নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

দয়া করে আমাকে একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করুন :(

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩

আমি গত কয়েকদিন যাবৎ ছবি আঁকতে পারছিনা।



কিছুদিন আগে "৭১ জেনোসাইড" এর একটি পোস্ট এখানে একজন ব্লগার (নাম মনে করতে না পারার কারনে অত্যন্ত লজ্জিত) দিয়েছিলেন যেখানে মুক্তিযুদ্ধের সময়কার ভয়াবহ কিছু সাদাকালো ফটো আমি দেখেছি। উনি বলেছিলেন উনি এগুলো গুগলে পেয়েছেন। ওনার পোস্ট পড়ে আমার কান্না পেয়েছিল খুব। এরপর আমি নিজে গুগলে এই বিষয়ে ছবি খুজতে গিয়ে যেসব ছবি পাই তা দেখে কান্না থামাতে পারিনি। এবং সমস্যার শুরু এরপর থেকে, আমি অন্য কোন ছবি আঁকার কথা ভাবতে পারছিনা। আমার মাথায় তেলাপোকার মত "৭১ গনহত্যা" ঘুরেই যাচ্ছে।



আমি ঐ সময়কার ঘটনাগুলি নিয়ে ছবি আঁকতে চাই।



ঐ সময় সাধারন, নিরীহ মানুষগুলো যে অমানবিক যন্ত্রনার মধ্যে দিয়ে গিয়েছে তা আঁকতে চাই। অলরেডী সাদাকালো ছবি আছে আমি জানি। তবে আমার মাথায় আর কোন কিছু কাজ করছে না। আমি জানি এটা অনেক পুরোনো একটি বিষয়, সমসাময়িক বিষয় মোটেও হয়ত নয়, তবে আমাদের এই দেশ ও দেশের স্বাধীনতা অর্জন করার জন্যে কতটা কষ্ট এদেশের মানুষের পেতে হয়েছে তার একটা স্বচ্ছ ধারনা আমার মনে হয় আমাদের বর্তমান ও পরবর্তী প্রজন্মের নেই। কিন্তু এটা থাকা অত্যন্ত জরুরী বলে আমি মনে করি। শুধু আমার না, আমাদের সবারই।



আমি শুধু তাদের এটুক দেখাতে চাই যে আমাদের মাতৃভুমি কতটা যন্ত্রনার মধ্য দিয়ে গিয়েছে এদেশের স্বাধীনতা কে জন্ম দিবার জন্য। আমার কোন যোগ্যতা নেই এত বড় একটা ব্যাপার নিয়ে আঁকার হয়ত, তাও আমি একবার চেষ্টা করে দেখতে চাই। কারন এই কষ্ট, এই যন্ত্রনা আমার দেশের মানুষের, আমার মাতৃভূমির স্বাধীনতার সাক্ষর বহন করবে।



এখন আমার দরকার আপনাদের মতামত, আপনাদের মতামত যাই হোক, হ্যা বা না বা আমাকে পঁচা ডিম ছোঁড়া আপনারা করতে পারেন। তবে যেই মতামতই দিন এটা আমার জন্য অনেক গুরুত্ব বহন করবে দয়া করে এটা মনে রাখবেন।





আপনার মতামত হতে পারে: হ্যা অথবা না।




আমার পোস্টটি পড়ার জন্য এবং আপনার মতামত জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।



ডা: নাজিয়া হক অনি

মন্তব্য ৫৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অবশ্যই 'হ্যা'।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০

শিশু বিড়াল বলেছেন: অনেক ধন্যবাদ স্বর্না আমাকে সাপোর্ট করার জন্য। আমি জানতাম তুমি হ্যা বলবা :)

২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

হ্যা

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০

শিশু বিড়াল বলেছেন: কান্ডারী ভাইয়া আমি জানি আপনিও হ্যা বলবেন, অনেক ধন্যবাদ আপনাকে :)

৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫

অদ্বিতীয়া আমি বলেছেন: আমি এজন্য সাধারণত এমন ছবি দেখিনা । খুব খারাপ লাগে । আজ সকালে রেজওয়ানা আপুর যুদ্ধ শিশুর পোস্ট টা পড়ে অসুস্থ লাগছে । কল্পনা হীন নির্মমতা ।
আপু আপনি যে কষ্ট, যন্ত্রনা উপলব্ধি যেটুকু করতে পেরেছেন , আপনি আঁকতে পারেন , আপনার নিজের কাছে একটু হলেও দায়বদ্ধতা কমবে ।

তাই বলছি হ্যা ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

শিশু বিড়াল বলেছেন: হ্যা অনেক কষ্ট হয় এসব ছবি দেখলে, তবে এই কষ্টুটুকু আমাদের কখনও ভুলে গেলে চলবেনা। মায়ের ঋন যেমন কখনও শোধ করা যায়না, তেমনি আমাদের বর্তমান ও পরবর্তী প্রজন্মকে আমাদেরই দ্বায়িত্ব বুঝিয়ে যাওয়া যে কতটুকু কষ্টের আমাদের পেতে হয়েছে। আর যদি সত্যি তারা বুঝতে পারত তাহলে আজ হয়ত নিজেদের মধ্যে এভাবে খুনোখুনি করত না। আমি এটুকি সবাইকে জানাতে চাই।

আপনার সাপো্র্টের জন্য ধন্যবাদ :)

৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: ছবি আকেন । আর পোষ্ট দেন ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০০

শিশু বিড়াল বলেছেন: এই ছবি গুলো আমি এখনও আঁকা শুরু করিনি, কারন আমার মনে হয় আমি একা এত বড় সিদ্ধান্ত নিতে পারছিনা। তবে হ্যা আমার মোটামুটি ১৫/২০ টা ছবি আঁকার ইচ্ছা আছে। সব হয়ে গেলে জানতে পারবেন,

আমাকে উৎসাহ দেবার জন্য ধন্যবাদ :)

৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৭

ভুল উচ্ছাস বলেছেন: আপনি আঁকুন। আমরা সবাইই আপনার পাশে আছি।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:১১

শিশু বিড়াল বলেছেন: আপনার কথা শুনে আমার কতটা ভাল লাগল আপনি ভাবতেও পারবেন না। আমি সত্যি সত্যি সাহস পাচ্ছিলাম না জানেন!

অনেক অনেক ধন্যবাদ
:) :) :) :) :) :) :) :) :) :) :) :)

৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৯

রুদ্র মানব বলেছেন: অবশ্যই ''হ্যা'' B-) । আপনার প্রথম দিকের কিছু ছবি পোস্ট দেখেই অনুসরণে নিছি । আরো বেশি বেশি ছবি পোস্ট আশা করি । সেগুলো মুক্তিযুদ্ধভিত্তিক হলে আরো বেশি ভাল হয় ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:১৪

শিশু বিড়াল বলেছেন: আমি অনুসরন করার মত কেউ এটা ভাবতেই আমার লজ্জা লাগে। এমন বলবেন না ভাই। আমাকে উৎসাহ দিয়েছেন এতেই আমি অনেক খুশি।

তবে হ্যা আমার সময় লাগবে একটু কারন আমার প্ল্যান এ ১৫/২০টার মত ছবি আছে, কাজেই এখন যেহেতু আপনাদের সবার উৎসাহ পেয়ে গিয়েছি, কাজে খুব দ্রুত নেমে পড়ব।

অনেক ধন্যবাদ আপনাকে :)

৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:১৬

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনি ডাক্তার ? B:-)
আপনার প্রপিকটা দেখে ভাবছিলাম....,

যাই হোক মুক্তিযুদ্ধের গনহত্যা নিয়ে আঁকবেন এর মতবাদ চান তো ? আমি বসলাম, দেখি "না" কয় কে ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:২১

শিশু বিড়াল বলেছেন: ডাক্তারই তো! আপনি কি ভেবেছিলেন?? বিড়াল?? :)

ওরে বাপরে হিমুভাই আপনি একটা ব্যাপার বুঝে নিয়েন আগে কিন্তু যে এই ছবিগুলোতে আমি কোন "লিমিটেশন" রাখব না। বিভৎস কে সুন্দর করার বা ঢেকে রাখার কোন প্রকার চেষ্টা করব না। আশা করি বুঝতে পারছেন কী বলতে চাচ্ছি।

আমাকে অনেক উৎসাহ দেবার জন্য এবং আমার পাশে দাড়াবার জন্য ধন্যবাদ :)

৮| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:২৪

ফকির সাইঁ বলেছেন: কিছু বললাম না....
শুধু ''হ্যা'' ছারা !

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৩১

শিশু বিড়াল বলেছেন: এই হ্যা টুকুই আমার জন্যে অনেক অনেক গুরুত্বপুর্ন।
ধন্যবাদ আপনাকে :)

৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৭

বাংলাদেশী দালাল বলেছেন: "আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার

বুকের ব্যাথা বুকে চাপাইয়া নিজেকে দিয়েছি ধিক্কার। "


আপনি আঁকু বেন প্লিজ।


২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৮

শিশু বিড়াল বলেছেন: অবশ্যই চেষ্টা করব। আমাকে উৎসাহ দিবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ :)

১০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৬

নিয়েল ( হিমু ) বলেছেন: বিড়াল ভাব্ব কেন ? ভাবছিলাম হয়ত নাইন-টেনে পড়ে এমন কেউ :P
প্রপিকটা অনেক কিউট একটা বিড়াল । এইটাও নিশ্চয় আপনার আঁকা ?

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৮

শিশু বিড়াল বলেছেন: হ্যা :#>

১১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪০

রুদ্র মানব বলেছেন: ছবিগুলোর পোস্ট চাই তাড়াতাড়ি B-)

শুভকামনা , ভাল থাকবেন ।

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

শিশু বিড়াল বলেছেন: এই কাজ তাড়াতাড়ি হবে বলে মনে হয়না... তবে আমি সবার মতামতে যেটুকু সাহস পেয়েছি তা দিয়ে খুব জলদি কাজ শুরু করব। এটাই আমার দরকার ছিল। আবারো আপনাকে ধন্যবাদ :)

আপনিও অনেক ভাল থাকবেন :)

১২| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৭

সামদ বলেছেন: অবশ্যই ''হ্যা''

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

শিশু বিড়াল বলেছেন: আমাকে উৎসাহ দিবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ :)

১৩| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২০

আমিই মিসিরআলি বলেছেন: সম্মতি প্রদর্শন করছি +++++

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩১

শিশু বিড়াল বলেছেন: আমাকে উৎসাহ দিবার জন্য এবং আমার ছবির পাতা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

১৪| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪১

আমিনুর রহমান বলেছেন: আপনার ভাবনাটা অনেক সুন্দর। ছবি এঁকে ফেলুন আর আপনি ছবিগুলো আঁকার পর সেগুলো প্রদর্শনী করাও উচিত। সেইক্ষেত্রে প্রদর্শনীর স্থান হতে পারে সারা দেশের বধ্যভুমিগুলোতে ......।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ভাইয়া আমার ভাবনাকে সাহস দেবার জন্য :)
প্রদর্শনী কোথাও না কোথাও করা যাবে। আগে আঁকি।

১৫| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

তারছেড়া লিমন বলেছেন: আপনার হৃদয় যা চাই সেই মোতাবেক চলুন কারও চাওয়া পাওয়ায় কিছু যায় আসে না....................

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

শিশু বিড়াল বলেছেন: আমি সবসময় সেভাবেই চলি কিন্তু এ ব্যাপারটা ভিন্ন। তাই সবার মতামত চেয়েছি। এই ব্যাপারটা আমার জন্যে এতই গুরুত্বপুর্ন যে একা সিদ্ধান্ত নিতে পারছিলাম না।যাই হোক আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

১৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

বোকামন বলেছেন:







সম্মানিত লেখক,

“দেশের স্বাধীনতা অর্জন করার জন্যে কতটা কষ্ট এদেশের মানুষের পেতে হয়েছে তার একটা স্বচ্ছ ধারনা আমার মনে হয় আমাদের বর্তমান ও পরবর্তী প্রজন্মের নেই”

তাহলে স্বচ্ছ ধারনা তৈরি করার দায়িত্ব কি আমাদের নেই .....
আমরা কি পারি না ছবি একে, গল্প বলে, সিনেমা তৈরি করে আমাদের যার যার অবস্থান থেকে ঋণ কিছুটা হলেও পূরণ করতে !!!

না হয় মনে করি এ এক নতুন যুদ্ধ! আমাদের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার যুদ্ধ! আমাদের গর্বিত ইতিহাস কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার যুদ্ধ!

আঁকুন ছবি.... ঝেড়ে ফেলুন সকল সংকোচ ... মনে রাখবেন অকুতোভয় মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি আমরা ...... ভয় পাই না

আমি চেষ্টা করে যাচ্ছি আমার অবস্থান থেকে.......
আপনার জন্য শুভকামনা থাকলো

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

শিশু বিড়াল বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

১৭| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

একজন আরমান বলেছেন:
অনি আপু আমি তো আগেই হ্যাঁ বলেছিলাম।

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

শিশু বিড়াল বলেছেন: জ্বী :) এবং সবার আগে বলেছিলে তাও মনে আছে :)

১৮| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৭

জাকারিয়া মুবিন বলেছেন: হ‍্যা

১৯| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৬

আশিক মাসুম বলেছেন: মার একটা ছবি আকার চেষ্টা করেন দেখেন কিছু হয় নাকি :)

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫

শিশু বিড়াল বলেছেন: মার?? কার মা??

২০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৭

আশিক মাসুম বলেছেন: তার পর ছবি দেইখা , হ্যা না কিছু বলুম :)

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬

শিশু বিড়াল বলেছেন: থাক ভাই আপনার কিছু বলতে হবেনা.... আমি বুঝে নিয়েছি :)

২১| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

আশরাফ উদ্দিন বলেছেন: অকেনদিন ব্লগে ঢুকিনা, তাই দেরী হয়ে গেল। আপু, আপনি অবশ্যই আঁকবেন। দেখবেন, এখন যতটুকু না সাপোর্ট পাচ্ছেন একটা দুইটা আঁকা শুরু করলে অনেক বেশি সাপোর্ট পাবেন। আমরা সবাই আছি আপনার সাথে।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

শিশু বিড়াল বলেছেন: thnks a lot bhaia :)

২২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:১৪

আশিক মাসুম বলেছেন: আমার ছবির কথা বলতে চাইছিলাম :(

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

শিশু বিড়াল বলেছেন: আপাতত আমি আপনার ছবি আঁকা নিয়ে কোন কথা দিতে পারছিনা (আমি আবার সুন্দরী মেয়েদের আঁকতে বেশি ভালবাসি কিনা) :P
কিন্তু সত্যি সত্যি এই ৭১ জেনোসাইডের পোকা মাথা থেকে বের না করা পর্যন্ত ঐটাও মনেহয় হবেনা :(

২৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
হ্যা

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য :)

২৪| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনি যে বিভ্রান্ত এটা বোঝা যাচ্ছে। নয়তো এই হ্যা না ভোট চাইতেন না। কিন্তু আমাকে আশ্চর্য করেছে আপনার বলা পচা ডিম ছোরার ব্যাপারটা। জেনোসাইট এর উপর কেউ ছবি আঁকলে পচা ডিম ছোরার মতো এমন দুঃসাহস দেখাবে কে?

আমি পচা ডিম নিয়ে অপেক্ষা করলাম, দেখি কে 'না' বলে।

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

শিশু বিড়াল বলেছেন: বিভ্রান্ত তো হবই ভাইয়া। আমি নিজেকে এখনও এত বড় আঁকিয়ে মনে করিনা যে আমি আমাদের দেশের সৃষ্টিলগ্নের কোন বিষয় যেটা অত্যন্ত যন্ত্রনাময়, স্পর্শকাতর ও দুঃখভারাক্রান্ত নিয়ে এমনি এমনিই এঁকে ফেললাম। আর ছবি আঁকা শুরু করলেই তো হবেনা। আমি যেন শেষ করতে পারি তাও বুঝতে হবে। আমার বরাবরই ধৈর্য কম :(

তবে এ ব্যাপারে শুধু ধৈর্য না দেশের প্রতি আমার সবটুকু ভালবাসা কাজে লাগিয়ে শুরু করতে হবে, আপনারা শুধু আমার সাথে থাকবেন আর দোয়া করবেন যে আমি যা ফুটিয়ে তুলতে চাচ্ছি তা যেন পারি।

২৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:২৮

ফকির সাইঁ বলেছেন: এই ডাকতার, এটা ঠিক না, কতত দিন হয়ে গেলো,তোমার কোন খবরই নাই, উই আর ওয়েটিং ফর ইয়র পিকচার।

তারপর আছো কেমন !

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

শিশু বিড়াল বলেছেন: গতকাল পিজি তে পরীক্ষা ছিল এমপিএইচ আর আমি টিকিনি। এতে আমার কোন দুঃখ নেই। ১লা এপ্রিল থেকে "৭১ এর গনহত্যা" বিষয়ক ছবিগুলো আঁকা শুরু করব। এ পর্যন্ত মোট ৩০ টি ছবি বেছে নিয়েছি। অনেক সময়ের ব্যাপার। সবগুলো তো এখানে দেখাবো না। তাহলে আর ৩০টা ছবি একসাথে দেখার মজা কিভাবে থাকবে। তবে এর মধ্যে অন্য কিছু ছবিও আঁকব। সেগুলো দেখতে পারবেন।

এতদিন অসম্ভব ব্যস্ত ছিলাম। আজকে একটু শান্তি লাগছে।
অনেক কাজ বাকি। ভাল থাকবেন।

২৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৫

ফকির সাইঁ বলেছেন:
রাশিফল :: মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি।

হতাশাকে মনের কোথাও ঠাঁই দেবেন না; বরং নিজের সাহসী চেহারাটাকে দ্বিগুণ উদ্দীপিত করে তুলে ধরুন। প্রতিপক্ষের মনের সন্তুষ্টিবিধান আপনার কাজ হতে পারে না। পরিবার ও পরিবারের বাইরের অনেকেই আপনার দিকে তাকিয়ে আছে।

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

শিশু বিড়াল বলেছেন: হতাশা....ঐটা আমাকে ফেলে কোনদিন যাবেনা.... তবে কিছু করতেও পারবেনা, পারেনি আজ পর্যন্ত :)

আর আমার কোন প্রতিপক্ষ নেই। আমি খুবই নিরীহ, সাধারন একটা মানুষ। কারো ভাল করতে পারলে করি, কিন্তু ক্ষতি করার চিন্তা কখনই করিনা।

আর আমার দিকে যে অনেকেই তাকিয়ে আছে তা আমি জানি :)
এ ব্যাপারটাই আমাকে বেশি ভয় পাওয়ায়.... সবার আশা পুর্ন করতে পারব তো.... জানিনা.... দেখা যাক।

২৭| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১

আমিনুর রহমান বলেছেন: ডাক্তার রুমি স্কোয়াডের জন্য একটা মেডিকেল টীমের ব্যবস্থা করা যায় ???

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১০

শিশু বিড়াল বলেছেন: অবশ্যই যায়। ভাল আইডিয়া দিয়েছেন। দেখি কিছু করতে পারি কিনা।

২৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭

ফকির সাইঁ বলেছেন: চা এর সাথে লেবু খেলে, মানে লেবু চা নাকি শরীরের জননে খতিকর !

বেশকিছু দিন ধরে শুনছি, বাট আসলেই কি না সেটা জানাবে হে শিশুবি !

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২

শিশু বিড়াল বলেছেন: আমি জানিনা, গুগলে দেখে নিতে পারেন।

২৯| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

ফকির সাইঁ বলেছেন: চালাক মেয়ে :) :) :)

গুগল মামাতো আছেই----তুমি কিসের ডাকতার হলে বলো !

৩০| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

ফকির সাইঁ বলেছেন: তুমি কি ভেবেছ :P :P :P !

Is it a bad habit to drink lemon tea daily?

Best Answer - Chosen by Asker
No, tea is healthy and safe to drink in moderate quantities. Even larger amounts (like 3-5 cups of tea a day) are safe. In addition to the tea, lemon also has some positive impacts on health. It's actually the chemicals that give lemons their flavor that are beneficial!

Here is a page that I've researched about the health benefits of tea, with a little discussion of possible negative impacts of drinking tea:

http://ratetea.net/topic/health-benefits…

The main downside of tea is the caffeine, there are a few others but they are pretty mild and do not apply to most people. And tea is generally good for you too, it shows some evidence of having various positive effects on health.

So if you like the way it tastes, and like the way it makes you feel, keep drinking it! =)

2 years ago
Report Abuse

Asker's Rating:
5 out of 5
Asker's Comment:
Thanks a lot for the very useful answer

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.