নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারদের গ্রুপ ব্লগ চাই! কে কে আছেন হাত তুলুন!!

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯





সামহোয়্যার ইন ব্লগ ওয়েবসাইটের কয়েকজন ডাক্তার ব্লগার আমার মাথায় এই পোকা প্রবেশ করিয়েছেন। এখন আপনাদের সবার সাহায্য কাম্য।



সকল ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট এই ব্লগ গ্রুপের সদস্য হতে পারবে।



গ্রুপটি কি বিষয়ে তার বিবরণ:



মুলত ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টদের সবধরনের সাহায্য করার উদ্দেশ্যেই এই গ্রুপ কাজ করবে। সাহায্য হতে পারে মেডিকেল এ ভর্তি হওয়া থেকে শুরু করে বইপত্র কেনা, পরীক্ষা সংক্রান্ত তথ্য ও পরবর্তীতে পোস্টগ্রাডুয়েশন সম্পর্কিত তথ্য প্রদান করা।



আর যারা মেডিকাল স্টুডেন্ট বা ডাক্তার নয় তারাও এখানে বিভিন্ন অসুখের ব্যাপারে জানতে পারবে। আমার মনে হয় যারা অসুখের ব্যাপারে জানতে চাইবে তাদের "নাম প্রকাশে অনিচ্ছুক" অপশনটি রাখা উচিৎ (অবশ্যই যথার্থ কারনে)



সর্বপরি মেডিকাল ও ডাক্তারি পড়াশোনা ও বিভিন্ন রোগ সম্পর্কিত তথ্য আদান প্রদানের মাধ্যমে সবাইকে যতটা সম্ভব সাহায্য করাই এই গ্রুপের লক্ষ্য।



গ্রুপের নীতিমালা:



১. যেকোন মেডিকেল এর শিক্ষার্থী ও ডাক্তার এই গ্রুপের সদস্য হতে পারবে।



২. মেডিকেল ছাড়াও অন্যরাও সদস্য হতে পারবে। তবে তাদের ব্যাক্তিগত সমস্যা যেন অন্যরা জানতে না পারে সে ব্যাপারে বিশেষ গোপনীয়তা রক্ষা করা হবে।



২. কোন সদস্যের কাছ থেকে অশোভন আচরন কাম্য নয়। অশোভন কোন আচরনের কারনে কোন সদস্য কে যদি গ্রুপ থেকে বের করে দেয়া হয় তবে তার দায়ভার সম্পুর্ন কর্তৃপক্ষের উপর নির্ভর করবে।





আপনাদের সকলের সহায়তা একান্ত কাম্য।

ধন্যবাদান্তে,

ডাঃ নাজিয়া হক অনি

মন্তব্য ১২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯

আতিকুল০৭৮৪ বলেছেন: ami aci,,hat tullam

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৫

শিশু বিড়াল বলেছেন: আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ :)

২| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬

কোবিদ বলেছেন:
আমিতো ডাক্তার না !
আমি হাত কোথায় রাখবো ?

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

শিশু বিড়াল বলেছেন: আপনিও হাত তুলুন। এই গ্রুপ ডাক্তারদের জন্যে হলেও এর উদ্দেশ্যই সাধারন মানুষকে সাহায্য করার জন্যে। আপনাদের সহায়তাই আমাদের কাম্য।
:)

৩| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

একাকী বালক বলেছেন: বাঙালীর কাম হইল কোন জায়গায় আইসাই ঘোট পাকানো। শুরু হইল ডাক্তার দিয়া। এর পরের ভাগ হইব কেডা মেডিসিনের কেডা গাইনির কেডা অর্থোপেডিক্সের তা দিয়া। তার পর ভাগ হইব কেডা প্রাইভেটে পড়ছে কেডা পাবলিকে। এর পর হইতে থাকব কেডা কেডা পোস্ট গ্রাড করছে। এমনে ভাগ হইতে হইতেই শ্যাষ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮

শিশু বিড়াল বলেছেন: হিহিহি....নারে ভাই এমন কিছু এখানে হবেনা আমি আপনাকে কথা দিচ্ছি। :) একবার ভরসা করে দেখতে পারেন। বাকিটা আপনার উপর :)

৪| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭

জুবাইর রেযা বলেছেন: ami aci,,hat tullam

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮

শিশু বিড়াল বলেছেন: আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ :)

৫| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯

হেডস্যার বলেছেন:
একাকী বালক ভালো একটা কথা বলছেন।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৯

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৬| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

সীমানা ছাড়িয়ে বলেছেন: প্যাসেন্ট আছি, হাত তুললাম :D

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০

শিশু বিড়াল বলেছেন: সময়মত আপনার সমস্যা প্রকাশ করার জন্য আপনাকে ডাকা হবে। আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ :)

৭| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

s r jony বলেছেন: "ডাক্তরনি" কেউ আছেনি???
ইয়ে আমার আবার ডাক্তার আফাদের প্রতি বিশেষ দুর্বলতা আচে (লুলায়িত ইম হবে)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২

শিশু বিড়াল বলেছেন: হাহাহা...এই গ্রুপের যে আ্যাডমিন (খুব সম্ভবত আমি হব) সে একজন ডাক্তারনি। অন্যদের কথা এখনও বলতে পারছিনা

তবে লুলায়িত হয়ে লাভ হবে বলে মনে হয়না :)

৮| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: @s r jony: পোস্টদাতাই একজন ডাক্তারনী বলে মনে হচ্ছে :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৩

শিশু বিড়াল বলেছেন: :)

৯| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: আমি আমার ইউনির গ্রুপে আবেদন করে রেখেছি এক বছরের বেশী হয় কিন্তু কোন রেসপন্স নেই। খুব সম্ভব ঐ গ্রুপের এডমিনরাই এখন আর সেখানে যায়না।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৪

শিশু বিড়াল বলেছেন: :( দুঃখের কথা, আমিও তো আবেদন করলাম। এখন দেখি কি হয়...

১০| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ নামের একজন আমার ব্লগে বলেছেনঃ ডাক্তারদের একটা গ্রুপের ব্যাপারে তোমার সহযোগীতা চাইছি। ব্লগে কারা ডাক্তার আছে অনেককেই জানি না। একজন এডমিন দরকার। টেকনিক্যাল দিকগুলো ভাল বুঝি না। তাই এমন কাউকে বের কর যাকে এডমিন করা যাবে। আর ডাক্তারদের মাঝে এই গ্রুপের কথাটা জানিয়ে দাও প্লীজ (তুমি যাদের চেন)। নীতিমালার কিছু কথা দিয়ে দিলাম নীচেঃ
"আপাতত যেকোন ব্লগার কর্তৃক নতুন গ্রুপ তৈরি করার ব্যবস্থা আমরা রাখছি না। যারা নতুন গ্রুপ তৈরী করতে ইচ্ছুক তারা গ্রুপের বিস্তারিত তথ্য ( গ্রুপের নাম, গ্রুপের url, গ্রুপটি কি বিষয়ে তার বিবরণ, গ্রুপের নীতিমালা ও ছবি (যদি থাকে), এডমিনের নাম এবং এডমিনের ব্লগ url) জানিয়ে সামহোয়্যার ইন... ব্লগ টিমের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন। ইমেইল করার ঠিকানা : [email protected] । আপনার গ্রুপের আবেদনটি গ্রহনযোগ্য হলে,আমরা গ্রুপটি তৈরি করে আপনাকে জানাবো।"

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫

শিশু বিড়াল বলেছেন: জ্বী আমিও ওনার কারনেই মুলত আবেদন করেছি। এখন দেখি কি হয় :) সাথে থাকুন :)

১১| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

একজন আরমান বলেছেন:
আমি তো ডাক্তার না। :| :| :|

জনি ভাই ইনি কিন্তু ডাক্তারনি !
মুখ সামহালকে।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬

শিশু বিড়াল বলেছেন: হিহি... কোন সমস্যা নাই ভাইয়া। ডাক্তারদের কাজই তো মানুষের সাহায্য করা। আপনি অবশ্যই আমন্ত্রিত :)

১২| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

আমিনুর রহমান বলেছেন: রূপকথার রাজকন্যা

ইনকগনিটো

শতভিষা

তাসনুভা সাখাওয়াত বিথি

াগলা শান্তু


আমি ৫ জন ডাক্তার ব্লগারের লিঙ্ক দিয়ে গেলাম আপনি এদের নক করে দেখতে পারেন।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭

শিশু বিড়াল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া :) এখনও গ্রুপ ওপেন হয়নি। হোলে অবশ্যই জানাবো :)

১৩| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

পথহারা সৈকত বলেছেন: s r jony বলেছেন: "ডাক্তরনি" কেউ আছেনি???
ইয়ে আমার আবার ডাক্তার আফাদের প্রতি বিশেষ দুর্বলতা আচে (লুলায়িত ইম হবে)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭

শিশু বিড়াল বলেছেন: :) :) :)

১৪| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমরা তো ডাকতর না আমাগো কি হপে???? :(( :(( :(( :((


@ s r jony ভাই আপনার জন্য,

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯

শিশু বিড়াল বলেছেন: দুষ্টরোগীদের সংখ্যা মনে হচ্ছে বেড়েই যাচ্ছে :)

তারপরেও আপনি আমন্ত্রিত :) :)

১৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫১

জাকারিয়া মুবিন বলেছেন: হাত তুলচি।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩০

শিশু বিড়াল বলেছেন: আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ :)

১৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

মেকগাইভার বলেছেন: হাত তুলবো কিনা ভাবতে আছি।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩০

শিশু বিড়াল বলেছেন: তাড়াতাড়ি ভাবুন, তারপর হাত তুলুন :)

১৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি আছি।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১

শিশু বিড়াল বলেছেন: আমি জানি তুমি থাকবা। অনেক ধন্যবাদ তোমাকে :)

১৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১

টিনটিন` বলেছেন: ভালো উদ্যোগ। এরকম গ্রুপ হলে ব্লগের সবার জন্যই হেল্পফুল হবে, আশা করি। :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩২

শিশু বিড়াল বলেছেন: আমিও সবাইকে সাহায্য করার জন্যেই এমন একটা গ্রুপ খোলার চেষ্টা করছি :)
আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ :)

১৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

সানড্যান্স বলেছেন: প্লীজ কোন দরকার নাই

সব জাগায় ডাক্তারি ভাল্লাগে না

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯

শিশু বিড়াল বলেছেন: ডাক্তারি করতে হবে কে বলেছে?? আমারও সবজায়গায় ডাক্তারি করতে ভাল লাগেনা। এই জন্যেই তো ছবি একে আর লেখালেখি করে আর সবচেয়ে বেশি গেম খেলে মোটকথা যত প্রকার বাঁদরামি করে এখনও সময় কাটাই। তবে এরকম একটা গ্রুপ খুলতে পারলে মন্দ হবেনা তাই প্রস্তাব দিলাম :)

তারপরেও আপনি যে মতামত দিয়েছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ :)

২০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২

একজন আরমান বলেছেন:
আপু আপনি কি সামুতে মেইল করেছিলেন?
আমি একটা গ্রুপ খোলার জন্য মেইল করেছিলাম ১/১.৫ মাস আগে !
এখনও তার রিপ্লাই পাই নি !!

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১

শিশু বিড়াল বলেছেন: জ্বি ভাইয়া আমি আজকেই মেইল করেছি। যদি রিপ্লাই না পাই ২ সপ্তাহ পরে আবার করব। করেই যাব। কপি পেস্ট করতে কতক্ষনই বা লাগে??? :)

২১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪

সীমানা ছাড়িয়ে বলেছেন: স্বর্না কি ডাক্তার নাকি? :o

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩

শিশু বিড়াল বলেছেন: তা তো আমি বলতে পারিনা। হাসপাতালে ঢুকতে যেমন ডাক্তার হওয়া লাগেনা। তেমনি ডাক্তারদের এই গ্রুপে থাকার জন্য ডাক্তার হওয়া লাগবেনা। মনে করতে পারেন এটা একটা ভার্চুয়াল অনলাইন ফ্রি হাসপাতাল। :) :) :)

২২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সীমানা ছাড়িয়ে, আপনি কি ডক্টর নাকি? 8-|

আমি প্রি মেড শুরু করছি সেপ্টেম্বর/ অগাস্টে।

লেখক, উপরে লিখে দেন যে কেউই সদস্য হতে পারবে। মেডিকেলের স্টুডেন্ট অথবা ডক্টর হওয়া তো আবশ্যক না।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

শিশু বিড়াল বলেছেন: ভাল বলেছ। দিয়েছি :)

২৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

আমিনুর রহমান বলেছেন: সানড্যান্স বলেছেন: প্লীজ কোন দরকার নাই

সব জাগায় ডাক্তারি ভাল্লাগে না


আমি রাইতে ঘুমাইতে পারি না কাশির জ্বালায়। কাল রাতে খালি কাশছি আর বুমি করছি আমারে এখন কেডায় ঔষধ দিবা দেও।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৬

শিশু বিড়াল বলেছেন: কাশি কতদিনের?
কাশির সাথে কি আর কিছু বের হয়?
বমি কয়বার হয়েছে?? বমি করার আগে কি খেয়েছেন? বমির সাথে কি বের হয়েছে? কাশি আর বমি ছাড়া কি আর কোন সমস্যা আছে?
আর কাল রাতের পরে আজকে কি আর কাশি বা বমি হচ্ছে? এর মধ্যে কি অন্য কোন ঔষধ খেয়েছেন??

২৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭

ফকির সাইঁ বলেছেন: এএএএএএএসব কি ! সব খানেই গ্রুপিং ঠিক না !! আর যদি গ্রুপ করোই তাহলে বে-ডাক্তারদের জননেও মেমবার হওয়ার জোর দাবি থাকলো !!! আর তারপরও যদি মেমবার না করা হয় তবে যাদের ওয়াইফি ডাক্তার, কিমবা পেনডিং ওয়াইফি ডাক্তার হপে তাদের কে নিতেই হপে, নাইলে খেলবো না :) :P :-* :-P ;)

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০

শিশু বিড়াল বলেছেন: করেছি করেছি। ভাইয়া আপনার ওয়াইফির ডাক্তার হওয়া লাগবে না, আপনাকে এমনিই নেয়া হবে। :)

২৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩

রায়হান কবীর বলেছেন: সমর্থন করছি এই প্রস্তাব।
আমি হেলথ ওয়ার্কার।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

শিশু বিড়াল বলেছেন: সমর্থনের জন্য ধন্যবাদ :)

২৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫

খায়ালামু বলেছেন: কোন হাত তুলতে হবে???? ডান না বাম??? B-)) B-)) :P

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১

শিশু বিড়াল বলেছেন: দুই হাতই তুলে ফেলেন :)

২৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০

সীমানা ছাড়িয়ে বলেছেন: @স্বর্নাঃ ওরে বাবা, আমি ডাক্তার হইতে শতহস্ত দূরে। পিচ্চিকালে বায়োলজি নেই নাই শুধুমাত্র ডাক্তারি পড়াশুনাভীতির কারনে। যাক, আপনি তাহলে একদিন ডাক্তার হচ্ছেন। আপনার কাছ থেকে সামু বন্ধু হিসেবে ফ্রি চিকিৎসা নেয়া যাবে :D আমেরিকায় চিকিৎসার যে খরচ!!!

@লেখিকাঃ আমাকে হাতুড়ে ডাক্তার হিসেবে এক্ট্রি দিয়েন :D রোগী মরলে কইলাম আমি কিসসু জানি না B-)

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১

শিশু বিড়াল বলেছেন: স্যরি ভাই সবার জন্য দরজা খোলা থাকলেও হাতুড়ে ডাক্তারদের স্থান নেই। আপনি এমনিই চলে আসবেন। :)

২৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

ফকির সাইঁ বলেছেন: @ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ::-ডাক্তার !!! সারছে, আমেরিকা কিনতু বাংলাদেশ না-----

২৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ফকির সাঁই, আমেরিকা কিন্তু বাংলাদেশ না, মানে?

৩০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২

ফকির সাইঁ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা---মজা করলাম :P মানুষরে চটাইতে ভাল-পাই :-*

৩১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯

আমিনুর রহমান বলেছেন: প্রশ্ন অনেক। ঘুম পাইছে কাইল উত্তর দিমু :D

৩২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:০৭

পেন্সিল স্কেচ বলেছেন: :-B আমি ডাক্তার না , তবু হাত তুলছি =p~ =p~ =p~

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৩৩| ১০ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৩

ফকির সাইঁ বলেছেন: http://auny1111.deviantart.com



এটা তোমার না !!!

১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৭

শিশু বিড়াল বলেছেন: হ্যা........

৩৪| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

পাকাচুল বলেছেন: বিভিন্ন রোগী নিয়ে একাধিকবার হাসপাতালে গিয়েছি, রাতে সাথে থাকার অভিজ্ঞতাও আছে, আমি কি এই গ্রুপের সদস্য হতে পারবো?

১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৮

শিশু বিড়াল বলেছেন: অবশ্যই পারবেন :)

৩৫| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

সিদ্ধার্থ. বলেছেন: আমি মিস্ত্রী তাও আবার গরু খুঁজে বেড়াই ।আপনার গ্রুপে থাকতে চাই ।কি কি ফর্মালিটি করতে হবে জলদি বলুন । :#>

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

শিশু বিড়াল বলেছেন: কোন ফর্মালিটি নাই। মনে করুন এটি একটি ফ্রী হাসপাতাল। ওপেন ফর অল :)

৩৬| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২০

আমিনুর রহমান বলেছেন: লেখক বলেছেন: কাশি কতদিনের?
কাশির সাথে কি আর কিছু বের হয়?
বমি কয়বার হয়েছে?? বমি করার আগে কি খেয়েছেন? বমির সাথে কি বের হয়েছে? কাশি আর বমি ছাড়া কি আর কোন সমস্যা আছে?
আর কাল রাতের পরে আজকে কি আর কাশি বা বমি হচ্ছে? এর মধ্যে কি অন্য কোন ঔষধ খেয়েছেন??


কাশি অনেকদিনের।
কাশির সাথে মাঝে মাঝে কফ আসে তবে বেশিরভাগ সময়ই শুকনা কাশি।
গত পরশু রাতে ৪/৫ বার বমি হয়েছে।
না কিছু খাই নাই। রাতে যা খেয়েছি তা বের হয়েছে।
গত রাতে আর হালকা কাশি ছিলো।
মোনাস ট্যাবলেট খেয়েছিলাম কাল রাতে।

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩

শিশু বিড়াল বলেছেন: অনেকদিন বলতে মোটামুটি একটা সময় বলতে হবে, যদি ৩ সপ্তাহের বেশি হয় তাহলে কিছু টেস্ট করতে হনে।

আপাতত মোনাস ই চালিয়ে যান, কাজ না হলে জানিয়েন।

আর বমির জন্য ট্যাব. এমিসট্যাট দিনে দুই বেলা খাবার ১/২ ঘন্টা আগে খেয়ে দেখেন।

আপনার সুস্থতা কামনা করছি :)

৩৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

ফকির সাইঁ বলেছেন: এই ডাক্তার ::--- সাজেশন দাও,
[১] আমি পারমানেনট মাথা টাক রাখতে চাই, সে খেতরে কোন পোবলেম আছে কি !!! আমি যেটা বলতে চাতছি, রেগুলার মাথা সেভ করলে তার জননে কি মগজে কোন পোবলেম হবে !

এখানে একটা বেপার না বললেই নয়, আমার মাথার চুল যদি হাফ ইনচি পরিমান বড় হয়, চরম মাথা বেথা শুরু হয়ে যায়, মনে হয় মাথাটাই কেটে ফেলি-------কেটেই ফেলতাম,আমার পেনডিং ওয়াইফি বিধবা হয়ে যাবে,তার কষটের কথা চিনতা করেই কাটছি না ;) ;) ;)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০

শিশু বিড়াল বলেছেন: মাথা শেভ করার সাথে মগজে কোন সমস্যা হয়না।

৩৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

ফকির সাইঁ বলেছেন: তাই লে তো সেভ-এক্সপাট কোন মেয়ে খুজতে হয় :) :P :-*
সমস্যা হলে তমার দায় X(( X(( X((

১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০১

শিশু বিড়াল বলেছেন: মাথা শেভ করতে সবাই পারে। আর যাকে বিয়ে করবেন তার কাছেই জেনে নিন সে শেভ করা মাথা চায় কি চায় না। এর মধ্য আমাকে টেনে তো লাভ নেই ভাইয়া :)

৩৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

মিজভী বাপ্পা বলেছেন: আমিও চাই।কমিশন খোর ডাক্তার গুলোর জন্য বর্তমানে ভুলভাল মেডিসিন দিয়ে আমাদের মত সাধারণ জনগণকে বোকা বানাচ্ছে।এর জন্য এই ব্লগ করা অতীব জরুরী।

১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৬

শিশু বিড়াল বলেছেন: আমারও একই কথা। :)

৪০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

ফকির সাইঁ বলেছেন: লাভ আছে !
ভালো কথা ভাবছি তোমারে ভাবি বানাবো, এততোগুনী কোন মেয়ে ভাবী হলে মেলা লাভ, লাভ না বলো :P :P :P

১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮

শিশু বিড়াল বলেছেন: আমাকে ভাবি বানানোর আশা ছেড়ে দেন ভাইয়া। আমি একটা মানুষরুপি বেগুন ছাড়া কিছু নই

৪১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩

জর্জিস বলেছেন: সানড্যান্স এর থিমের সাথে একমত

১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪০

শিশু বিড়াল বলেছেন: আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ

৪২| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১২

রিফাত হোসেন বলেছেন: =p~

না মানে ফকির সাহেব আর আপনার সাথে সংলাপ পড়লাম আর হাসলাম আর কি :)

পুলিশ আর ডাক্তার দুইজন থেকে দূরে থাকতে ইচ্ছা করে :)

না অর্থ কড়ির জন্য না, দুইটাই আমার ফ্রি অনেকটা, ডাক দিলে পেয়ে যাই ।

সমস্যা হল ১ম হয়রানি ও সময় গোগ্রাসে এরা গিলে খায়, ভয় পাই , মানসিক অশান্তি ।

এরবার ১টা দূর্ঘটনার জেরা টানা ২ বছর গেছে পুলিশ মামা থেকে ..... তাই ১০০ হাত দূরে থাকি ।

একবার Diabetes ও গাউট দুই দুইটা মার্কা মারা ক্রোনিক হইছে তো হইছেই....... আমার যাওয়া লাগে না, ডাক্তার নিজে ফোন করে জিজ্ঞাসা করে রেগুলার চেক আপ কোন দিন করাবা!
১০ হাত দূরে থাকি । :)

এত ব্লাড নিল যে ...... হুদাই.... আমি জানি , কতটুকু ব্লাড নিলে তারা মুক্তি পাওয়ার কথা । এত দিনে নিজের একটা ব্লাড ব্যাংক খুইলা বসতাম । /:)
আমি বুঝি তারা এ+ ট্রিটমেন্ট দেয় কিন্তু মাঝে মাঝে চিন্তা করি তারা কি আসলেই আমাদের মানুষ মনে করে নাকি আসলেই রোগাক্রান্ত পদার্থই ভাবে !
তার উপর সিরিয়াল নিতে হয়, এই হেনতেন ফর্মালিটি, পুলিশ যা ডাক্তারও তা !

তবে ++

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬

শিশু বিড়াল বলেছেন: :( :( :( কি বলব ভাই বুঝে পাচ্ছিনা....

৪৩| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৮

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আমি আছি। ইঞ্জিনিয়ারদের কোনো গ্রুপ থাকলে আমাকে জানাবেন

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :) আপনাকে অবশ্যই জানব।

৪৪| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯

ফকির সাইঁ বলেছেন: কি আপদ ! সে তো কোনও পথেই আসতে চয় না, উপরনতু নিজেকে বেগুন বলে !
তমারে এত শজে ছারছি না, কয়ে দিলাম :P :P :P :: ভাই এর ফরেন কেডার মেয়ের বিয়ের ওফার আচে,তিনি রিজেকট....।কাল চানস এ তোমার ছবি দেখালাম............ :) :) :)ষময় মত আপডেট পাবা,কাল আসছো তো ! আমার এক্স .....ও আসতে পারে!

@রিফাত হোসেন---হেসে যান জানননননন খুলে,সাবধান দাত যেন না পরে :) :) :)
@সি.এম.তানভীর-উল-ইসলাম::ইঞ্জিনিয়ারদের খেয়েদেয়ে কাম নাই,এইহানে গ্রুপিং করতে আসবে, এরা সব গ্রুপেই থাকে!

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯

শিশু বিড়াল বলেছেন: কালকে যে হরতাল খেয়াল আছে??? তাছাড়া আমার হাসপাতালে জরুরি কাজ আছে। নাহলে সত্যিই হয়ত আসতাম। অনেক ধন্যবাদ আবারো আপনার নিমন্ত্রনের জন্য :)

৪৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

ফকির সাইঁ বলেছেন: রে-রসিক পলিটিসিয়ানরা কি আমাদের ফিলিংস বুঝে .......সময়-ওসময় হরতাল ডেকে বসে !

আসবো নাকি ! তোমার হসপিটালে :P :: ফকির মানুষ আমি, তোমারে দোয়া-খায়ের করে আসতাম :P :P :P

একটা কোয়েশন,তুমি ভিএনসি'র না !হাবভাবে কিনতু পুরাটাই !

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬

শিশু বিড়াল বলেছেন: নাহ আমার স্কুল ছিল অগ্রনী, আর কলেজ ভি এন সি (ব্যাক্তিগত ভাবে এই কলেজটি আমি পছন্দ করিনা)..
কেন এমন মনে হল জানতে পারি?? আর আমার হাসপাতালে যেকোন দিন আসতে পারেন, কোন সমস্যা নেই। :)

৪৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই পোস্ট দেখে ব্যাংকারদের নিয়ে একটা গ্রুপ খুলতে ইচ্ছা করছে। ব্যাংকাররা থাকলে হাত তুলুন। সমস্যা হলো ব্যাংকাররা আসলে মানুষ না। তারা ব্যাংকার। নিজেদের সংসারই সামলাতে পারেন না, গ্রুপ সামলাবে কিভাবে?

ভালো উদ্যোগ। উদ্যোগ সফল হোক।

সাথে আছি, ফ্রী ডাক্তারি পরামর্শতো পাওয়া যাবে, কি বলেন?

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

শিশু বিড়াল বলেছেন: ফ্রি ডাক্তারি পরামর্শ দেয়াই আমাদের অন্যতম উদ্দেশ্য।
আপনার শুভকামনার জন্য ধন্যবাদ ভাইয়া।
সাথে থাকবেন। :)

৪৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮

আমি সাজিদ বলেছেন: হাত তুললাম। :)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

শিশু বিড়াল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৪৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০৬

ফকির সাইঁ বলেছেন: কলেজ তো ভি এন সি !
এদের বেশকিছু গুন বেশ ভালো, এরা কিছু না লাইক করলেও সহজে এক্সপেস করে না, তোমার মাঝেও দেখলাম......আর আমার খুব কাছের একটা বনধু ভিএনসি'র, ওর বেশ কিছু গুন দেখলাম তোমার মাঝেও আছে, কিনতু তুমি একটু বেশী মাতরার বে-রসিক :) :P :-* ,ও সিডনিতে,দেশে থাকলে আমরা ওনেক মজা করতাম,যাহোক, সম মিলিয়ে তুমিও বেশ বনধুসুলভ,আমিও কম যাই না,বাট তোমার সাথে কনটাক করার ওয়ে নাই......আর এভাবে ইনভাইট করলে কে্উ যায় ! আমি তো সিক হোইনাইবললেই চলে.......তবে ফকির মানুষ, দোয়া খায়ের করার তরে মাঝে মাঝে বের হোই আর কি, তুমিও ইনভাইট করলে আসবো,চা খাওয়াতে হবে কিনতু.... :) :) :)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

শিশু বিড়াল বলেছেন: রসিক হবার জন্য স্থান, কাল বিবেচনা করাটা জরুরী। সব জায়গায় তো রস দেখানো যায়না এবং উচিৎ ও না আমি মনে করি। যাই হোক আপনার সাথে কথা বলে ভাল লাগল। আর আমি কখনও ইনভাইট করলে শুধু চা না পোলাও বিরিয়ানীই খাওয়াবো। কিছু ব্যাস্ততার মধ্যে যাচ্ছি। এগুলো শেষ হোক। সে পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন :)

৪৯| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৬

ফকির সাইঁ বলেছেন: :) :) :)

৫০| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

না পারভীন বলেছেন: গ্রুপিং ? দরকার আছে । করা যায় ।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১০

শিশু বিড়াল বলেছেন: সেটাই :)

৫১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

ফকির সাইঁ বলেছেন: আজ সারা দিন ই ফকির সাইঁ'এর জনমোদিন, সো উইশ তো করবে :) :) :)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

শিশু বিড়াল বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া.... আমি কিন্তু আপনার নাম এখনও জানিনা :)

৫২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

স্পাইসিস্পাই001 বলেছেন: দারুন তো ..... ফ্রি তে সাজেশন পাওয়া যাবে......

ধন্যবাদ .... ভাল উদ্যোগ....ভাল থাকবেন....

শিশু বিড়াল যে ডাক্তার হতে পারে ধারনাতেই ছিলো না ... :|

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

শিশু বিড়াল বলেছেন: আমারও ধারনায় ছিলনা.... কিভাবে কিভাবে যেন হয়ে গেলাম :(

৫৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো উদ্যোগ। সদস্য হতে চাই। গ্রুপ খোলা হলে আমাকে একটা নক দেবেন প্লিজ। খুব কাজের গ্রুপ হবে।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

শিশু বিড়াল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার সহযোগীতার জন্য :)

৫৪| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

ফকির সাইঁ বলেছেন: অপু........আমার নামটা সুনদর না :P
তবে আমি কিনতু কবিগুরুর অপু.নোই X((
আমি আমার বাবা "রাজা ভাই"র অপু :P :P :P

তোমার টোন টা খুব বেশী সুইট না,তাই না !!!

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

শিশু বিড়াল বলেছেন: আমার নাম অনি, রাজা ভাই কে আমি চিনিনা :(

আমার টোন এ পর্যন্ত কেউ সুইট বলেনি, আপনি না শুনেই সুইট কিভাবে বললেন বুঝলাম না।

৫৫| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ফকির সাইঁ বলেছেন: আরে আমার নাম অপু........
আমার বাবা "রাজা ভাই".....

অনি :: যাদের সবগুন সুনদর তাদের টোন টা খুব বেশী সুইট হয় না, কারন তাদের লুকিংও খুব বেশী সুইট হয় :) :) :)

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

শিশু বিড়াল বলেছেন: আমার কোন গুন নাই, আমি একজন বেগুন

৫৬| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

অ্যানোনিমাস বলেছেন: গ্রুপ দিয়ে কি হপে??

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

শিশু বিড়াল বলেছেন: সবাই কে মেডিকেল সম্পর্কিত সাহায্য ও টুকিটাকি অসুখ বিসুখ এর ব্যাপারে উপদেশ দেয়া হবে :)

৫৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

ফকির সাইঁ বলেছেন: কথায় কথায় নিজেকে বেগুন বললে তোমাকে কিনতু বেগুন বলা শুরু করে দেবো :P

দেখ তো শুনতে কেমন শোনা যায় ! ::-(১) বেগুন অনি :) , (২) বেগুন ডাকতার :D , (৩) বেগুন আপু X(( , (৪) বেগুন ভাবি :P , (৫)আরো শুনতে চাও ..... :P :P :P

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

শিশু বিড়াল বলেছেন: খারাপ শোনায় না.... ডাকতে পারেন :)

৫৮| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২১

ফকির সাইঁ বলেছেন: যাক এই না হলে বেগুন ভাবি :P :P :P এত কথা বললাম,কোন চুলকানি দেখলাম না :)

এবার কিছু সিরিয়াস কথা বলি, তুমি যেটা করতে যাতছো 'ডাক্তারদের গ্রুপ ব্লগ ' সেটা ভালো কিনতু যদি রোগীদের বিষয়টা বাদ না দাও, তোমাকে কষট পেতে হবে, লিখিত নিতে পারো ::

এই পাট টা ঠিক আছে "মুলত ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টদের সবধরনের সাহায্য করার উদ্দেশ্যেই এই গ্রুপ কাজ করবে। সাহায্য হতে পারে মেডিকেল এ ভর্তি হওয়া থেকে শুরু করে বইপত্র কেনা, পরীক্ষা সংক্রান্ত তথ্য ও পরবর্তীতে পোস্টগ্রাডুয়েশন সম্পর্কিত তথ্য প্রদান করা"

কিনতু এই পারটা ডেফিনিটলি বাদ দিতে হবে "আর যারা মেডিকাল স্টুডেন্ট বা ডাক্তার নয় তারাও এখানে বিভিন্ন অসুখের ব্যাপারে জানতে পারবে। আমার মনে হয় যারা অসুখের ব্যাপারে জানতে চাইবে তাদের "নাম প্রকাশে অনিচ্ছুক" অপশনটি রাখা উচিৎ (অবশ্যই যথার্থ কারনে)"---কারন বাংগালী স হ জে/ মাংনা পেলে সেটার মরমো বুঝে না, তোমার সাজেশনটা সামুতেই থাকবে, ফারমেসী তে আর যাবে না....! আমার একটা বনধুর এক্সপেরিয়েনস বলছি তোমাকে, ও ডাকতার হওয়ার পর উইথআউট ভিজিট এ রোগীদেখা শুরু করলো, সে ডেডিকেটেট/জিনিয়াস দুটোই বলতে পারি....তো সে বেশী দামের এনটিবায়োটিক কেন লিখলো না,এ কারনে চেমবার থেকে বের হয়েই পেসকিপশন ছিরে ফেলা হোলো ! এটাই হয় ! এবার আমার আমমার কথা বলি, কিছুদিন আগে ছোট বোন টা সিক হলে মা খালুর (উনি বেশ নামকরা ডাকতার,রাজবাড়ীতে) কাছে নিয়ে যায়, তিনি কিছু ওষুধ লিখে দিলেন,আমমার পছনদ হল না, আরেক ডাকতারের কাছে.....খালুকে তো আর টাকা দেয়া লাগে নাই, এই হল ওবসথা।

আর গ্রুপ বা সংগঠন নিয়ে তোমার মনে হয় খুব বেশী এক্সপিরিয়েনস নাই! "Dhaka University Career Club" কথা তোমাকে বলতে পারি, আমার একবনধু খুব খাটলো, এটা দাড়িয়ে গেলো, বেশ ভালোই চলছিলো, কিছুদিন পর থেকে শুরু হল, সারথ আর বেকতিততের দনদ, রেজালট....ওটা শেষ !
শুনো, আমি আমার দেখা ঘটনা শেয়ার করলাম,একজন ওয়েলউইশার হিসেবেই বলছি, থাকো না ছবি আকা নিয়ে, এটাই তো খুব ভালো চলছিলো,তারপর তুমি ডাকতার, সেবার করাই তোমার পেশা,সব সময় সাধারন মানুষদের নিয়েই থাকতে হয়,ওদেরই না হয় সেবা আরো ভালোভাবে কর,এই সব ঝামেলার কোন দরকার আছে কি!!!

৫৯| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

শিশু বিড়াল বলেছেন: আপনার কথা ঠিক, আমার আসলেই গ্রুপ নিয়ে তেমন একটা এক্সপেরিয়েন্স নেই। এই প্রস্তাবটি আমি দিয়েছি আরো কিছু ডাক্তারদের কথা ভেবেই। সবকিছুতেই কিছু ঝামেলা হয়, আবার ভাল দিক ও থাকে। এখন এটা নির্ভর করে যারা গ্রুপ করবে তাদের উপর। আমার তো কোন সমস্যা নেই, আমি আমার ছবি আঁকা আর ডাক্তারি নিয়ে ভালই আছি। গ্রুপ হলে সবার মত নিয়েই হবে, আর হলে আমি গ্রুপের জন্য পারলে ভাল কিছু করার চেষ্টা করব নাহলে চুপচাপ বসে থাকব :)

৬০| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৩

ফকির সাইঁ বলেছেন: শুনলাম তুমি নাকি ছুডোখাটো একটা তালগাছ !
দেবদরু গাছ হওয়ার জননে পতিদিন নিডো খাও !!

তা তোমার জামাই'র হাইট কত শুনি !

আমার ছোট বোন, এজ ১৪ বছর, নাইনে পড়ে, ওর হাইট ৫'৪''। আমার মা তো মহা টেনশিত, সব সময় ওকে বলে কম কম খেতে আর আসতে আসতে বড় হতে, কারন এর থেকে বড় হলে নাকি বিয়ের সময় জামাই পাওয়া যাবে না !!!

৬১| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

রিপেনডিল বলেছেন: আমি আছি, গ্রুপ খুললে আওয়াজ দিয়েন।

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

শিশু বিড়াল বলেছেন: অবশ্যই :)

৬২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

ফকির সাইঁ বলেছেন: মেইল চেক করনা !

৬৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫

নাইট রিডার বলেছেন: গ্রুপ কি খোলার অনুমতি দিয়েছে, দিলে একটু নক করবেন।

আমি আছি

৬৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ধন্যবাদ শিশু বিড়াল! আমি নিশ্চয়ই আছি।

৬৫| ১৫ ই জুন, ২০১৩ ভোর ৪:২৮

আকরাম বলেছেন:
আমি কিন্তু ডাক্তার না। সাইকোথেরাপিস্ট।
আমার এই ব্লগটা ভিজিট করুন।
Psycho Therapy online****সাইকোথেরাপী অন লাইন
http://ptohelp.blogspot.se/
ডাক দিলেই, আমাকে পাবেন।

২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৫০

শিশু বিড়াল বলেছেন: চমৎকার আপনার পেজ টি। ভাল লাগল :)

৬৬| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৬

যোগী বলেছেন:
খুবই ভাল উদ্যগ, আমরা অনেক উপকৃত হব।
এখানে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা ডাক্তাররা কাইন্ডলি যদি সেখানে উল্লেখ করতেন, কে বেসরকারী থেকে পাশ করা আর কে সরকারী থেকে পাশ করা।
আসলে হেল্থ কেয়ারের ব্যাপারতো তাই আমাদের অনেক কনশাস থাকতে হয়।

২০ শে জুন, ২০১৩ রাত ৯:২৬

শিশু বিড়াল বলেছেন: এটা জেনে আসলেই কি কোন লাভ হয়?? একজন ভাল ডাক্তার হওয়াই কি বড় কথা না?

৬৭| ২১ শে জুন, ২০১৩ সকাল ৭:১২

যোগী বলেছেন:
ভাল ডাক্তার চেনার মত বুদ্ধি যে আমার নাই :(
যতটুকু যানতে পারি পেপার পত্রীকা পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.