নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

শুভ নববর্ষ ১৪২০

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

বৎসরের আবর্জনা দুর হয়ে যাক যাক যাক

এসো হে এসো...



চলে গেল আরোও একটি বছর। আগামি কাল নতুন বছর শুরু হতে যাচ্ছে। নতুন একটি সুর্যোদয়, নতুন কিছু প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি ১৪২০।

কিন্তু আদৌ কি এই বছরের "আবর্জনা" তথা চারপাশে জনজীবনে যে অস্থিতিকর পরিস্থিতি ও অশান্তি বিরাজমান তার কি কোন পরিবর্তন হবে? আমার সন্দেহ আছে। পান্তাভাত আর ইলিশ (যদিও "ইলিশ" নামক মাছটি বড়ই দুর্লভ এ বছর সবার কাছেই, তাও বললাম আর কি) দিয়ে পেট ভরে খেয়ে, শাড়ি আর পান্জাবী পড়ে দোস্তদের নিয়ে আড্ডা মেরে বাঙালিত্ব প্রমান করার যে প্রতিযোগিতা কালকে দেখতে হবে সে ব্যাপারে আমার কোন আপত্তি নেই। বাঙালির নতুন বৈশিষ্ট্য, সকল উৎসব কে "মিনি ভ্যালেন্টাইন ডে" মনে করা তাতেও আমার কোন আপত্তি নেই। আর আমি আপত্তি করলেও বা কি যায় আসে? আমি কোথাকার কে!

তারপরও আমার সখ হয় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা এনাদের যদি দেখতে পারতাম একে অপরকে মুখে তুলে ভাত খাইয়ে দিচ্ছে যেভাবে দুই বোন একজন আরেকজন কে দেয়। এই দৃশ্যটি কি খুবই অসম্ভব?

আমার সখ হয় জামাত শিবির আর হেফাজতে ইসলাম আগামি কাল যেন নিজেদের "সবার আগে আমরা বাঙালি" এটা একবার যেন মনে করে এবং মনে রাখে। তারা যেন নিজের দেশে বাস করে নিজেদের মেহমান মনে করে দেশের উপর যে অত্যাচার চালাচ্ছে তার কারনে সাধারন মানুষ যে দুর্বিসহ জীবন যাপন করছে, তা একটু অনুধাবন করে।



মুছে যাক গ্লানি, মুছে যাক জরা....

আসলেই কি খুব কঠিন আমাদের নিজেদের নেতা ও নেত্রীগন তাদের নিজেদের ভেদাভেদ ভুলে সবাই একযোগে কী করলে দেশের ভাল হয়, দেশের মানুষের ভাল হয় তা একটু চিন্তা করা?? কে গদিতে বসবে এটা নিয়ে কাড়াকাড়ি, কামড়া কামড়ি, হরতাল, মারামারি, কাটাকাটি না করে আমরা সবাই যে বাঙালি, একই মাতৃভুমির সন্তান, এটা মনে করা?

হয়ত খুবই কঠিন, তাও আমি স্বপ্ন দেখি। আর কিছু করার স্বাধীনতা নাই থাকতে পারে আমাদের তথাকথিত "গনতান্ত্রিক" দেশে যেখানে গন ও তন্ত্র, উত্তর ও দক্ষিন মেরুর চেয়েও দুরে সেখানে স্বপ্ন দেখা ছাড়া আমার মত সাধারন মানুষদের আর কিই বা করার আছে।

এত কথা বলতে চাইনি, তাও বলা হয়ে গেল... আমি দুঃখিত কারন আনন্দের, আশার কোন কথা বলতে পারলাম না।



দয়া করে সবাই যেন মনে রাখি "আমরা সবাই বাঙালি"।



সবাইকে নববর্ষের শুভেচ্ছা।



-ডাঃ নাজিয়া হক অনি

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শুভ নববর্ষ :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

শিশু বিড়াল বলেছেন: আপনাকেও শুভ নববর্ষ :)

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ নববর্ষ :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

শিশু বিড়াল বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া :)

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১২

তারছেড়া লিমন বলেছেন: শুভ নববর্ষ............।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯

শিশু বিড়াল বলেছেন: শুভ নববর্ষ :)

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৯

ইমরাজ কবির মুন বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা ডাক্তার ম্যাম :)
একটা নববর্ষময় ছবি আশা করসিলাম ||

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯

শিশু বিড়াল বলেছেন: হিহিহিহি... কাজ চলছে :) শুভ নববর্ষ

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৫

আমিনুর রহমান বলেছেন:


শুভ নববর্ষ।

!:#P !:#P !:#P

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০

শিশু বিড়াল বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া :)

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮

জাকারিয়া মুবিন বলেছেন:
শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২

শিশু বিড়াল বলেছেন: শুভ নববর্ষ :)

৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

একজন আরমান বলেছেন:
শুভ নববর্ষ অনি আপু। :)

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮

শিশু বিড়াল বলেছেন: শুভ নববর্ষ আরমান :)

৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আশিক মাসুম বলেছেন: নতুন বছরে অনেক শুভ কামনা আপনার জন্য। !:#P

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৯

শিশু বিড়াল বলেছেন: আপনার জন্যেও অনেক শুভকামনা :) শুভ নববর্ষ

৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

রাইসুল সাগর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।এবং শুভকামনা। ভালো থাকুন সব সময়।

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

শিশু বিড়াল বলেছেন: আপনিও :)

১০| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫

s r jony বলেছেন: "আমরা সবাই বাঙালি"।
আমরা সবাই রক্ষা করব আমাদের ঐতিয্য

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

শিশু বিড়াল বলেছেন: শুধু একদিনের জন্য ঐতিহ্য রক্ষা করে বসে থাকলে হবে??

:)

১১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুভ নববর্ষ। !:#P !:#P !:#P

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

শিশু বিড়াল বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া :)

১২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

অদ্বিতীয়া আমি বলেছেন: শুভ নববর্ষ অনি আপু ।



আপু মাঝে মাঝে ভাবি হয়ত আমাদের অনেক বেশি সহ্য ক্ষমতা , অথবা আমরা বাস্তবটা থেকে মুখ ফিরিয়ে জোর করে ভাল থাকতে চাই ! :(

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩

শিশু বিড়াল বলেছেন: আসলে আমরা বাস্তবটা থেকে মুখ ফিরিয়ে জোর করে ভাল থাকতে চাই ... এটাই সত্য

শুভ হোক নতুন বছর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.