নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সকল ডাক্তারদের উদ্দেশ্যে বলছি। আমরা কি কিছু করতে পারিনা?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

মানবসেবাই আমাদের ধর্ম। এর চেয়ে বড় কোন ধর্ম আমাদের নেই। একমাত্র আমরাই পারি একজন মানুষের পাশে নিরপেক্ষ ভাবে দাড়াতে। সেই মানুষ যে বর্নেরই হোক, যে গোত্রেরই হোক, হোক ধনী কি দরিদ্র, হোক যেকোন রাজনৈতিক দলের,হোক সে আমাদের চরম শত্রু আমরা তাকে ফিরিয়ে দেইনা বা দিতে চাইনা। আমরা চাই বা না চাই আমাদের ৫ বছরের ডাক্তারিবিদ্যা আমাদের এটুকু নিরপেক্ষ করতে পেরেছে বলে আমি বিশ্বাস করি। আমার মনে হয় আমাদের এই নিরপেক্ষ হতে পারার যে বিশেষ গুন বা বৈশিষ্ট তা এই মুহুর্তে বড়ই প্রয়োজন। দেশের স্বার্থে আমরা কি পারিনা দলমত নির্বিশেষে সবাই একসাথে দাড়াতে?? বর্তমানে সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করার জন্য এরকম কিছু মানুষ খুবই দরকার যারা নিজের স্বার্থ, চাহিদা, আরাম আয়েশের চেয়ে অন্যকিছুর প্রাধান্য আগে দিতে পারে। মন থেকে না চাইলেও আমরা মানুষের কষ্ট দেখলে যেমন তার পাশে দাড়াই (কারন আমাদের এটাই শেখানো হয়েছে), আমরা কি পারিনা একসাথে হয়ে কিছু করতে??



আমার সকল ডাক্তার বন্ধুদের উত্তরের অপেক্ষা্য রইলাম।



কিছু প্রস্তাব:



আমি এর আগে একটি পোস্টে কিছু কথা বলেছিলাম যার মুল বক্তব্য এটাই ছিল যে একজন আরেকজনের পশ্চাৎদেশে কালিমা না লেপন করে কিভাবে শান্তি আনা যায়। আর আমার একার প্রস্তাবে কিছু বাস্তবায়ন হবে সেই দুঃসাহস আমার নেই। সবার সহযোগীতা পেলে কিছু করা যেত।



Click This Link

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

জাকারিয়া মুবিন বলেছেন:
আপনি নিজে যদি কিছু প্রস্তাবনা দিয়ে শুরু করতেন তাহলে মনে হয় ভাল হত।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

শিশু বিড়াল বলেছেন: আমি সরাসরি কোন প্রস্তাব দিব এতটা যোগ্যতা আমার আছে বলে আমি মনে করিনা তবে সবাই মিলে কিছু একটা করা যায় আমার ধারনা।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

জাকারিয়া মুবিন বলেছেন:
সেল্ফ কনফিডেন্সই যদি না থাকে তাইলে আন্দোলন করবেন কার ভরসায়??!!

আপনি ২টা প্রস্তাব দিলেই না অন‍্যেরা আরও চারটা যোগ করবে।

উদ‍্যোক্তার মাথায় আইডিয়া না থাকলে কেমনে হবে?

নিজেকে ছোট করে দেখার কিছু নাই। এই যে আইডিয়াটা আপনি শেয়ার করলেন, কই আপনার আগে তো কেউ করেনাই!!
তারমানে নিজেকে যতটা বোকা দেখাতে চাচ্ছেন ততটা নন।

শেয়ার সামথিং উইথ ওপেন মাইন্ড ডিয়ার, ডোন্ট হেজিটেট এট অল।

"করিতে পারিনা কাজ,
সদা ভয়, সদা লাজ,
সংশয়ে সংকল্প সদা টলে,
পাছে লোকে কিছু বলে" এমন মানসিকতা থাকলে ঝেড়ে ফেলেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

শিশু বিড়াল বলেছেন: সমস্যা হল আমার যেই মানসিকতা তা আর কারও আদৌ আছে কিনা আমি ঠিক জানিনা। আমি একই সাথে সব দলের রাজাকারদের ফাসি চাই। দেশে য্ত অন্যায় অবিচার হয়ে আসছে তাদের বিচার চাই এবং আমি কোন রাজনৈতিক দলকে সমর্থন করিনা, "না" ভোট দিই। আমি চাই এই দেশের দু্ই প্রধান নেত্রী হয় একে অন্যের সাথে শান্তিপুর্ন ভাবে কাজ করবেন নাহলে রাজনীতি করা ছেড়ে দিবেন। কারন গদির মানুষদের কখনই কোন ক্ষতি হয়না। যা কিছু ঝামেলা, ভুক্তভোগী আমরা সাধারন মানুষরাই।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু প্রস্তাবনা থাকলে ভাল হত।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

শিশু বিড়াল বলেছেন: গদির মানুষদের বয়কট করতে চাই। সব রাজাকারের ফাসি চাই। দেশে শান্তি চাই।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

জাকারিয়া মুবিন বলেছেন: মানসিকতা তো আমার সাথে মিলে গেল, মনে হয় আরো অনেকের সাথেই মিলবে। আলোচনা না করলে আরেকজনের মানসিকতা বুঝবেন কিভাবে?!

নদীতে কতটুকু পানি তা বুঝতে হলে, আগে নদীতে নামতে হবে।


যাই হোক অনেক জ্ঞান দিলাম। আর না...

আশা করি আমার ব্লগে গিয়ে কিছু জ্ঞান বিতরণ করে আসবেন।
ইট ওয়াজ নাইস টু ডিসকাস উইথ ইউ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

শিশু বিড়াল বলেছেন: the pleasure is all mine

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আমি তুমি আমরা বলেছেন: স্পেসিফিক প্রস্তাবনা প্রয়োজন। পয়েন্ট আকারে পোস্টে দিয়ে দিন।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

সিবাক বলেছেন: ""মানবসেবাই আমাদের ধর্ম। এর চেয়ে বড় কোন ধর্ম আমাদের নেই। একমাত্র আমরাই পারি একজন মানুষের পাশে নিরপেক্ষ ভাবে দাড়াতে, একমাত্র আমরাই পারি মানুষকে বাচাতে,
আরে বাচা-মরা তো সব আমাদের হাতেই!""

বাহ্‌, ভালই তো, কত নতুন নতুন ধর্ম আসতেস

-----------------------------------------------------------------------

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

শিশু বিড়াল বলেছেন: আপনি কি আমার কথাটা বিকৃত ভাবে নিলেন?? :( আমি কিন্তু কোথাও এমন বলিনি যে বাঁচা মরা আমাদের হাতে। দয়া করে গায়ে পড়ে ঝগড়া করবেন না।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২

ফকির সাইঁ বলেছেন: Your proposal is really good yaar, but here i narrate a relevant tragedy that happened last week by a specialized hospital, named "Care Hospital"
one of my students' mother, she was appeared a light brain stroke, we admitted her at DMCH and after three days, they release her, because she almost became cured bur her resident is far from this city so she admitted in Care Hospital by influenced a doctor who known from them.......and it is really pathetic news that she is no more,she leave us some days ago...

Where DMCH gave her release as she was almost cured needed a dealing of nourishment but Care Hospital did what? it is killing, a business of killing, you can't imagine how much money they taken from this victim !!! Moreover one news give us more pain that Doctor, who influenced them, he did it for commission (only for money!!! )

where is the humanity,where is the honesty! it is nothing but an example, we expect from you guy, a much much better service.

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬

ফকির সাইঁ বলেছেন: তোমার লেখাটা দেখে আবার চলে আসলাম ;) ;) ;)

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬

ফকির সাইঁ বলেছেন: তোমার লেখাটা দেখে আবার চলে আসলাম ;) ;) ;)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

শিশু বিড়াল বলেছেন: আপনার কথা সত্য। কিছু কিছু ডাক্তার আসলেই এমন কাজ করে যার কারনে পুরো ডাক্তার জাতির বদনাম হয়। তবে আমি যে এমন না এব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আর আশার কথা এই যে এখনও ভাল ডাক্তারের সংখ্যাই বেশি :)

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

ফকির সাইঁ বলেছেন: জানি তুমি এরকম নাহহহহহহ......আমার মনে হয় তুমি আমার বেচ-মেট ওর ২/১ ইয়ারের সিনিয়র, তুমিও আমাকে তুমি বলতে পারো---সেম এজদের আপনি বলতে আমার ইয়ে সরম লাগে :-* :P :-P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

শিশু বিড়াল বলেছেন: কোন সমস্যা নেই। আপনি তুমি করেই বলুন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.