নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: আমার আঁকা কিছু ছবি (কাকের ঠ্যাং বকের ঠ্যাং...) পর্ব-৬

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯





আমার এক ব্লগার ভাই এর অনুরোধে ঢেকি স্যরি ছবি আঁকলাম! কেন আমাকে সে এই ইঁদুরছানা আঁকতে বলেছিল জানিনা এখনও। তবে সবসময় সিরিয়াস কিছুই যে আঁকতে হবে এমন তো কোন কথা নেই তাই না। একটু আগে নার্স এসে আমাকে এই বস্তু আকঁতে দেখে এমন ভাবে তাকাল যেন আমাকে গাইনি ওয়ার্ডের ডা্ক্তার না হয়ে সাইকিয়াট্রিস্ট বিভাগের রোগী হওয়া দরকার ছিল!!/:)/:)

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

একাকী সমুদ্রে বলেছেন: জেরির ছবি দেখে ভিতরে ঢুকলাম। আপনার নার্সরে বইলেন তারে নিজেরে সাইক্রিয়াটিস্ট দেখাইতে। আমি এখনো নিয়মিত এই কার্টুনটা দেখে থাকি। ভাল হইছে। প্লাস নেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

শিশু বিড়াল বলেছেন: নিলাম প্লাস! : :#) :#)

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

একজন আরমান বলেছেন:
চমৎকার।
আপু আপনার আকা সব ছবিই অসাধারণ হয়। :)

একটু আগে নার্স এসে আমাকে এই বস্তু আকঁতে দেখে এমন ভাবে তাকাল যেন আমাকে গাইনি ওয়ার্ডের ডা্ক্তার না হয়ে সাইকিয়াট্রিস্ট বিভাগের রোগী হওয়া দরকার ছিল! =p~ =p~ =p~

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

শিশু বিড়াল বলেছেন: লজ্জা পাচ্ছি :)

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

শূন্য পথিক বলেছেন: অসাধারন! + দিলুম

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

চাণক্য হিম বলেছেন: শিশু বিড়াল হয়ে ইঁদুরের ছবি আঁকায় তীব্র প্রতিবাদ জানাইলাম।




গোপনে বলি- পিলাচ দিছি কিন্তুক! ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

শিশু বিড়াল বলেছেন: চাপে পড়ে আঁকা.... ধন্যবাদ :)

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

সাদা রং- বলেছেন: আমার আব্বু টম এ্যান্ড জেরি খুব খালো পায়, তার ছবির সাথে একটা একে দেয়েন তো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

শিশু বিড়াল বলেছেন: আর বিপদে ফেইলেন না ভাই...

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

মুক্তির মিছিল বলেছেন: শিশু বিড়ালেই এত্ত সুন্দর আঁকে!!!এই বিড়াল বড় হলে অনেক বড় আঁকিয়ে হবে ইনশাল্লাহ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

শিশু বিড়াল বলেছেন: শিশু বিড়াল আর বড় হবেনা সরাসরি বুড়ি হবে...দোয়া করবেন। :)

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

আশরাফ উদ্দিন বলেছেন: জেরীর এক্সপ্রেশন টা একটু ব্যাখ্যা করবেন? ও কি টম কে দেখে ভয় পেলো?
জেরী টা দেখতে অনেক সুন্দর হয়েছে, একদম রিয়েল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

শিশু বিড়াল বলেছেন: ভয় পায়নি, কিছুক্ষন আগে টম এর মাথায় একটা বাড়ি মেরে এসেছে তাই এত আনন্দে আছে।

আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

তারছেড়া লিমন বলেছেন: জেরিরে মুই ভালাপাই...............

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

শিশু বিড়াল বলেছেন: আমিও ভালা পাই :)

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:
টম কোথায় হপে না !!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

শিশু বিড়াল বলেছেন: টম নাই আপাতত আমাকে নিয়েই খুশি থাকেন :P

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

ফকির সাইঁ বলেছেন: বালা ঐচে, বালা ইচে......হে হে হু হু.... :-* ;) ;)

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

একজন আরমান বলেছেন:
সত্যি বলছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

শিশু বিড়াল বলেছেন: :) :) :)

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:
লেখক বলেছেন: টম নাই আপাতত আমাকে নিয়েই খুশি থাকেন :!> :!> :!> :#> :#> :#>

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

শিশু বিড়াল বলেছেন: :-B

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০

শার্লক বলেছেন: bolar opkhkhe rakhe na je darun hoise....plus.

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

শিশু বিড়াল বলেছেন: thanks a lot :)

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আর একটা ইঁদুরের ছবি এঁকে ওই নার্সকে উপহার দেন। দেখবেন (বিবাহিত আর ছেলে মেয়ে থাকলে) আনন্দে গদগদ হয়ে ছবি নিয়ে ছেলে-মেয়েকে দিয়ে দিয়েছে। বাসায় যেয়ে বলবে, আমার ডাক্তার আপা, তোমার জন্য এঁকে দিয়েছে। খুবই সুন্দর হয়েছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

শিশু বিড়াল বলেছেন: হ্যা... আমার তো আর কোন কাজ নেই ... ধন্যবাদ :)

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

খায়ালামু বলেছেন: আপনার আকা ছবিগুলো ভালো লাগলো.।.। অনুসারিত দিলাম :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৬

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

প্রিন্স হেক্টর বলেছেন: জট্টিলস

লন লন ৫ম + লন :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

শিশু বিড়াল বলেছেন: লইলাম :)

আপনাকে অনেক ধন্যবাদ।

১৭| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৭

আমিভূত বলেছেন: ওয়াও কি কিউট :) এটা আমি প্রিয়তে নিলাম ।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

শিশু বিড়াল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.