নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

আবারও বাসে ধর্ষন! এবার বাংলাদেশে!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

Click This Link



সাব্বাস! এই না হলে বাংলাদেশ! ভারত কে নকল করার প্রবনতা আমাদের শাড়ি, গয়না, সাজগোজ থেকে শুরু করে সিনেমা হয়ে এখন ধর্ষন করার "ইসটাইল" এও পৌছেছে। স্বামী সাথে থাকলেই যে মেয়েরা ধর্ষিত হবেনা তারও এখন আর নিস্চয়তা নেই।



কোথায় যাচ্ছি আমরা?? কোন রসাতলে?? নাকি নর্দমায় ডুবে খাবি খাচ্ছি কিন্তু নিজেরা ভ্রুক্ষেপও করছিনা?? আর কত??



(যদি লিংক কাজ না করে, তবে নিচে পড়ুন)



প্রথম আলো পত্রিকা হতে নেয়া



সাভারে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে বাসচাপায় হত্যার অভিযোগ



নিজস্ব প্রতিবেদক, সাভার | তারিখ: ২৩-০২-২০১৩



রাজধানীর অদূরে সাভারে একটি মিনিবাসে এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে তাঁকে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত বারোটার দিকে সাভারের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই গৃহবধূর স্বামী দাবি করেছেন।

গৃহবধূর স্বামী দাবি করেন, গতকাল রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজার সামনে থেকে আশুলিয়ার জিরানি যাওয়ার উদ্দেশ্যে গ্রামীণ সেবা পরিবহনের একটি মিনিবাসে ওঠেন তাঁরা। কিছুক্ষণ পর সাতজন দুর্বৃত্ত বাসের দরজা বন্ধ করে আলো নিভিয়ে দেয়। দুর্বৃত্তরা তাঁকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। বাসটি সাভারের শিমুলতলী এলাকায় পৌঁছানোর পর আত্মরক্ষার্থে বাসের জানালা দিয়ে তিনি ও তাঁর স্ত্রী লাফিয়ে পড়েন। পরে তাঁর স্ত্রীকে চাপা দিয়ে পালিয়ে যায় মিনিবাসটি।

গৃহবধূর স্বামী আরও দাবি করেন, আহত অবস্থায় তিনি তাঁর স্ত্রীকে প্রথমে স্থানীয় সুপার ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় ক্লিনিকটি তাঁর স্ত্রীকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। সেখান থেকে তাঁকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হলে তারাও চিকিত্সা দিতে অপরাগতা জানায়। পরে ল্যাবজোন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গৃহবধূর স্বামী জানান, সকালে সাভার থানা পুলিশকে বিষয়টি জানানো হলে তারা লাশ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সাভার থানার সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যায়। তবে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা জেনেছি। সাভার থানার পুলিশের দুটি দল মাঠে কাজ করছে। বাসটি আটকসহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।’

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: লিন্কে তো যাওয়া যায় না :-* :-*

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

শিশু বিড়াল বলেছেন: লিংক তুলে নিয়ে আসছি। এবার দেখুন।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: এই বিষয় নিয়ে ডিসেম্বর জানুয়ারি মাসে বেশ একটা জনমত হয়েছিলো । আমাদের সামুর বিভিন্ন পোষ্টের কারনেই । কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এটা নিয়ে মানব বন্ধন ও প্রতিবাদ হওয়ার পরও সরকার কোন আমলেই নেয় নি ! শাহবাগ ইস্যুর কারনে বিষয়টি ঝিমিয়ে পড়েছে । অনেক হতাশ লাগে মাঝে মাঝে ।
টেকনাফ থেকে তেতুলিয়া,নরপশুদের নিঃশ্বাসে বিষাক্ত সমগ্র বাংলাদেশ,বাঙালী প্রতিবাদী হও । স্কুলে থাকতে আমাদের একটা গ্রুপ ছিল , একটা প্লান ছিল । ছোট বয়সে সহজভাবে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম ‘’ যখন আমাদের যথেষ্ট টাকা পয়সা এবং ক্ষমতা হবে , এই ধরনের যে সকল জানোয়াররা যারা গতানুগতিক ধারায় শাস্তি পাবে না , তাদেরকে আমাদের একটা অ্যাসাসাইন গ্রুপ থাকবে , তারা সরাসরি যে শাস্তি পাবে তাদেরকে সে শাস্তি দেওয়া হবে । আর এই ধরনের জানোয়ারদের খুন করে ফেলব । কোন কথা নাই । আর একটা মেসেজ দেওয়া হবে সাথে যে এই ধরনের জানোয়ারদের মত যারা করবে তাদের পরিনতি এরকমই হবে । আমি নিশ্চিত এরকম কয়েকটি উদাহারন কয়েকবার প্রতিষ্ঠা করা হলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে । আইন নিজের হাতে তুলে নিবেন না , এইসব সুইজারল্যান্ড মার্কা বানী আমাদের দেশে নিতান্তই অকার্যকর ।‘’
আমি জানি ঐ বয়সের এই প্লান হাস্যকর মনে হলেও , এখন কেন যেন মাঝে মাঝে মনে হয় , খুব একটা ভুল প্লান ছিল না ।


ভালো থাকবেন ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

শিশু বিড়াল বলেছেন: আপনার প্ল্যান আমার পছন্দ হয়েছে। আবার কখনো এমন কিছু করতে চাইলে আমাকে অবশ্যই নিবেন।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

শার্লক বলেছেন: ব্রাভো বাঙালী ব্রাভো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

শিশু বিড়াল বলেছেন: :( :( :(

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

নায়করাজ বলেছেন: ভালোভাবে লিংক দেন। লিংক কাজ করছে না।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ভোলার ডাইরী বলেছেন: X( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই X(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

শিশু বিড়াল বলেছেন: রাখেন আপনার সোনার বাংলা... এদের জ্যান্ত পুতেঁ ফেলা দরকার।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১

আমি তুমি আমরা বলেছেন: মানুষ কি করে এতটা বিকৃত মানষিকতার হয়?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

শিশু বিড়াল বলেছেন: আমি জানলে তো হতই...

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

সাদনান সারওয়াত বলেছেন: এইগুলা কিন্তু কিছু অরুচিকর গল্প এবং অশ্লীল ভিডিও এর কারনেই হচ্ছে

বেশিরভাগ ভিডিও এবং গল্পে দেখান হয় যে খুবই সহজে একজন পুরুষ আরেকজন নারীকে Seduce করে ফেলে

আর এটাকে নকল করতে গিয়েই যখন সত্যিকারের নারীরা বাধা দেয় তখন এই লম্পট কাপুরুষ রা ধর্ষণ এর পথে পা বাড়ায়

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

আমিনুর রহমান বলেছেন: আর ভালো লাগে না :(



এবার আর প্রতিবাদ নয় এদের প্রতিরোধে নামতে হবে।
ঢাকা সহ সারাদেশে ব্লগারদের উদ্যোগে ধর্ষণসহ নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলোর মিছিলের কর্মসূচী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.