নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: আমার আঁকা কিছু ছবি (কাকের ঠ্যাং বকের ঠ্যাং...) পর্ব-১১

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

এই ছবিগুলো আমার গ্যালাক্সি নোট ১০.১ এ আঁকা। নিজের আঁকা দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলাম। তাই আপনাদের সাথে শেয়ার করছি। ভাল না লাগলেও অসুবিধা নেই। আপনাদের দেখাতে পেরেই আমি খুশি।



স্কেচ গুরু নামে একটা সফটওয়্যার ব্যাবহার করে আঁকা (তবে আমার হাত ছাড়া অন্য কারও হাতে এমন ফলাফল না আসলে আমি বা সফটওয়্যার কেউ দায়ী না)





সময় লেগেছে: ২ মিনিট





কি যে আঁকলাম নিজেও জানিনা

সময় লেগেছে ২০ মিনিট





সময় লেগেছে ৩ মিনিট





এই ছবিটার নাম "PAINS"

একটা মানুষের অনেক দুঃখ থাকতে পারে, হয়ত সে একই সময় বিভিন্ন রকম কষ্টের বিভিন্ন রং এ কেঁদে যায়। আমরা হয়ত দেখি, হয়ত দেখিনা :)

সময় লেগেছে ৩ ঘন্টা



ছবিটা সাদাকাল ভাল লাগছিল না তাই ফটোফপে এ নিয়ে একটু রং করে আনলাম। কেমন লাগল বলবেন।





সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কাকের ঠ্যাং বকের ঠ্যাং কে এত এত ভালবাসার জন্য :) :) :)

মন্তব্য ৮৯ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
২,৪ খুব ভাল্লাগসে। ৫ এর কালার দেখতে সুন্দর লাগতেসে ||

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

শিশু বিড়াল বলেছেন: হ্যা :) :) ৫ এর রংটা আমারও ভাল লেগেছে :)
ধন্যবাদ :)

২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

একজন আরমান বলেছেন:
দারুন :)

আপনার হাত দুটি আমাকে দিবেন?
তাহলে অনেক ধন্য মনে হতো আমার।
এতো সুন্দর ছবি :)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২

শিশু বিড়াল বলেছেন: আরমান ভাইয়া আপনি কি ঠিক করেই রেখেছেন আমাকে এত প্রশংসা করবেন যে প্রতিবারই আমার লজ্জায় মাটিতে গর্ত করতে ইচছে হয়?? :!> :!> :#>

৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


একজন আরমান বলেছেন:
দারুন :)

আপনার হাত দুটি আমাকে দিবেন?
তাহলে অনেক ধন্য মনে হতো আমার।
এতো সুন্দর ছবি


আরমান শুধু হাত নিলেই হবে মাথাটাও নিতে হবে যে :P

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

শিশু বিড়াল বলেছেন: আসছেন আমার আরেক ভাই, আমার মাথা নেবার জন্য :) হিহি..... মাথা নিয়েও কাজ হবে না :) যেটা নিলে কিছু হতে পারত তা আমার সাধ থাকলেও দেবার সাধ্য নেই ভাই। আর আমি চাইও না কেউ তা পাক :) ..........

৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

শান্তা273 বলেছেন: সুন্দর!

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সুন্দরম! সুন্দরম! সুন্দরম!

এক মাত্র কোকাকোলা ছাড়া আর সব গুলোই ছুঁয়ে গেল।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদতম! ধন্যবাদতম! ধন্যবাদতম! :)

৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

আফা সিটা আবার কি জিনিষ B:-) B:-) B:-)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১০

শিশু বিড়াল বলেছেন: আছে কিছু জমানো স্মৃতি, সেই স্মৃতিদের সুখ, কষ্ট আর কিছু জমানো অনুভুতি :)

আমি চাইলেও কাউকে সেগুলো দিতে পারবো না। :)

ভাল থাকবেন ভাইয়া।

৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫

অদ্বিতীয়া আমি বলেছেন: কোকের ছবিটা ভাল লাগছে ।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১

শিশু বিড়াল বলেছেন: হাহাহাহাহা... যাক একজন তো পাওয়া গেল,
বেচারা কোকের বোতল কে কেউ চাচ্ছিল না।
ধন্যবাদ :)

৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

জানতে চায় বলেছেন: onk sundor aken apni..

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

শিশু বিড়াল বলেছেন: কি যে বলেন ভাইয়া, আপনার ছবি দেখে সত্যি আমার হিংসা হয়। আর আপনি বলেন আমি সুন্দর আঁকি!!

আমার কথা খেয়াল আছে তো??? ৩ডি আর স্ট্রিট ড্রয়িং???
আমাকে ডাকতে ভুলবেন না কিন্তু।

৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪০

খায়ালামু বলেছেন: আমি ২ মিনিটে আপনার চেয়ে ভালো আঁকতে পারি.।।। কিন্তু যা_ই আকি সব হয় তেলাপোকা B-) B-) :P :P

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

শিশু বিড়াল বলেছেন: আমি তো তেলাপোকাও আঁকতে পারিনা....২ মিনিট কেন ২০ মিনিটেও পারিনা :(

১০| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১০

আশিক মাসুম বলেছেন: একটা + দিয়া গেলাম :)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১১| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০৩

আমিই মিসিরআলি বলেছেন:

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২০

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :) ম্যাঁও ম্যাঁও :) :)

১২| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

আমিভূত বলেছেন: আমার অবশ্য ১নং ও ৩নং ভালো লেগেছে :)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২০

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৩| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪

s r jony বলেছেন: কাকের ঠ্যাং তো দেখলাম না!!!!!!!!!

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২১

শিশু বিড়াল বলেছেন: আমিতো সবসময়ই দেখি। আপনি না দেখলে কি আর করা।

ধন্যবাদ :) :)

১৪| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: সুন্দর সুন্দর....। :)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২১

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :)

১৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

আমি সাজিদ বলেছেন: অনেক সুন্দর। ডাক্তার আপু। :) আপনার ফেসবুক পেইজেও ভালো লাগা জানিয়ে এসেছি।:)আর ডাক্তারদের জন্য খোলা সামুর গ্রুপে হাত তুলেছি।:)
স্কেচ গুরু কিভাবে পাবো?

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

শিশু বিড়াল বলেছেন: আমাকে এত সহযোগীতা করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে :)
স্কেচগুরু আমি পেয়েছি গুগল মার্কেট থেকে। ওখানেই পেয়ে যাবেন। :)

১৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

স্পাইসিস্পাই001 বলেছেন: বাহ্ দারুন ..... মুগ্ধ হয়ে গেলাম...

ভাল হয়েছে...+++++

ধন্যবাদ .....ভাল থাকবেন :)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

শিশু বিড়াল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

১৭| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

স্বাধীন জামিল বলেছেন: ভালু হইছে খুব........................ :>

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৮| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

আমি সাজিদ বলেছেন: এই যা ছবি তো দেওয়া হল না ! একটা বড়সড় প্লাস দিয়ে গেলাম।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৫

শিশু বিড়াল বলেছেন: আপনাকেও অনেকককককককককক বড় একটা ধন্যবাদ :) :) :) :)

১৯| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২১

একজন আরমান বলেছেন:
যে প্রশংসার দাবীদার, তার প্রশংসা না করাটা অপরাধ। :)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

শিশু বিড়াল বলেছেন: আমার মনে হয়না যে আমি এখনও প্রশংসার দাবী করতে পারি... আরো অনেক দূর কাজ বাকি।

ভাইয়া আপনার উৎসাহের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ :) :) :)

২০| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

আমি সাজিদ বলেছেন: আমাকে তুমি করে বলবেন।

আমি মেডিক্যালে মাত্র ভর্তি হয়েছি।

অনেক জুনিয়র।:(

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

শিশু বিড়াল বলেছেন: ঠিক আছে তুমি করেই বলব। কোন মেডিকেল এ তুমি? কেমন লাগছে পড়তে??

২১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬

না পারভীন বলেছেন: সুন্দর হইছে , প্লাস ।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৭

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪২

গ্রাম্যবালিকা বলেছেন: কি সুন্দর----!

আই প্যাডে এরকম একটা এপ এ আমি ট্রাই করেছিলাম, তেমন ভালো হয়নি।

আপনি আসলেই এক্সট্রাঅর্ডিনারী। :)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

শিশু বিড়াল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আইপ্যাডের চাইতে অ্যান্ড্রয়েড ট্যাব আমার বেশি ভাল লাগে। ট্রাই করে দেখতে পারেন। :)

২৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

জাকারিয়া মুবিন বলেছেন:
অন্নেক সুন্দর.............

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

হাসি .. বলেছেন: সুন্দর
:)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২৫| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

শ্যাডো ডেভিল বলেছেন: এভাবে ধোকা দেয়ার মানে কি???

আইলাম কাউয়ার ঠ্যাং + বগার ঠ্যাং দেখতে, মাগার কিছুই পাইলাম না । এইডা কিছু হইলো ???

এনি ওয়েজ, ছবিগুলা ভালা হইছে ।
শুভেচ্ছা থাকলো ।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩

শিশু বিড়াল বলেছেন: তোর ন্যাকামি দেখতে আমি বড়ই ভালবাসি দোস্ত.... এমনই থাকিস :)

২৬| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: খুবই ভাল লাগলো... বিশেষ করে 'pains', সাদাকালো টাই বেশি ভাল্লাগসে।

টাইমিং উল্লেখ করে দিলেন কেনো বুঝলাম না :| , এইটাতো ১০০ মিটার স্প্রিন্ট না, এইটা সৃজনশীলতা, সময় কম লাগুক আর বেশিই লাগুক, কী দাঁড়ালো শেষ পর্যন্ত সেটাই কি মুখ্য ব্যাপার না ?? :)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬

শিশু বিড়াল বলেছেন: সাদাকালোটাই অরিজিনাল.... রং করা হয়েছে ফটোশপ ব্যাবহার করে।

টাইমিং উল্লেখ করেছি বলতে পারেন নিজের জন্যে, যেন পরবর্তিতে নিজের সাথে প্রতিযোগীতা করতে পারি।

অনেক ধন্যবাদ আপনার গঠনমুলক মতামতের জন্য :)

২৭| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন:

এতো ভাল আঁকেন ক্যান? অনেক হিংসা লাগে!!
:| :|
অসাম লাগলো। + + + :-B :-B

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

শিশু বিড়াল বলেছেন: আমারও একজন কে হিংসা লাগে। তার ছবি গুলো দেখে আমার মনে হয়েছিল আমার আর বেঁচে থাকা উচিৎ না।

সামনে একসময় দেখাবো তার ছবি। তখন বুঝবেন আমাকে হিংসা করার আসলে কিছুই নেই।

অনেক ধন্যবাদ আপনাকে :)

২৮| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০

Kawsar banggalii007 বলেছেন: এগুলো তো মুরগীর ঠ্যাং হয়ে গেল।অনেক ক্রিয়েটিভ হয়েছে

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

শিশু বিড়াল বলেছেন: মুরগীর ঠ্যাং আমার বড়ই প্রিয় খাবার :)

ধন্যবাদ :)

২৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫

তারছেড়া লিমন বলেছেন: মচতকার হইচে....

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০১

শিশু বিড়াল বলেছেন: নধ্যদাব আপনাকে :)

৩০| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৬

তন্ময় ফেরদৌস বলেছেন: সুন্দর হয়েছে।

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০১

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৩১| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২০

জাওয়াদ তাহমিদ বলেছেন: অ্যানি আপু এত সুন্দর করে কিভাবে আঁকেন?

হিংসা হচ্ছে তো। :P :P :P

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩

শিশু বিড়াল বলেছেন: ভাই আমার নাম "অনি", অ্যানি না... :(

যতটা বলছেন ততটা সুন্দর আমি আঁকিনা।

তাও আমাকে হিংসা করার জন্য ধন্যবাদ :)

৩২| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

ফকির সাইঁ বলেছেন: সবার রিএকশন দেখ !
আমি বললে বেশি বেশি.....!
তুমি খুব তাড়াতাড়ি ইসটার হয়ে যাবে, আমার ধরনা ।

"PAINS"----extraordinary, awesome not applicable:: it more deserve awemuch awemuch awemuch..........
Most of your pictures image our beautiful youth mind ,If you have interest, try to sketch the contemporary matters, Greats are always do that, although for that some portion like you, some are not......

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫১

শিশু বিড়াল বলেছেন: আমি আর স্টার????? হাসব না কাঁদব বুঝতে পারছি না। আমার ষ্টার হবার কোন ইচ্ছা নাই। আমি মাটির মানুষ, সাধারন মানুষ হয়েই থাকতে চাই। তবে কনটেমপোরারো সম্পর্কে আমার ধারনা খুব কম। আমার অন্য একটা প্ল্যান আছে। ৭১ এর জেনোসাইড এর কিছু আঁকা। আমি জানি সাদাকালো ছবি অনেক আছে তবে আমাকে ঐ সময়ের কিছু ঘটনা প্রচন্ড স্পর্শ করে। তাই সেগুলো আমি এমন ভাবে এঁকে যেতে চাই যেন আমাদের পরবর্তি প্রজন্ম এদেশের জন্মলগ্নের ইতিহাস কতটা বেদনাদায়ক ছিল তা কিছুটা হলেও উপলব্ধি করতে পারে। জানিনা কতটুকু সফল হব। তবে আমার ইচ্ছা আছে, এটাই আমার কাছে বড়। দেখা যাক কি হয়।

৩৩| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

আমিনুর রহমান বলেছেন: কাকের ঠ্যাং বকের ঠ্যাং... এ আবার পিলাচ ।


সবগুলোই দুর্দান্ত হয়েছে তবে 'PAINS" বেশি ভালো হয়েছে :)

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩

শিশু বিড়াল বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আমারও তাই মনে হয় :)

৩৪| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ফকির সাইঁ বলেছেন: আমার অন্য একটা প্ল্যান আছে। ৭১ এর জেনোসাইড এর কিছু আঁকা। আমি জানি সাদাকালো ছবি অনেক আছে তবে আমাকে ঐ সময়ের কিছু ঘটনা প্রচন্ড স্পর্শ করে। তাই সেগুলো আমি এমন ভাবে এঁকে যেতে চাই যেন আমাদের পরবর্তি প্রজন্ম এদেশের জন্মলগ্নের ইতিহাস কতটা বেদনাদায়ক ছিল তা কিছুটা হলেও উপলব্ধি করতে পারে।Great.
contemporary matters ---আসলে সমকালীন বিষয়গুলো,এই যেমন কিছুদিন আগেও তুমি আকলে রাজাকারের ফাষি ণিয়ে,যাহোক মানুষ সমসাময়িক কিমবা নিকট ফিচারে কিহতে পারে এগুলো নিয়েই বেশী ইনটারেসটেড থাকে.......

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

শিশু বিড়াল বলেছেন: সমসাময়িক কোন বিষয় নিয়ে আমি এই মুহুর্তে আঁকতে চাচ্ছিনা এ কারনে যে আমি চাইনা শাহবাগের আন্দোলনের মত আমার ছবি গুলোও কোন দলের দলীয়করনের আওতায় পরুক, আমি নিরপেক্ষ মানুষ। নিরপেক্ষ, সাধারন মানুষের কষ্ট নিয়েই আমি থাকতে চাই।

৩৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫০

ফকির সাইঁ বলেছেন: Dear, Shabag, here is nothing but an example....Just think about the scenario of the street living people of Kaowran bazar in very cold winter and their destitute condition about the tackling of frigid Or our poor folk living in the northern part of our country who are really really shelter less, they have not enough cloth for tackling the cold, not only our being, it may any animal like monkey, here i image a point,during last winter,Daily star published a heart shaking picture of monkey, about their gesture or something like that.......i wanna say about them,try to sketch their wretch scenario.

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭

শিশু বিড়াল বলেছেন: now u r talking.....i like some themes like these too badly :)

৩৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩১

জাওয়াদ তাহমিদ বলেছেন: উপস সরি অনি আপু। ইংরেজি বানান দেখে ঠিক মত বুঝতে পারিনি। :P :P

আপনার মতন ছবি আঁকতে পারলে ধন্য হয়ে যেতাম। :)

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

শিশু বিড়াল বলেছেন: its totally allright.... :)

আমি এমন কিছুই পারিনা। তাও আমাকে উৎসাহ দিবার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ :)

৩৭| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০১

নবীন বালক বলেছেন: আফা......। ছবি সব গুলা ই সুন্দর :) :) :) । তয় , প্রথম ছবি টার একটু খুত আছে। সাইকেল এর সামনের চাকার সাথে সাইকেল এর সিটের সাথে সংযোগ দিয়া যে রেখা দিসেন সেটা সঠিক জায়গায় হইনাই । ১ টা সাইকেল ভাল করে দেখলে ব্যাপারটা ধরতে পারবেন।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৩

শিশু বিড়াল বলেছেন: বিশ্বাস করবেন কিনা জানিনা, আসলে আমি সাইকেল দেখতে কেমন হয় ঐ সময় ঠিক করে মনে করতে পারছিলাম না। তাই ওলট পালট হয়ে গেছে। আমাকে ভুল ধরিয়ে দিবার জন্য ধন্যবাদ, এরপরে ঠিক করে আঁকব :)

৩৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৮

ফকির সাইঁ বলেছেন: এটা ঠিক না ! এত বিরত দেয়া চলবে না, নতুন নতুন পোষটু চাই ::

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৪

শিশু বিড়াল বলেছেন: দিয়েছি নতুন পোস্ট। মাথা পুরা ফাঁকা আমার।

৩৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪

ফকির সাইঁ বলেছেন: Urgent help need, hey doctor, do you hear me!

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫

শিশু বিড়াল বলেছেন: জ্বী শুনছি বলুন।

৪০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২৯

ড. জেকিল বলেছেন: কাকের ঠ্যাং-বকের ঠ্যাং বড়ই চমৎকার হইয়াছে ...........

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৬

শিশু বিড়াল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে জেকিল সাহেব :)

৪১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৮

শিশু বিড়াল বলেছেন: স্বর্না.... তোমাকে আর কতবার ধন্যবাদ দিব!!... আবারো দেই :)
আরেকটা কথা...u r doing an amazing job....i'm so proud of u :)

৪২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:২২

ফকির সাইঁ বলেছেন: It is over.

What is yr expertize field in ur profession ? as u r a doctor, hope your help may be required.



.
.
.

স্বর্না, আই লাইক স্বর্না সো মাচ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৫

শিশু বিড়াল বলেছেন: আমি ঠিক বুঝতে পারছিনা আপনি কী শেষ হয়ে যাবার কথা বলছেন।
আমি এখন সিম্পল এমবিবিএস ডাক্তার। তবে ইচ্ছা আছে সাইকিয়াট্রি তে পড়াশোনা করার। দেখা যাক আল্লাহপাকের কি ইচ্ছা।
তারপরও আপনার সমস্যার কথা বলতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব :)

আর স্বর্না লাইক করার মতই মেয়ে, শুধু লাইক না আমি ওকে নিয়ে গর্ব বোধ করি। :)

৪৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৫১

ফকির সাইঁ বলেছেন: আমার বোন হঠাৎসিক হয়ে গিয়েছিলো রাতে, ১২টার বেশি বেজে গিয়েছিলো তখন....
চট করে তোমার কথা মাথায় চলে এসেছিলো,তাই নক করেছিলাম...ও,ওরা এখন ঘুমিয়ে গেছে,বুঝছো ।

৪৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৬

এই সব দিন রাত্রি বলেছেন: গুগল ক্রোমের একটা এক্সটেন্সান আছে, ব্যবহার করে দেখতে পারেন।http://www.divvr.me/

পোস্টে+

৪৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩১

ফকির সাইঁ বলেছেন: স্বর্নাকে প্রথম প্রথম আমার স্বর্নাপু মনে হত,কারন আমাদের একটা স্বর্না ছিলো, সেও এখন আমেরিকায় থাকে, আমাদের কয়েক বছরের সিনিয়র, ডিপাটমেনটে তো পুরাই হিট ছিলো,সবাই তাকে খুব খুব পছন্দ করত,ভালো নাচতে পারতো, পছন্দ করার আসল কারনটা হল তার মাথার অনেকগুলো তার ছিড়া ছিলো, যেমনটা স্বর্নার :P :P :P !!! স্বর্নাপুর মাথার তার ছিড়া হলে কি হবে,সে কিনতু জিনিয়াস, এখন পিএইচডি করছে University of Illionor Urban Shampion এ।

এবার তোমার কথা বলি,আমার ধারনা তুমি সাইকিয়াট্রি তে পড়াশোনা করলে খুব ভালো করবে, আর তোমার ইংলিশের কনডিশনও তো বেশ, টেষট গুলো দিয়ে দাওনা, দেখো কি হয় ! আমার ধারনা বেশ ভালো স্কোর আসবে তোমার।


৪৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

শ্রাবণ জল বলেছেন: সুন্দর আঁকেন আপনি।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

শিশু বিড়াল বলেছেন: আমার তো মনে হয়না.... এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.