাম।
আচ্ছা আপনার ছবির মধ্যে কি একজন মানুষের মানসিক যন্ত্রণার চিত্র তুলে ধরতে চেয়েছেন? নাকি অন্য কিছু?
আমার কাছে মনে হচ্ছে মানুষটা অনেক মানসিক যন্ত্রণার মধ্যে আছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

শিশু বিড়াল বলেছেন: হ্যা, মানসিক যন্ত্রনাই বলতে পারেন :)

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধ হলাম

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

শ্রাবণ জল বলেছেন: এই মানুষটির carcinoma হয়েছে,তবে তার আগে generalized lymphoma হয়েছিল সেগুলো ফেটে গিয়ে এভাবে বেচারা কষ্ট পাচ্ছে।

এবং এত অসুস্থতার কারণে সে Depression এ ভুগতেসে, সাথে কিছুটা suicidal tendency ও থাকতে পারে।

:) :) :)

আপনার আঁকা ছবিটা দেখে আসলে ৩ টাই মনে হচ্ছে সত্যি। :)

ছবিটা সুন্দর এঁকেছেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

সিদ্ধার্থ. বলেছেন: এই ছবিটা আর দ্যা স্ক্রীম ছবিটার বিষয় বস্তু আমার কাছে একই লাগলো ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

শিশু বিড়াল বলেছেন: আমার সব ছবিগুলেোর বিষয় বস্তু মোটামুটি একই.... "কষ্ট"... :)

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

খেয়া ঘাট বলেছেন: Just two words incredibly beautiful.......

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

প্রিন্স হেক্টর বলেছেন: ভাগ্যিস ডাক্তারী পড়িনাই। ডাক্তারদের মাথায় খালি অসুখ বিসুখ থাকে। আমি ইঞ্জিনিয়ারই ভালো /:)

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

শিশু বিড়াল বলেছেন: :)

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

ঝটিকা বলেছেন: জটিল। কেউ কেউ দুএকটা ভুল ধরেছে, ওগুলো ব্যাপার না। চিন্তটা অসাধারন লাগল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২২| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০২

ঝুমকু বলেছেন: আপনার কি কোনো কারনে তখন খুব হতাশা জেগেছিল?আমি ছবি টবি বুঝি না কিন্তু ছবিটা দেখে মনে হলো জীবনের অনেকগুলো আশা ভেঙে যাবার কষ্ট ।যখন আর কিছুই করার নেই।শুধু বেঁচে থাকা ছাড়া।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

শিশু বিড়াল বলেছেন: হয়ত জেগেছিল, হয়ত না :)

২৩| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:২০

মুদ্‌দাকির বলেছেন: আসলে উনারে মশা কামড়াইসে, চুলকাইতে চুলকাইতে ব্যাচারার এই অবস্থা ..............................।

অসাধারন , অসাধারন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.