নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

রাজাকার আবদুল কাদের মোল্লার ফাসি চাই

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০





ছবি আঁকা যত সহজ, এই দেশের ন্যায্য বিচার হওয়াও যদি ততই সহজ হত কতই না ভাল হত। আর কিছু না পারি, আমার কল্পনায় এই রাজাকার কে নাহয় আমিই ফাঁসিতে ঝোলালাম।



(ছবির শৈল্পিক গুনাবলী বিচার করবেন না। আধঘন্টায় সময়ে আঁকা, শাহবাগে যাবার অনেক ইচ্ছা ছিল, না যেতে পেরে বাসায় বসে ছবি এঁকে প্রতিবাদ করলাম।)

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।+++++++

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

খুব সাধারন একজন বলেছেন: এমন বিচার করল কে?
কসাইটারে ঝুলায় দে।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

চৌকশ বলেছেন: চমৎকার একটি পোষ্ট এর সাথে অতি চমৎকার একটি ছবি দেবার জন্য ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

শার্লক বলেছেন: বাস্তবে দেখতে চাই।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:
কসাইটার ফাঁসি চাই

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

শিশু বিড়াল বলেছেন: সবাইকে অনেক অনেক ধন্যবাদ :)

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

ফকির সাইঁ বলেছেন: শাহাবাগে গেছালা নি ডাকতার শিশু বিড়াল X( X(( ;)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

শিশু বিড়াল বলেছেন: হ্যা গিয়েছিলাম, কিন্ত বেশিক্ষন থাকতে পারিনি।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

একজন আরমান বলেছেন:

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

যাযাবর৮১ বলেছেন:





গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চমৎকার কার্টুন!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.