নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: আমার আঁকা ছবি, ৭১ এর গনহত্যা- পর্ব ১

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০





অজানা (the unknown)

6-4-13

12' x 18'

color pencil



inspired from this picture





অবশেষে একটা ছবি আঁকতে পারলাম, আসলে সময় করে উঠতে পারিনা। তবে পরিকল্পনা মত এগোলে আশা করি ১ বছরের মধ্যে কাজ শেষ করতে পারব। ১৯৭১ এ যুদ্ধে এদেশের মানুষের উপর কী অত্যাচার গিয়েছে তা আরেকবার সবাইকে মনে করিয়ে দেয়াই আমার উদ্দেশ্য।



আমাদের ভবিষ্যত প্রজন্ম যদি এদেশের সাধারন, দুঃখি মানুষের কষ্ট এতটুকু বুঝতে পারে তবেই আমার আঁকা স্বার্থক হবে।



আমার জন্য দোয়া করবেন আর ছবি কেমন হল অবশ্যই জানাবেন।



সবাইকে ধন্যবাদ।



-ডা: নাজিয়া হক অনি

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২

আশরাফ উদ্দিন বলেছেন: Realstic.

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ভাইয়া :) ভাল আছেন?

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসে :) ||

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

শিশু বিড়াল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

অদ্বিতীয়া আমি বলেছেন: রিয়েলি , চমৎকার আঁকা ।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

শিশু বিড়াল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :) কেমন আছেন?

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

আশরাফ উদ্দিন বলেছেন: প্রথম হওয়ার জন্য ইংলিশে লিখে ফেললাম। অফিসে কাজে ব্যস্ত ছিলাম তাই।
হ্যা, আল্লাহর রহমতে ভালো আছি। অফিসে ফেসবুক ব্লক করে দেয়াতে ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

শিশু বিড়াল বলেছেন: হাহাহা... :) ভাইয়া প্রথম কমেন্ট করতে পেরে মনে হোয় বেশ খুশি হয়েছেন। অনেক ঝামেলার মধ্যেও যে আমি শুরু করতে পেরেছি এতেই আমি খুশি। আরো অনেক গুলো ছবি আছে সেগুলোও যেন শেষ করতে পারি দোয়া করবেন :)

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

রুদ্র মানব বলেছেন: অসাধারণ হইছে , ধারাবাহিক পর্ব গুলো চলতে থাকুক :)


+++++++

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

শিশু বিড়াল বলেছেন: সব যদি সামুতেই দেখিয়ে দেই তাহলে পরে প্রদর্শনী করলে কী দেখবেন?? :)

দোয়া রাখবেন ভাইয়া যেন পর্ব চালিয়ে যেতে পারি :)

অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩

আমিনুর রহমান বলেছেন: অসাধারণ ও অনন্য +++

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫

শিশু বিড়াল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: PCথেকে পরে দেখতেছি

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭

শিশু বিড়াল বলেছেন: ওকি ডকি :)

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

কাজের কথা বলেছেন: অসাধারণ সুন্দর হইছে। ++++

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫

শিশু বিড়াল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

আশরাফ উদ্দিন বলেছেন: অনেকদিন ধরে চেষ্টা করছি প্রথম মন্তব্যকারী হওয়ার জন্য, তাই আজকে সুযোগ টা পেয়ে হাতছাড়র করলাম না আর কি...হ্যা, আমি খুশিই বলা যায়।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

শিশু বিড়াল বলেছেন: :) :) :)

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:
অনি আপু ভীষণ ভীষণ ভাল হয়েছে।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭

শিশু বিড়াল বলেছেন: কান্ডারী ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে :)
আমি আপনার লেখা পড়তে অনেক পছন্দ করি আপনি কি জানেন। বেশি বেশি করে লিখবেন।
ভাল আছেন এমনি??

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯

ফকির সাইঁ বলেছেন: দেখতে ভাল লাগছে কিনতু আমার কাছে কেন যেন ৭১ ৭১ মনে হয় নি এটা কে ! কারন আমার কাছে যেটা মনে হয়েছে--- এর কালারটা বেশী উজজল হয়ে গেছে, এটা পেইল পেইল হলে ভালো হত ! রিয়েলিষটিক হত।

নিচের টা দেখে দেখে ইউজটু ,হ্য়ত একারনে এমন টা মনে হতে পারে আমার :( গেলারীতে বসলাম---পরের গুলোর আশায় :P :P :P

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭

শিশু বিড়াল বলেছেন: হাহাহা....সাদাকালো টিভি থেকে কালার টিভি দেখলে যা হয় তোমারও তাই হয়েছে। অন্য কোন সমস্যা থাকলে বল। আর কালার ঊজ্জ্বল হয়েছে ডিএসএলআর এ তোলার কারনে। সামনা সামনি আশা করি তোমার ভাল লাগবে :)

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল আছি অনি আপু ! কিন্তু ব্লগের অস্থির সময়টা ভাল লাগছে না ।

আপনি কেমন আছেন ? :)

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০

শিশু বিড়াল বলেছেন: আমারও তোমার মত অবস্থা। এর উপর আছে ডিউটি, নিজের জন্য সময়ই বের করতে পারিনা। :(

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

একজন আরমান বলেছেন:
উফফ... কি ভয়ঙ্কর ছবি।
এরপরও পাকি দালালদের বিচার আমরা চাইবো না? !

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬

শিশু বিড়াল বলেছেন: বিচার তো চাইবই। তবে আমার এই ছবিগুলো আঁকার উদ্দেশ্য কিন্তু সবাইকে মনে করিয়ে দাওয়া যে একটা যুদ্ধে এই দেশের কি ভয়াবহ পরিনাম হতে পারে এবং সতর্ক করা যেন এমন পরিস্থিতি আর কোন দিনও না দাড়ায়

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার+++++

একজন আরমান বলেছেন:
উফফ... কি ভয়ঙ্কর ছবি।
এরপরও পাকি দালালদের বিচার আমরা চাইবো না? !

সহমত

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

নিয়েল ( হিমু ) বলেছেন: O.M.G !!! আপনি তো অসাধারণ কিছু করতে যাচ্ছেন । সত্যি আমি অপেক্ষায় থাকব অসাধারণ কিছুর সাক্ষি হতে । এক বছর তো কিছুই না ।
অনেক ভাল লাগা জানবেন । :)

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮

শিশু বিড়াল বলেছেন: দোয়া করবেন ভাইয়া যেন যা করতে চাচ্ছ তা যেন করে যেতে পারি :)

অনেক ধন্যবাদ আপনাকে :)

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: প্রথমেই ছবিটা দেখে মনে হলো থিমটা তো অসাধারণ! একটু নিচে এসে কথা গুলো পড়ে আর মূল ছবিটা দেখে মন খারাপ হয়ে গেল। সত্যি এমন একটা ছবি থেকে ছবি আঁকতে হচ্ছে। এটা যে কী কষ্টের!

সুন্দর হয়েছে। আশা করি, সময় মতো ছবির কাজ শেষ হবে। আমি আপনার সর্বাত্মক সাফল্য কামনা করছি।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২

শিশু বিড়াল বলেছেন: ভাইয়া একমাত্র আপনি আমার মনের কথাটা ধরতে পেরেছেন। এই ছবিটা আঁকার সময় আমার তো বারবার সাদাকালো ছবিটা দেখতে হয়েছে। প্রতিবার তাকাই আর খুব খারাপ লাগে আবার সেটাই নিজের কাগজে আঁকতে হয় :(

পুরোটা শেষ করতে মোটামুটি ২ দিন লেগেছে এবং ছবি শেষ করার পরে আমার মাথায় প্রচন্ড ব্যাথা হচ্ছিল। আমার কাঁধেও একটু সমস্যা আছে, ডান হাতে বেশিক্ষন টানা কাজ করতে পারিনা। বোঝেন আমার অবস্থা। তারপরও আমার শান্তি আমি কাজটা করতে পেরেছি। আর একটা যখন পেরেছি বাকি গুলোও আস্তে আস্তে হয়ে যাবে।

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩২

আমিই মিসিরআলি বলেছেন: শৈল্পিক আঁচরে ইতিহাসের ভয়ংকরতম
নীরব সাক্ষী ফুটিয়ে তুলেছেন,ধন্যবাদ আপনাকে

ছবির জন্য+++++++++++++

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২

শিশু বিড়াল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া :)

১৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪

রাইসুল সাগর বলেছেন: বাহ চমৎকারতো। আপনার দেখি অনেক গুন।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

শিশু বিড়াল বলেছেন: মোটেও অনেক গুন না। অল্প একটু গুন আছে বলতে পারেন। ধন্যবাদ আপনাকে :)

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

প্রভাষ প্রদৌত বলেছেন: আচ্চা ছবিটা কি আমি আমর ব্যক্তিগত সংগ্রহে রাখতে পারি ????? আমি কিনতে চাই অথবা আমকে ছবিটার হাই রেজুলেশনের একটা কপি পাঠান । [email protected]

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

শিশু বিড়াল বলেছেন: দুঃখিত ভাইয়া, আমি এখনও এই ছবিগুলো বিক্রি করব কিনা এ ব্যাপারে ভাবিনি, আরো অনেকগুলো প্রস্তুত করছি আঁকার জন্য। তবে সবগুলো শেষ হোক, প্রদর্শনী যেদিন হবে অবশ্যই জানতে পারবেন। আমন্ত্রন রইল আপনার জন্য। :)

২০| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

সোহাগ সকাল বলেছেন: আপনাকে আমি প্রিয়তে নিয়েছি। আশা করছি, নিয়মিত আমাদেরকে আপনার আঁকা ছবি দিয়ে মুগ্ধ করবেন।।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০০

শিশু বিড়াল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.