নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: আমার আঁকা কিছু ছবি (কাকের ঠ্যাং বকের ঠ্যাং...) পর্ব-১০

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০



Life lies within (3-3-13)



অনেক দিন পরে বড় কাগজে একটা ছবি আকঁলাম, মাঝে সত্যিকারের আঁকাআঁকি একপ্রকার বন্ধ ছিল। কারন অজানা।

মন্তব্য ৮১ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ B:-)

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ স্বর্না। তুমি কিন্তু এখনও আমাকে বলনি তোমার ছবির এই মেয়েটা কে :)

২| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

মাথাল বলেছেন: প্রতিভাবান ব্যক্তিত্ব।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

শিশু বিড়াল বলেছেন: কী যে বলেন! ধন্যবাদ আপনাকে :)

৩| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩

গ্রাম্যবালিকা বলেছেন: এইটা কাকের ঠ্যাং?! B:-)

টাস্কিত! :)

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

শিশু বিড়াল বলেছেন: আমার কাছে আমার সব ছবিই কাকের ঠ্যাং। :)

ধন্যবাদ আপনাকে :)

৪| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

ঝুমকু বলেছেন: খুব সুন্দর ।কেন ভাল লাগল জানিনা কিন্তু ভাল লাগল।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

শিশু বিড়াল বলেছেন: আমিও জানিনা কেন এঁকেছি। এঁকেছি এটুক জানি :) ধন্যবাদ :)

৫| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

Shihab Khan বলেছেন: খুব সুন্দর হয়েছে।

Click This Link

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৬| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রথম লাইক আমি দিলাম। এবার আপনাকে আমি খুব বড় মাপের একজন শিল্পী হিসেবে যদি স্যালুট না জানাই তবে আমার বিবেকের কাছে একরকম দ্বায়বদ্ধতা থেকে যাবে।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮

শিশু বিড়াল বলেছেন: ভাইজান আর লজ্জা দিয়েন না। :#>

অনেক অনেক ধন্যবাদ :)

৭| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

Kawsar Siddiqui বলেছেন: সুন্দর একে ছেন !!!! :) :) :)

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৮| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

সাদা রং- বলেছেন: এ ছবির তুলনায় অন্যছবিগুলো আরো বেশী সুন্দর।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

শিশু বিড়াল বলেছেন: তাই... :) ধন্যবাদ :)

৯| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০১

ইলুসন বলেছেন: চমৎকার। একদম অন্যরকম সুন্দর হইছে।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১০| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

আন্ধার রাত বলেছেন:
ছবি সুন্দর হয়েছে, তবে ছবিতে বাচ্চাদের বাপের ছবি নাই কেন ;)

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

শিশু বিড়াল বলেছেন: কারন এখানে বা্চ্চার বাপের কোন প্রয়োজন আমি দেখিনি তাই।

ধন্যবাদ :)

১১| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১০

সোহানী বলেছেন: +++++++

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১২| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

মাক্স বলেছেন: নাইস!
৪র্থ প্লাস!!

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৩| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮

আমিনুর রহমান বলেছেন: কাকের ঠ্যাং বকের ঠ্যাং অনেক চমৎকার হয়েছে।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৪| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

জানতে চায় বলেছেন: nice . amr blog e amontron roilo

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

শিশু বিড়াল বলেছেন: দেখে এলাম :) চমৎকার আঁকেন আপনি। ধন্যবাদ :)

১৫| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

ওই চোরা বলেছেন: ++

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৬| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

জাওয়াদ তাহমিদ বলেছেন: ++++

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৭| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০২

আশরাফ উদ্দিন বলেছেন: - - - - - -

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

শিশু বিড়াল বলেছেন: হাহাহাহা.... ভাইয়া মাইনাস দিলেন যে :)

তাও ধন্যবাদ।

১৮| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১০

রাকীব হাসান বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ B:-)

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৯| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

আশরাফ উদ্দিন বলেছেন: সবাই + দিলে সমস্যা আছে। তাই আমি - দিলাম। এতে আঁকার আগ্রহ আরো বাড়বে।

২০| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি :!> আঁকবেন নাকি? :#> :(

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

শিশু বিড়াল বলেছেন: তুমি ছোট মানুষ জানতাম। এত ছোট তা জানতাম না। :)
আঁকতে পারি। তবে আজ না অন্য একদিন।

২১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:০১

তাসজিদ বলেছেন: বেশ ভাল।
++++++++++++++

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:১৪

ঝটিকা বলেছেন: আপুর মাথায় জমজের চিন্তাটা আসল কেন? সিংগেলও তো হতে পারত। যদিও জমজ আমি খুবই লাইক করি :)। কিছুটা ভিন্চির ছোয়া পেলাম।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

শিশু বিড়াল বলেছেন: আমার জময খুব ভাল লাগে। আর আমার মনে হয় আমার যদি ২টা সুস্থ জময বাচ্চা থাকত তাহলে আর কিছু লাগত না :)

ভিন্চি!!!!!!! আমি মাটিতে গর্ত খোড়া শুরু করব লজ্জায় এখন!!

অনেক ধন্যবাদ আপনাকে :)

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:০৫

শূন্য পথিক বলেছেন: অসাধারন B:-)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২২

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

খায়ালামু বলেছেন: লেখক বলেছেন: আমার জময খুব ভাল লাগে। আর আমার মনে হয় আমার যদি ২টা সুস্থ জময বাচ্চা থাকত তাহলে আর কিছু লাগত না :)
++++++++্

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

শিশু বিড়াল বলেছেন: সত্যি কথা বলতে লজ্জা নেই :)

২৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯

ফকির সাইঁ বলেছেন: দেখো কোন টুইন টা তোমার !!!
[img|http://ciu.somewherein.net/ciu/image/106289/small/?token_id=7e2b0bf034856c9fa777e7389262cff9








০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০৮

শিশু বিড়াল বলেছেন: এগুলো আমার হবে কেন!! কি বিপদ!! X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

২৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:১২

ফকির সাইঁ বলেছেন: তিনি যেন তোমাকে ঘর ভরতি বেবি দেন :) :) :)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:১৮

শিশু বিড়াল বলেছেন: আপনার দোয়া যেন আল্লাহ কবুল করেন। ধন্যবাদ :)

২৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬

ফকির সাইঁ বলেছেন: May Allah confess this prayer And exclude you from our country And settle you in a western country Because they need .................. :P

০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৩

শিশু বিড়াল বলেছেন: :| :|| /:)

যা করব দেশে বসেই করব। খবর পাবেন সময় মত।

২৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৮

ফকির সাইঁ বলেছেন: বুঝছি এই মেয়ে কোন ভাবেই দেশ ছারবে না, ওকে, তাহলে ২/১ টাই এনাফ :P :P :P
এমনিতেই দেশের যেই....... :)

শিশুবি---ডেডিকেটেট ডকটরদের যে কি পরিমান দরকার এই দেশে.....সেটা বুঝা যায় যখন কেউ সিক হয়----

আমাকে একটা সাজেশন দাও তো---"নেশা কিভাবে ছারানো যায় !"




০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

শিশু বিড়াল বলেছেন: নেশা... ব্যাপারটা নির্ভর করে কিসের নেশা তার উপর। তবে হুট করে কোন নেশাই ছাড়ানো যায়না। সময় লাগে।

৩০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৪

মূর্ধন্য বলেছেন: অনেক সুন্দর

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৩১| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৫

আশরাফ উদ্দিন বলেছেন: আপু, জেরীর ছবি কিন্তু প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাকে আর একটা জেরীর ছবি এঁকে দিতে হবে....এবং সেটা ব্লগে এবং ফেসবুকে দেয়া যাবে না। কবে দিবেন বলেন....

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

শিশু বিড়াল বলেছেন: এটাতো ভাইয়া আমার দোষ না। এখন আপনি যদি এই ছবিটা ফকির সাঁই এর আগে প্রোফাইল পিক দিতেন, উনি হয়ত দিত না। আর আমার এক ছবি দ্বিতীয়বার আঁকতে কেমন যেন লাগে :-P :-&
কাজেই কথা দিতে পারছিনা জেরীর ছবিই পাবেন কিনা। অন্য কিছু এঁকে দিব।

৩২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২১

ফকির সাইঁ বলেছেন: @আশরাফ উদ্দিন ::---জেরীর ছবি কিন্তু প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করার মতই হইছে, এক্সিলেনট সো প্রোফাইলে সেটে দিলাম, শিশুবি যদি এর থেকেও ভালো আকে, আর মনে ধরে যায় তবে সেটা দিয়ে দেবো, টেনশিত হোইয়েন না---- আমি এভরিডেই চেনজ হোই, তখন এটা আপনি আপনার প্রোফাইল এ দিবেন, আর এটা ভেবে ভালো লাগছে যে আপনিও এই পিকচারটা লাইক করেছেন--- আমার লাইকিং টা যে সঠিক আছে :P :P :P

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

শিশু বিড়াল বলেছেন: আশরাফ ভাইয়ার লাইক না হবার কারন নাই। এই ছবিটা ওনার জন্যই আঁকা হয়েছিল। আপনি মাঝখানে নাক ঢুকিয়ে আমাকে বিপদে ফেললেন। এখন ভাইয়া আবার আরেকটা জেরী চাচ্ছেন। /:) /:) /:)

৩৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

ফকির সাইঁ বলেছেন: my goodness.........
wait.

৩৪| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

আশরাফ উদ্দিন বলেছেন: খেলি না...আমার একটা পেন্সিল জেরী লাগবে।

৩৫| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

আশরাফ উদ্দিন বলেছেন: @ফকির সাইঁ - আপনি প্রোফাইল পিকচার পাল্টে দিলেন কেন? জেরী কিন্তু মাইন্ড করবে। জেরীর ছবিই ভালো লাগছিলো..

৩৬| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৮

দুঃখ বিলাসি বলেছেন: কাকের ঠ্যাং এ মাইনাস :-0

আর ছবিতে প্লাস। ;)

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১০

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৩৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কাকের ঠ্যাং বকের ঠ্যাং গুলা ভালো পাইলাম+++++++

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৩৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

একজন আরমান বলেছেন:
কান্ডারী অথর্ব বলেছেন:
প্রথম লাইক আমি দিলাম। এবার আপনাকে আমি খুব বড় মাপের একজন শিল্পী হিসেবে যদি স্যালুট না জানাই তবে আমার বিবেকের কাছে একরকম দ্বায়বদ্ধতা থেকে যাবে।


এরপর আমার আর কিছু বলার নেই।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১

শিশু বিড়াল বলেছেন: হিহিহি... আবারো লজ্জা দিচ্ছেন।

অনেক ধন্যবাদ আপনাকে :)

৩৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১

লাভলু জাফর সাদিক চৌধুরী বলেছেন: মনে হয় পেন্সিলে আঁকা। আমিও পেন্সিল স্ক্যাচ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। অসম্ভব ভাল হয়েছে আপনার ছবিটা, থিম আর রঙ মিলে পূর্নতা পেয়েছে। তবে এ ধরণের ছবি সাধারণত জলরঙে আঁকতে দেখা যায় সচরাচর। :)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

শিশু বিড়াল বলেছেন: আমি জলরং পারিনা মনে হয়। কখনও চেষ্টা করে দেখিনি।

৪০| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: I am in love with ur works... just awesome... :)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

শিশু বিড়াল বলেছেন: thank u soooooo much dear....its such an honor to me :)

৪১| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

শ্রাবণ জল বলেছেন: সুন্দর।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৪২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮

জাহিদ হাসান বলেছেন: শুধু আপনার পোষ্টে কমেন্ট দেওয়ার জন্য লগইন করলাম ।

অসাধারন করেছেন ।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬

শিশু বিড়াল বলেছেন: তাই!!! অনেক ধন্যবাদ!! :) :) :)

৪৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৪

অনির্বাণ রায়। বলেছেন: সুন্দর । :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.